X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

যশোর হাসপাতালে রোগীর ওপর বোমা হামলা

যশোর প্রতিনিধি
১৮ নভেম্বর ২০১৭, ১৯:৫২আপডেট : ১৮ নভেম্বর ২০১৭, ১৯:৫৯

প্রতিপক্ষকে লক্ষ্য করে দেয়ালে বোমা ছুড়ে মারা হয় (ছবি- প্রতিনিধি)

যশোর জেনারেল হাসপাতালে প্রতিপক্ষ রোগী ও তার স্বজনের ওপর হামলা ও বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় হাসপাতালটির প্রশাসনিক ভবনের দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় বাবু (৩০) নামে একজন আহত হয়েছেন। এছাড়া এসময় আতঙ্কিত হয়ে হাসপাতালে থাকা লোকজন দিকবিদ্বিক ছোটাছুটি শুরু করেন।

কোতোয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, পুলিশ ঘটনাস্থল থেকে বোমার আলামত উদ্ধার করেছে।

এসআই মিজানুর রহমান আরও জানান, এর আগে যশোর শহরের চাঁচড়া রায়পাড়ায় দুই গ্রুপের বোমাবাজি ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। সেসময় প্রতিপক্ষের ছুরিকাঘাতে আল আমিন (২৬) নামে এক যুবক আহত হন।

হাসপাতাল সূত্র জানায়, আল আমিনকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করার পর তার প্রতিপক্ষের লোকজন হাসপাতালে এসে হামলা চালায় ও ফের বোমা নিক্ষেপ করে। এতে বিস্ফোরিত বোমায় আহত হন আল আমিনের খালাতো ভাই বাবু। এছাড়া আতঙ্কিত লোকজনের দৌড়াদৌড়িতে অচেতন হয়ে পড়েন রেলগেট এলাকার জাহেদা বেগম নামের এক মহিলা।

পুলিশ জানায়, চাঁচড়া রায়পাড়া এলাকায় মাদক বিক্রি ও আধিপত্য বিস্তার নিয়ে কাজী সজল ও আল আমিন গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এর জেরে শনিবার বিকালে রায়পাড়ায় আল আমিনের ওপর হামলা হয়। এসময় প্রতিপক্ষের লোকজন পর পর দু’টি বোমা নিক্ষেপ করে। এর মধ্যে একটি বোমা বিস্ফোরিত হয়।

ছুরিকাহত আল আমিন রায়পাড়া এলাকার ইসরাইল হোসেনের ছেলে। তিনি জানান, বিকালে কথা কাটাকাটির একপর্যায়ে কাজী সজল ও তার গ্রুপের লোকজন তাকে ছুরিকাঘাত করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে। এর কিছু সময় পর প্রতিপক্ষের লোকজন তাদের লক্ষ্য করে হাসপাতালের প্রশাসনিক ভবনের দ্বিতীয় তলায় দেওয়ালে একটি বোমা নিক্ষেপ করে। বোমার শব্দে হাসপাতালে থাকা রোগী ও তাদের স্বজনরা দিকবিদ্বিক ছোটাছুটি করতে থাকেন।

বিস্ফোরিত বোমার আলামত সংগ্রহ করা হচ্ছে (ছবি- প্রতিনিধি)

হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার এম. আব্দুর রশিদ বলেন, ‘ছুরিকাঘাতে আহত আল আমিন আশঙ্কামুক্ত।’

হাসপাতালের তত্ত্বাবধায়ক কামরুল ইসলাম বেণু বলেন, ‘হাসপাতালের প্রশাসনিক ভবনের দ্বিতীয় তলায় বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে শুনেছি। আমি এখন ঢাকায় আছি। এর বেশি কিছু জানি না।’

চাঁচড়া ফাঁড়ির ইনচার্জ সৈয়দ বায়েজিদ হোসেন বলেন, ‘ঘটনাস্থল থেকে একটি ছুরি, একটি তাজা বোমা ও বিস্ফোরিত বোমার অংশবিশেষ উদ্ধার করা হয়েছে।’

এসআই মিজানুর রহমান বলেন, ‘যারা বোমা নিক্ষেপ করেছে তাদের আটকে অভিযান শুরু করেছে পুলিশ।’

 

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সড়ক সম্প্রসারণকাজে ৩৪৩ গাছের মৃত্যু, জনমনে ক্ষোভ
সড়ক সম্প্রসারণকাজে ৩৪৩ গাছের মৃত্যু, জনমনে ক্ষোভ
ভারতে আজ তৃতীয় দফার ভোটগ্রহণ চলছে
ভারতে আজ তৃতীয় দফার ভোটগ্রহণ চলছে
বৃষ্টিতেই কাটলো ওয়াসার পানির সংকট
বৃষ্টিতেই কাটলো ওয়াসার পানির সংকট
টিভিতে আজকের খেলা (৭ মে, ২০২৪)
টিভিতে আজকের খেলা (৭ মে, ২০২৪)
সর্বাধিক পঠিত
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস