X
রবিবার, ১৯ মে ২০২৪
৫ জ্যৈষ্ঠ ১৪৩১

দেশের অগ্রগতিতে নারীর অবদান অস্বীকারের সুযোগ নেই: চুমকি

বরিশাল প্রতিনিধি
১১ মার্চ ২০১৮, ১৭:৪৪আপডেট : ১১ মার্চ ২০১৮, ১৭:৫৩

সেমিনারে অন্যান্যের মাঝে মেহের আফরোজ চুমকি (ছবি- প্রতিনিধি)

দেশের অগ্রগতিতে নারীর অবদান অস্বীকারের সুযোগ নেই বলে মন্তব্য করেছেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি। তিনি বলেছেন, ‘দেশ যে এগিয়ে যাচ্ছে, এর পেছনে নারীরও অবদান আছে। আর নারীর এ অবদান এখন অস্বীকার করার সুযোগ নেই। অফিস-আদালত, শিল্প-কারখানা, সব জায়গাতেই এখন নারীর উপস্থিতি বেড়েছে। এটা আগামীতে আরও বাড়বে। আগের চেয়ে প্রাথমিকে ছেলেদের তুলনায় মেয়েদের সংখ্যা বেড়েছে।’

রবিবার (১১ মার্চ) দুপুরে বরিশাল নগরের সার্কিট হাউস সভাকক্ষে জাতীয় মহিলা সংস্থা এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে ‘তথ্য আপা: ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্প (২য় পর্যায়)’ নিয়ে অবহিতকরণ সেমিনারে তিনি এসব কথা বলেন।

মেহের আফরোজ চুমকি বলেন, ‘দেশে নারীদের জন্য তথ্য আপা নামের একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এই প্রকল্পের আওতায় কর্মীরা দেশের প্রতিটি ঘরে গিয়ে নারীদের কৃষি, স্বাস্থ্য ও শিক্ষা, আইনসহ বিভিন্ন তথ্য দেবেন।’

তিনি আরও বলেন, ‘ইতোমধ্যে তথ্য আপা প্রকল্পের কাজ ১৩টি উপজেলায় সফলভাবে বাস্তবায়ন করা হচ্ছে। এ প্রকল্পের মেয়াদ পাঁচ বছর। এ সময়ের মধ্যে ৪৯০টি উপজেলার তৃণমূল নারীদের কাছে নানা ধরনের তথ্য পৌঁছে দেবেন তথ্য আপারা। এ প্রকল্পের আওতাধীন প্রতিটি উপজেলায় একটি করে তথ্যকেন্দ্রও থাকবে।’

অতিরিক্ত বিভাগীয় কমিশনার গোলাম মোস্তাফার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বরিশাল সদর আসনের সংসদ সদস্য জেবুন্নেছা আফরোজ। এছাড়া, এতে আরও উপস্থিত ছিলেন– মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাহামুদা শারমিন বেনু, মীনা পারভিন, আনোয়ারা বেগম, মহিলা সংস্থার চেয়ারম্যান মমতাজ বেগম, বরিশালের জেলা প্রশাসক মো. হাবিবুর রহমানসহ অনেকে।

 

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রিজার্ভ চুরির ঘটনায় গভর্নরের নীরবতা রহস্যজনক: ১২ দলীয় জোট
রিজার্ভ চুরির ঘটনায় গভর্নরের নীরবতা রহস্যজনক: ১২ দলীয় জোট
গাজায় ইসরায়েলি যুদ্ধাপরাধের তদন্ত চায় জর্ডান
গাজায় ইসরায়েলি যুদ্ধাপরাধের তদন্ত চায় জর্ডান
কোটি ভিউতে ফারহানের সেঞ্চুরি!
কোটি ভিউতে ফারহানের সেঞ্চুরি!
ইউনিয়ন ভূমি কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা
ইউনিয়ন ভূমি কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা
সর্বাধিক পঠিত
‘নীরব’ থাকবেন মামুনুল, শাপলা চত্বরের ঘটনা বিশ্লেষণের সিদ্ধান্ত
‘নীরব’ থাকবেন মামুনুল, শাপলা চত্বরের ঘটনা বিশ্লেষণের সিদ্ধান্ত
ভারতীয় পেঁয়াজে রফতানি মূল্য নির্ধারণ, বিপাকে আমদানিকারকরা
ভারতীয় পেঁয়াজে রফতানি মূল্য নির্ধারণ, বিপাকে আমদানিকারকরা
হিমায়িত মাংস আমদানিতে নীতিমালা হচ্ছে
হিমায়িত মাংস আমদানিতে নীতিমালা হচ্ছে
এনবিআর চেয়ারম্যানকে আদালত অবমাননার নোটিশ
এনবিআর চেয়ারম্যানকে আদালত অবমাননার নোটিশ
মোবাইল আনতে ডিবি কার্যালয়ে মামুনুল হক
মোবাইল আনতে ডিবি কার্যালয়ে মামুনুল হক