X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

চবিতে ছাত্রলীগের দু’পক্ষে ধাওয়া-পাল্টা ধাওয়া, আহত ২

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২০ জানুয়ারি ২০১৮, ২৩:৪৬আপডেট : ২০ জানুয়ারি ২০১৮, ২৩:৫৫

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। শনিবার (২০ জানুয়ারি) রাত সাড়ে ৯টা দিকে ছাত্রলীগের শাটল ট্রেনের বগিভিত্তিক সংগঠন সিএফসি ও সিক্সটি নাইন-এর নেতাকর্মীদের মধ্যে এ ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের দুই নেতা আহত হয়েছেন। হাটহাজারী  থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলাল উদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর এ খবর নিশ্চিত করেন।

আহতরা হলেন– সিক্সটি নাইন পক্ষের কর্মী বিশ্ববিদ্যালয়ের মানবসম্পদ ব্যবস্থাপনা (এইচআরএম) বিভাগের শিক্ষার্থী শফিকুল আলম মিরাজ এবং সিএফসি গ্রুপের কর্মী বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী লিটন রায়। সিক্সটি নাইন চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিনের অনুসারী এবং অন্য পক্ষ প্রয়াত আওয়ামী লীগের সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরীর অনুসারী।

ক্যাম্পাস সূত্র জানায়, দুপুর ২টার দিকে সিক্সটি নাইন গ্রুপের এক কর্মীকে সিএফসি গ্রুপের কয়েকজন মিলে শাহ আমানত হলের একটি কক্ষে মারধর করে। বিষয়টি ক্যাম্পাসে জানাজানি হলে দু'পক্ষের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে শহর থেকে রাতের ট্রেন ক্যাম্পাসে আসলে রাত ৯টার দিকে সিক্সটি নাইন পক্ষের নেতাকর্মীরা সিএফসি গ্রুপের নেতাকর্মীদের ধাওয়া দেয়। এসময় সিএফসি পক্ষের নেতাকর্মীরা তাদের পাল্টা ধাওয়া দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে উভয় পক্ষকে ধাওয়া দিয়ে হলের ভিতরে ঢুকিয়ে দেয়। বর্তমানে ক্যাম্পাসে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আ জ ম নাছির গ্রুপের নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয়ের শাহজালাল হলে এবং মহিউদ্দিন চৌধুরী পক্ষের নেতাকর্মীরা শাহ আমানত হলে অবস্থান নিয়েছেন।

সিক্সটি নাইন পক্ষের নেতা চবি ছাত্রলীগের সাবেক উপ-গ্রন্থনা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ইকবাল হোসাইন টিপু বলেন, ‘কোনও কারণ ছাড়াই তারা আমাদের একটা ছেলেকে হলের রুমের মধ্যে মারধর করেছে। এ বিষয়টি মীমাংসা করার জন্য আমরা বেশ কয়েকবার তাদের সিনিয়রদের সঙ্গে যোগাযোগ করে কোনও সাড়া পাইনি। পরবর্তী সময়ে তারা আমাদের নেতাকর্মীদের ওপর হামলা করলে আমাদের ছেলেরা তাদের ধাওয়া দিয়ে হলের ভিতর ঢুকিয়ে দেয়।’

সিএফসি পক্ষের নেতা সাবেক সহ-সভাপতি হান্নান সাব্বির বলেন, ‘জুনিয়রদের মধ্যে সামান্য ভুল বুঝাবুঝি হয়েছে। আমরা সিনিয়ররা বসে মীমাংসা করার চেষ্টা করছি।’

ওসি বেলাল উদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর বলেন, ‘দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার খবর শুনে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে ক্যাম্পাসের পরিস্থিতি শান্ত রয়েছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’

 

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সৌদি আরবে বৈশ্বিক নেতাদের সঙ্গে বৈঠক করবেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট
সৌদি আরবে বৈশ্বিক নেতাদের সঙ্গে বৈঠক করবেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট
বৃষ্টির প্রার্থনায় নামাজ
বৃষ্টির প্রার্থনায় নামাজ
মোহামেডানকে রুখে দিলো পুলিশ, চট্টগ্রাম আবাহনী দিলো ৫ গোল
মোহামেডানকে রুখে দিলো পুলিশ, চট্টগ্রাম আবাহনী দিলো ৫ গোল
হিট অফিসারের পরামর্শে ‘কৃত্রিম বৃষ্টি’ ছিটাবে ডিএনসিসি
হিট অফিসারের পরামর্শে ‘কৃত্রিম বৃষ্টি’ ছিটাবে ডিএনসিসি
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
তাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
প্রাক-প্রাথমিক বন্ধই থাকছেতাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস