X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

যশোরে মাদক ব্যবসায়ীদের মধ্যে গোলাগুলি, নিহত ৩

যশোর প্রতিনিধি
২১ মে ২০১৮, ০৬:১৬আপডেট : ২১ মে ২০১৮, ০৬:৩১

গাড়ি থেকে একজনের লাশ নামানো হচ্ছে (ছবি- প্রতিনিধি)

যশোর সদর উপজেলায় নিজেদের মধ্যে গোলাগুলিতে তিন মাদক ব্যবসায়ী নিহত হয়েছে বলে দাবি করেছে পুলিশ। পুলিশের ভাষ্য, রবিবার (২০ মে) দিনগত গভীর রাতে খোলাডাঙ্গা ও মণ্ডলগাতির মাঝামাঝি এলাকা এবং তরফনওয়াপাড়ায় এ দুই ঘটনা ঘটে এবং এতে তিন জন নিহত হয়। কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজমল হুদা, উপ-পরিদর্শক এসআই অরুণ কুমার দাস এবং উপশহর ক্যাম্পের ইনচার্জ আবদুর রহিম এ তথ্য জানিয়েছেন।

তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানাতে পারেনি পুলিশ। তবে অন্য এক সূত্রে জানা গেছে, নিহত তিন জনের বয়স ৩৫-৪০ বছরের মধ্যে। তিন জনের মধ্যে একজনের গায়ে লাল স্যান্ডো গেঞ্জি ও চেক লুঙ্গি, অন্য একজনের গায়ে জাম রঙের হাফহাতা গেঞ্জি ও সাদা থ্রি-কোয়ার্টার প্যান্ট এবং অপর জনের পরনে কেবল চেক লুঙ্গি রয়েছে।

ওসি আজমল হুদা, এসআই অরুণ কুমার দাস ও উপশহর ক্যাম্পের ইনচার্জ আবদুর রহিম দাবি করেন, গভীর রাতে খোলাডাঙ্গা ও মণ্ডলগাতির মাঝামাঝি ফাঁকা জায়গায় দুই দল মাদক ব্যবসায়ীর মধ্যে গোলাগুলি হচ্ছে –এমন এক খবর পায় পুলিশ। পরে তারা ঘটনাস্থলে গেলে অস্ত্রধারীরা পালিয়ে যায়। এসময় সেখান থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ ও দু’টি শাটারগান ও দুই রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়।

হাসপাতালে একজনের লাশ রাখা হয়েছে (ছবি- প্রতিনিধি)

এ তিন সূত্র আরও দাবি করে, একই ধরনের ঘটনা ঘটে তরফনওয়াপাড়া গ্রামের নওয়াব আলী নামের এক ব্যক্তির মেহগনি বাগানে। মাদক ব্যবসায়ীদের মধ্যে গোলাগুলির খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয়ে পুলিশ দু’টি লাশ, দু’টি পিস্তল, দুই রাউন্ড তাজা গুলি, কিছু গুলির খোসা এবং ৪০০ পিস ইয়াবা উদ্ধার করে।

ওসি আজমল হুদা ও এসআই অরুণ কুমার দাস জানান, লাশ তিনটি ভোররাত চারটা থেকে সাড়ে চারটার মধ্যে যশোর জেনারেল হাসপাতালে আনা হয়।

যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত ডাক্তার কল্লোল কুমার সাহা বলেন, ‘হাসপাতালে আনার আগেই তিন জনেরই মৃত্যু হয়েছে। তাদের সবার মাথায় গুলি লেগেছে।’

এ নিয়ে গত তিন দিনে যশোরে সাত মাদক ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়ে মারা গেছে। এর আগে গত ১৮ মে দিনগত গভীর রাতে অভয়নগর উপজেলায় র‍্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ তিন মাদক ব্যবসায়ী নিহত হয়। এরও আগে ১৯ মে দিনগত গভীর রাতে যশোর সদরে নিজেদের মধ্যে গোলাগুলিতে আরও এক মাদক ব্যবসায়ী নিহত হয়।

 

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কোয়ালিটি বিচারে দেশের শীর্ষ স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি
কোয়ালিটি বিচারে দেশের শীর্ষ স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি
জোর করে ব্যাংকের একীভূতকরণ ঠিক হবে না: ড. ফরাসউদ্দিন
জোর করে ব্যাংকের একীভূতকরণ ঠিক হবে না: ড. ফরাসউদ্দিন
পাঁচ বছরে শুরু, ৮৬-তে থামলো ডুয়ান এডির গিটার
পাঁচ বছরে শুরু, ৮৬-তে থামলো ডুয়ান এডির গিটার
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন, দেখে দুদক বললো ‘নিম্নমানের কাজ’
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন, দেখে দুদক বললো ‘নিম্নমানের কাজ’
সর্বাধিক পঠিত
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
সজলের মুগ্ধতা অপির চোখে, জন্মদিনে
সজলের মুগ্ধতা অপির চোখে, জন্মদিনে