X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

আওয়ামী লীগ নেতার গলাকাটা লাশ উদ্ধার

সাতক্ষীরা প্রতিনিধি
২০ নভেম্বর ২০১৭, ১২:২৫আপডেট : ২০ নভেম্বর ২০১৭, ১২:২৬

সাতক্ষীরা জেলা

সাতক্ষীরার আশাশুনি উপজেলার কৈখালি এলাকায় পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধের পাশ থেকে এক আওয়ামী লীগ নেতার গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২০ নভেম্বর) সকালে আশাশুনি থানা পুলিশ লাশটি উদ্ধার করেছে। সাতক্ষীরা আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিদুল ইসলাম শাহিন এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত আওয়ামী লীগ নেতার নাম মো. সোলাইমান গাজী (৪৪)। তিনি সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ঝায়ামারি গ্রামের মৃত মোকছেদ আলী গাজির ছেলে ও নলতা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

আশাশুনি থানার ওসি শাহিদুল ইসলাম শাহিন বলেন, ‘সকালে কৈখালি এলাকায় পাউবোর বেড়িবাঁধের ওপর সুলাইমান গাজীর লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে সুলাইমান গাজীর গলাকাটা লাশ উদ্ধার করে। ধারালো অস্ত্রের আঘাতে তার মাথা দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। এছাড়াও তার শরীরের একাধিক স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।

তিনি আরও জানান, সুলাইমান গাজীকে কে বা কারা হত্যা করেছে অথবা অথবা কি কারণে সে খুন হয়েছে তা জানা সম্ভব হয়নি। তবে সুরতহাল রিপোর্ট অনুযায়ী, তাকে জবাই করে হত্যা করা হয়েছে। হত্যার কারণ নিশ্চিত করা যায়নি।

লাশটি পড়েছিল আশাশুনি ও কালিগঞ্জ থানার সীমানায়। দুই থানার পুলিশ সেখানে উপস্থিত হয়ে তদন্ত শুরু করেছে। তবে ভূমিহীনদের মধ্যে চলমান বিরোধের জেরে তিনি খুন হয়েছেন কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন আশাশুনি থানার ওসি।

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, রবিবার রাতে সোলাইমান গাজী তার ভাগিনা আবু সালেক ও চাচাতো ভাই আবদুর রশীদের সাথে বাড়ির পাশের একটি দোকানে ক্যারম খেলছিলেন। রাত ৯টার দিকে বাড়ি ফেরার পর তার কাছে থাকা মোবাইলে একটি কল আসে। এ সময় তিনি আবার বাড়ি থেকে বাইরে চলে যান। সকালে কৈখালি এলাকায় বেড়িবাঁধের পাশে তার জবাইকৃত লাশ পড়ে থাকার খবর পাওয়া যায়।

স্থানীয় ইউপি সদস্য ফারুক হোসেন জানান, সোলাইমান গাজী ভূমিহীনদের একটি অংশের নেতৃত্ব দেন। তার প্রতিপক্ষ ভূমিহীন নেতা ওহাব পেয়াদার সঙ্গে জমি নিয়ে দীর্ঘদিন ধরে তার বিরোধ চলে আসছিল। এরই জেরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে বলে জানিয়েছেন তিনি। 

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কেএনএফ’র বিরুদ্ধে যৌথ বাহিনীর অভিযানে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ
কেএনএফ’র বিরুদ্ধে যৌথ বাহিনীর অভিযানে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ
পরিবেশ সংরক্ষণের বিষয়গুলো পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা হচ্ছে: পরিবেশমন্ত্রী
পরিবেশ সংরক্ষণের বিষয়গুলো পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা হচ্ছে: পরিবেশমন্ত্রী
পটকা-আতশবাজি তৈরি করা ঘরটি উড়ে গেলো বিস্ফোরণে, মা-মেয়েসহ আহত ৪
পটকা-আতশবাজি তৈরি করা ঘরটি উড়ে গেলো বিস্ফোরণে, মা-মেয়েসহ আহত ৪
আবাহনীর ১০ ক্রিকেটার চট্টগ্রামে, একাদশ গঠন নিয়ে বিপাকে সুজন
আবাহনীর ১০ ক্রিকেটার চট্টগ্রামে, একাদশ গঠন নিয়ে বিপাকে সুজন
সর্বাধিক পঠিত
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ