X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

নিজাম হাজারীর এমপি পদের বৈধতা নিয়ে রায় আজ

ফেনী প্রতিনিধি
০১ মার্চ ২০১৮, ০৬:২০আপডেট : ০১ মার্চ ২০১৮, ০৬:৩১

নিজাম হাজারী (ফাইল ছবি) ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী এমপি পদে থাকা নিয়ে রিটের রুল নিষ্পত্তির রায় আজ (বৃহস্পতিবার) ঘোষণা করবেন আদালত । মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) উভয় পক্ষের শুনানি শেষে বিচারপতি মো. আবু জাফর সিদ্দিকীর একক বেঞ্চ এই তারিখ ধার্য করেন।

রিট আবেদনকারীর আইনজীবী সত্য রঞ্জন মণ্ডল এসব তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘এর আগে ৬ ফেব্রুয়ারি ওই কোর্টে মামলাটি কার্য-তালিকায় ওঠে। কয়েকদিন শুনানিও হয়। পরে মঙ্গলবার শুনানি শেষ হয়েছে। রায়ের জন্য আজ  ১ মার্চ বৃহস্পতিবার  দিন ধার্য রয়েছে।’

আইনজীবী সত্য রঞ্জন মণ্ডল আরও বলেন, ‘বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের হাইকোর্ট বেঞ্চে এ বিষয়ে নিজাম হাজারীর আইনজীবী শুনানি করেছিলেন। কিন্তু দ্বিতীয়ার্ধে বিচারপতি বিব্রতবোধ করেন। এরপর রিটের নথি প্রধান বিচারপতির কাছে পাঠানোর পর তিনি বিচারপতি মো. আবু জাফর সিদ্দিকীর বেঞ্চে মামলাটি নিষ্পত্তির জন্য পাঠান ।

এর আগে, গত ১৫ জানুয়ারি বিচারপতি ফরিদ আহমেদের হাইকোর্টের একক বেঞ্চও এ মামলার শুনানিতে বিব্রতবোধ করেন।

উল্লেখ্য, ২০১৬ সালের ৬ ডিসেম্বর সংসদ সদস্য হিসেবে নিজাম হাজারীর পদে থাকার বৈধতা নিয়ে জারি করা রুলের বিভক্ত রায় দেন বিচারপতি মো. এমদাদুল হক ও বিচারপতি এফ আর এম নাজমুল আহসানের হাইকোর্ট বেঞ্চ। জ্যেষ্ঠ বিচারপতি মো. এমদাদুল হক তার রায়ে রুল মঞ্জুর করে নিজাম হাজারীর পদে থাকাকে অবৈধ ঘোষণা করেন। আর কনিষ্ঠ বিচারপতি এফ আর এম নাজমুল আহসান এ বিষয়ে করা রিট ও রুল খারিজ করে দেন। তার দেওয়া রায়ের অর্থ হলো- নিজাম হাজারীর এমপি পদ বৈধ। এরপর আইন অনুসারে রিট আবেদনটি প্রধান বিচারপতির কাছে গেলে তিনি একক বেঞ্চে পাঠান। পরবর্তীকালে কয়েকটি একক বেঞ্চ বিব্রতবোধ করেন।

প্রসঙ্গত, ২০০০ সালের ১৬ আগস্ট অস্ত্র আইনের এক মামলায় নিজাম হাজারীর ১০ বছরের কারাদণ্ড হয়। কিন্তু দুই বছর ১০ মাস কম সাজা খেটে কারাগার থেকে মুক্তি পান তিনি। ২০১৪ সালের ১০ মে এরকম সংবাদ প্রকাশিত হয়। এই প্রতিবেদন নিয়ে নিজাম হাজারীর সংসদ সদস্য পদে থাকার বৈধতা চ্যালেঞ্জ করে রিট আবেদন করেন সাখাওয়াত হোসেন ভূঁইয়া। 

 

 

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘জিম্মি হওয়ার পর শুধু এই দিনটির অপেক্ষায় থাকতাম’
‘জিম্মি হওয়ার পর শুধু এই দিনটির অপেক্ষায় থাকতাম’
বগুড়ায় নির্বাচনি ক্যাম্পে আ.লীগ কর্মীকে ছুরিকাঘাতের অভিযোগ, থানায় মামলা
বগুড়ায় নির্বাচনি ক্যাম্পে আ.লীগ কর্মীকে ছুরিকাঘাতের অভিযোগ, থানায় মামলা
মুগদায় রিকশাচালকের মরদেহ উদ্ধার
মুগদায় রিকশাচালকের মরদেহ উদ্ধার
ম্যারাডোনার সংস্পর্শ পাওয়া বাংলাদেশ দলে খেলা জুয়েল কেন ‘উধাও’
ম্যারাডোনার সংস্পর্শ পাওয়া বাংলাদেশ দলে খেলা জুয়েল কেন ‘উধাও’
সর্বাধিক পঠিত
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো