X
সোমবার, ০৭ জুলাই ২০২৫
২৩ আষাঢ় ১৪৩২

স্কুলছাত্রকে রাবার বুলেটে আহত করায় বিএসএফের দুঃখ প্রকাশ

কুড়িগ্রাম প্রতিনিধি
০১ মে ২০১৮, ১৮:৩২আপডেট : ০১ মে ২০১৮, ১৮:৩৮

আহত স্কুলছাত্র রাসেল মিয়া কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তের ভেতরে রাবার বুলেটের আঘাতে বাংলাদেশি এক স্কুলছাত্রের আহত হওয়ার ঘটনায় দুঃখ প্রকাশ করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ)। বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সঙ্গে পতাকা বৈঠকে তারা এ দুঃখ প্রকাশ করে।

মঙ্গলবার (১ মে) সকালে উপজেলার গোরকমণ্ডল উচাঁটারী সীমান্তে আন্তর্জাতিক মেইন পিলার ৯২৯ এর সাব-পিলার ৫ এসের পাশে বিজিবি ও বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার-পর্যায়ে এ পতাকা বৈঠক  হয়। লালমনিরহাট বিজিবি ১৫ ব্যাটালিয়নের পরিচালক লেফটেন্যান্টকর্নেল গোলাম মোর্শেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজিবি সূত্রে জানা গেছে, পতাকা বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন বিজিবি ১৫ ব্যাটলিয়নের শিমুলবাড়ী ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার আব্দুল কাদের এবং বিএসএফের পক্ষে নেতৃত্ব দেন ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহারের দিনহাটা থানার অধীন ৩৮ বিএসএফ ব্যাটালিয়নের নারায়ণগঞ্জ ক্যাম্পের এসি সুশীল কুমার।

বৈঠকে সুবেদার আব্দুল কাদের বাংলাদেশি স্কুলছাত্রকে রাবার বুলেটে আহত করার ঘটনায় তীব্র প্রতিবাদ জানান। এ সময় ভারতের নারায়ণগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার এসি সুশীল কুমার দুঃখ প্রকাশ করেন এবং পরবর্তীতে এ রকম ঘটনা ঘটবে না বলে প্রতিশ্রুতি দেন।

গত সোমবার (৩০ এপ্রিল) বিকাল পৌনে ৪টার দিকে কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তের আন্তর্জাতিক মেইন পিলার ৯৩০ এর সাব-পিলারের ৮ এর পাশে বাংলাদেশ সীমান্তের ২০ মিটার ভেতরে কয়েকজন বাংলাদেশি কিশোর গবাদি পশুর জন্য ঘাস সংগ্রহ করতে গেলে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর ছোড়া রাবার বুলেটের আঘাতে রাসেল মিয়া (১৪) নামের এক স্কুলছাত্র গুরুতর আহত হয়।

রাসেল মিয়া উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের সীমান্তবর্তী নোয়াখালিটারী গ্রামের আব্দুল হানিফ মিয়ার ছেলে ও বালারহাট আদর্শ স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্র। আহত রাসেলকে প্রথমে ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

ঘটনার পরপরই বিজিবি সদস্যরা গিয়ে তাৎক্ষণিকভাবে বিএসএফের কাছে এ ঘটনার প্রতিবাদ জানায়।  

/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বর্ষা এলেই দুর্ভোগ বাড়ে পাহাড়ের বাসিন্দাদের
বর্ষা এলেই দুর্ভোগ বাড়ে পাহাড়ের বাসিন্দাদের
ফিরে দেখা: ৭ জুলাই ২০২৪
ফিরে দেখা: ৭ জুলাই ২০২৪
টিভিতে আজকের খেলা (৭ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৭ জুলাই, ২০২৫)
মধ্যরাতে সংবর্ধনায় বিশ্বকাপ স্বপ্নের কথা বললেন ঋতুপর্ণা ও আফঈদারা 
মধ্যরাতে সংবর্ধনায় বিশ্বকাপ স্বপ্নের কথা বললেন ঋতুপর্ণা ও আফঈদারা 
সর্বাধিক পঠিত
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
সেই ব্যাংক কর্মকর্তার খোঁজ মিলেছে
সেই ব্যাংক কর্মকর্তার খোঁজ মিলেছে