X
সোমবার, ০৬ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

নাখালপাড়ায় নিহত ‘জঙ্গি আব্দুল্লাহ’ চট্টগ্রামের নাফিস

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:
১৯ জানুয়ারি ২০১৮, ০০:৪৩আপডেট : ১৯ জানুয়ারি ২০১৮, ০০:৪৭

‘জঙ্গি আব্দুল্লাহ’র আসল নাম নাফিস উল ইসলাম নাখালপাড়ায় নিহত ‘জঙ্গি আব্দুল্লাহ’র আসল নাম নাফিস উল ইসলাম এবং তার বাড়ি চট্টগ্রামে। চট্টগ্রামের নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (এডিসি) এ এ এম হুমায়ুন কবির এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশের অতিরিক্ত উপ কমিশনার বলেন, ‘র‌্যাব নাখালপাড়ায় নিহত তিন জঙ্গির ছবি প্রকাশের পর ওই ছবিগুলো নিখোঁজ নাফিসের পরিবারকে দেখালে তারা একজনকে নাফিস উল ইসলাম বলে শনাক্ত করেছে। নাফিস জঙ্গি তালিকায় আব্দুল্লাহ নামে পরিচিত।’

পুলিশ জানায়, ‘নাফিস চট্টগ্রাম কলেজের পূর্ব গেট সংলগ্ন ইউনূস বিল্ডিংয়ের তৃতীয় তলায় পরিবারের সঙ্গে থাকত। গত বছরের ৬ অক্টোবর বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হয় সে। এ ঘটনায় তার বাবা নজরুল ইসলাম চকবাজার থানায় একটি সাধারণ ডায়েরি করেছে।’

এডিসি হুমায়ুন কবির আরও বলেন, ‘নাফিসের বাবার দায়ের করা জিডির সূত্র ধরে নিখোঁজ নাফিসকে খুঁজতে গিয়ে আমরা গত ১ জানুয়ারি নগরীর মাদারবাড়ি এলাকার জঙ্গি আস্তানার সন্ধান পাই। যে আস্তানা থেকে নব্য জেএমবির সুইসাইড স্কোয়াডের তিন সদস্যকে গ্রেফতার করা হয়েছে।’

উল্লেখ্য, গত ১২ জানুয়ারি পশ্চিম নাখালপাড়ায় জঙ্গি আস্তানায় অভিযান চালায় র‌্যাব। অভিযানে তিন জঙ্গি নিহত হয়। এদের মধ্যে মেজবাহ নামে একজনের পরিচয় আগেই পাওয়া গেছে। অপর দু’জনের পরিচয় জানতে বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) তাদের ছবি প্রকাশ করে র‌্যাব।  সেই ছবি কাউন্টার টেরোরিজম চট্টগ্রাম ইউনিটের নজরে আসলে তারা ছবিগুলো নিখোঁজ নাফিসের পরিবারকে দেখায়। নাসিফ নগরীর কাজেম আলী স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির ছাত্র ছিল।

 

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
ন্যাশনাল ব্যাংকে নতুন পরিচালনা পর্ষদ গঠন, নিয়োগ পেলেন ১০ জন 
ন্যাশনাল ব্যাংকে নতুন পরিচালনা পর্ষদ গঠন, নিয়োগ পেলেন ১০ জন 
স্বস্তির জয়ে শিরোপার লড়াইয়ে ফিরলো লিভারপুল
স্বস্তির জয়ে শিরোপার লড়াইয়ে ফিরলো লিভারপুল
ফিলিস্তিনে যুদ্ধাপরাধে দায়ীদের জবাবদিহি চায় ঢাকা
ফিলিস্তিনে যুদ্ধাপরাধে দায়ীদের জবাবদিহি চায় ঢাকা
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
সব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী
জিজ্ঞাসাবাদ শেষে ডিবি হারুনসব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী