X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

এমপি দবিরুলের বাড়িতে ডাকাতি, স্বর্ণালঙ্কার লুট

ঠাকুরগাও প্রতিনিধি
১৩ মার্চ ২০১৮, ২২:৩৩আপডেট : ১৩ মার্চ ২০১৮, ২২:৪১

এমপি দবিরুলের বাড়ি (ছবি- প্রতিনিধি)

ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য (এমপি) ও জেলা আওয়ামী লীগের সভাপতি দবিরুল ইসলামের বালিয়াডাঙ্গির বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। সোমবার (১২ মার্চ) দিনগত রাত সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টার মধ্যে এ ঘটনা ঘটে। দবিরুল ইসলামের ছোট ভাই সাবেক উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আলী এ তথ্য নিশ্চিত করেন।

মোহাম্মদ আলী বলেন, ‘ডাকাতেরা বাসার আটটি কক্ষ তছনছ করেছে। সোনার অলঙ্কারসহ আরও কিছু গুরুত্বপুর্ণ মালামাল লুট করে নিয়ে গেছে।’

পুলিশ জানায়, খবর পেয়ে ঘটনার পর এক তাৎক্ষণিক অভিযান চালানো হয়। এ অভিযানে উপজেলার লোল পুকুরের পশ্চিম পাশের এক বাঁশঝাড়ে ডাকাতির সময় ব্যবহৃত শাবল, গহনার বক্স, মুখোশ, বোমা পাওয়া গেছে।

বালিয়াডাঙ্গী থানার ওসি মোস্তাফিজুর রহমার জানান, ‘একজন এমপির বাসায় ডাকাতির ঘটনা দুঃখজনক। গুরুত্বের সঙ্গে ঘটনার তদন্ত চলছে। তদন্তের স্বার্থে এখনই কিছু জানানো যাচ্ছে না। পরবর্তী সময়ে এ ব্যাপারে জানানো হবে।’

ঠাকুরগাঁও জেলা প্রশাসক আখতারুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি বলেন, ‘পুলিশ তদন্ত করছে। আমিও বিষয়টি দেখলাম।’

উল্লেখ্য, দবিরুল ইসলাম বর্তমানে বিদেশে অবস্থান করছেন। ঠাকুরগাঁও-২ আসনের ছয় বারের নির্বাচিত এই এমপি গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির চেয়ারম্যান।

 

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
টেস্ট র‌্যাঙ্কিংয়ে শীর্ষে ফিরেছে অস্ট্রেলিয়া
টেস্ট র‌্যাঙ্কিংয়ে শীর্ষে ফিরেছে অস্ট্রেলিয়া
গাজায় ৪০০ ত্রাণবাহী ট্রাক প্রবেশের অনুমতি দিলো ইসরায়েল
গাজায় ৪০০ ত্রাণবাহী ট্রাক প্রবেশের অনুমতি দিলো ইসরায়েল
সবজির কেজি এখনও ৬০ টাকার বেশি, ২০০ ছাড়িয়েছে ব্রয়লার
সবজির কেজি এখনও ৬০ টাকার বেশি, ২০০ ছাড়িয়েছে ব্রয়লার
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ