X
রবিবার, ১৯ মে ২০২৪
৫ জ্যৈষ্ঠ ১৪৩১

ম্যারাডোনার সংস্পর্শ পাওয়া বাংলাদেশ দলে খেলা জুয়েল কেন ‘উধাও’

তানজীম আহমেদ
০৬ মে ২০২৪, ১৯:২৮আপডেট : ০৬ মে ২০২৪, ২০:০৪

হঠাৎ করে পাদপ্রদীপের আলোতে চলে আসেন মোহাম্মদ জুয়েল। আরামবাগের সালাউদ্দিন কালার হাতে গড়া এই ফরোয়ার্ড অল্প সময়ের মধ্যে প্রিমিয়ার লিগ থেকে জাতীয় দলে জায়গা করে নেন। কিন্তু স্কোয়াডে ছিলেন মাত্র দুই ম্যাচের জন্য। এরপর যেন দ্রুতগতিতে মিলিয়ে যেতে লাগলেন। দুই মৌসুম ধরে জাতীয় দলই শুধু নয়, ঘরোয়া ফুটবল থেকে ‘উধাও’ ২৩ বছর বয়সী ফুটবলার। আদৌ আর প্রিমিয়ার লিগে ফিরতে পারবেন কিনা তা নিয়ে রয়েছে ঘোরতর সংশয়।

ছয় বছর আগে সৌভাগ্যের পরশ পেয়েছিলেন জুয়েল। ২০১৮ সালে সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশের হয়ে ইউনিফায়েড ফুটবল খেলতে গিয়ে আর্জেন্টাইন গ্রেট ডিয়েগো ম্যারাডোনার সান্নিধ্য পেয়েছিলেন মোহাম্মদ জুয়েল। এর তিন বছরের মাথায় জেমি ডের দলে জায়গা করে নেন। স্ট্যান্ডবাই তালিকায় ছিলেন জুয়েল। একদিন অনুশীলন করেই বাংলাদেশ দলের তখনকার ইংলিশ কোচের নজরে পড়েছেন। তিন জাতি ফুটবলে নেপালের বিপক্ষে স্কোয়াডে ছিলেন। মার্চের ৬ তারিখে আফগানিস্তানের বিপক্ষে বদলি নেমে অভিষেকও হয়।

সেই উদীয়মান ফুটবলার কী মনে করে তারপর নিজেকে ফুটবল থেকেই গুটিয়ে নিতে থাকেন, তা অজানা। গত মৌসুমে শেখ জামালের হয়ে ভালো পারিশ্রমিকে চুক্তিবদ্ধ হয়েও কোনও ম্যাচ খেলেননি। ছিলেন না ঠিকমতো ক্যাম্পেও। ক্লাব থেকে তিনবার শোকজও করা হয়েছিল। ফলশ্রুতিতে এই মৌসুমেও নেই খেলাতে।

শেখ জামালের এক কর্মকর্তা তো হতাশ হয়ে বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘জুয়েলকে আমরা ৩০ লাখের বেশি টাকা দিয়েছিলাম। ও আমাদের এখানে এসে গত মৌসুমে কোনও ম্যাচই খেলেনি। আস্তে আস্তে ও ক্লাব থেকে নিজেকে দূরে সরিয়ে নেয়। পরে শুনেছি ও আর স্বাভাবিক নেই। আমরা অনেক চেষ্টা করেছি ওকে ফিরিয়ে এনে খেলাতে। কিন্তু পারিনি। তাই বাফুফেতে শেষ পর্যন্ত অভিযোগ দিয়েছি। এখন বাফুফে যা করার করবে। আমাদের এখানে কিছু করার নেই।’

বাফুফে ক্লাব থেকে এমন অভিযোগ পেয়ে প্লেয়ার স্ট্যাটাস কমিটির কাছে সিদ্ধান্তের জন্য পাঠায়। সেখানে শেখ জামালের সঙ্গে সমস্যা সমাধান না হলে জুয়েল কোনও ক্লাবে আর খেলতে পারবেন না বলে রায় আসে। সেই রায় ঘোষণা পর্যন্তই। জুয়েল এরপর আর কারও সঙ্গে যোগাযোগ করেননি।

খোঁজ নিয়ে জানা গেছে, ব্যক্তিগত সমস্যার কারণে হতাশাগ্রস্ত হয়ে ‘ধ্বংসের রাস্তায়’ নিজেকে সঁপে দিয়েছিলেন। তবে আশার কথা, বেশ কিছু দিন আগে চিকিৎসা করিয়ে জুয়েল ‘ধ্বংসের পথ’ থেকে নিজেকে একটু একটু করে সরিয়ে এনেছেন। আবারও খেলতে মাঠের ফুটবলে মনোযোগ দিয়েছেন আরও আগেই। তবে পেশাদার খেলাতে ফিরতে তার গড়িমসি। বাফুফের সঙ্গে দেখা করে সমস্যা সমাধানে অনাগ্রহী।

জুয়েলের সঙ্গে এ প্রসঙ্গে সরাসরি কথা বলি। এক প্রশ্নের উত্তরে বলেছেন, ‘আমি আগের চেয়ে অনেক ভালো আছি। ফুটবল নিয়ে অনুশীলন করছি। স্থানীয় টুর্নামেন্টে খেলছি।’

এর চেয়ে বেশি কিছু বলতে চাননি। ফোনের লাইন কেটে দেন। তবে তার ঘনিষ্ঠ বন্ধু গোলকিপার পাপ্পু হোসেন বলেছেন, ‘জুয়েল এখন আগের চেয়ে সুস্থ আছে। মেয়র কাপ খেলেছে। ব্যাংকের একটি টুর্নামেন্টে খেলছে। তবে সে কেন শেখ জামালের সঙ্গে সমস্যার সমাধান করছে না বোধগম্য নয়। আমরা তাকে বোঝানোর চেষ্টা করছি। কিন্তু ও এই প্রসঙ্গে চুপ!’

জুয়েলের মতো প্রতিভা কি তাহলেই হারিয়ে যাবে। নাকি পুরোপুরি সংশোধিত হয়ে আবারও প্রতিদ্বন্দ্বিতামূলক ম্যাচে দেখা যাবে?

/এফএইচএম/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হিমায়িত মাংস আমদানিতে নীতিমালা হচ্ছে
হিমায়িত মাংস আমদানিতে নীতিমালা হচ্ছে
আজ মধ্যরাত থেকে আগামী ৬৫ দিন সাগরে মাছ ধরা বন্ধ
আজ মধ্যরাত থেকে আগামী ৬৫ দিন সাগরে মাছ ধরা বন্ধ
জম্মু ও কাশ্মীরে জোড়া হামলা, নিহত ১, দম্পতি আহত
জম্মু ও কাশ্মীরে জোড়া হামলা, নিহত ১, দম্পতি আহত
মিরপুরে অটোরিকশা বন্ধের প্রতিবাদে চালকদের বিক্ষোভ
মিরপুরে অটোরিকশা বন্ধের প্রতিবাদে চালকদের বিক্ষোভ
সর্বাধিক পঠিত
মামুনুল হক ডিবিতে
মামুনুল হক ডিবিতে
৩০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীদের
৩০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীদের
‘নীরব’ থাকবেন মামুনুল, শাপলা চত্বরের ঘটনা বিশ্লেষণের সিদ্ধান্ত
‘নীরব’ থাকবেন মামুনুল, শাপলা চত্বরের ঘটনা বিশ্লেষণের সিদ্ধান্ত
ভারতীয় পেঁয়াজে রফতানি মূল্য নির্ধারণ, বিপাকে আমদানিকারকরা
ভারতীয় পেঁয়াজে রফতানি মূল্য নির্ধারণ, বিপাকে আমদানিকারকরা
মোবাইল আনতে ডিবি কার্যালয়ে মামুনুল হক
মোবাইল আনতে ডিবি কার্যালয়ে মামুনুল হক