X
সোমবার, ০৬ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

নিষেধাজ্ঞা শেষ, আম সংগ্রহ শুরু

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
২৫ মে ২০১৮, ২০:১০আপডেট : ২৫ মে ২০১৮, ২০:৪৬

নিষেধাজ্ঞা শেষ, আম সংগ্রহ শুরু

কেউ যাতে কেমিক্যাল দিয়ে আম পাকাতে না পারে, সেজন্য নির্দিষ্ট সময়ের আগে আম সংগ্রহের ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল প্রশাসন। আজ শুক্রবার (২৫ মে) থেকে উঠে গেছে সেসব বিধি-নিষেধ। তাই দিনের শুরু থেকেই চাঁপাইনবাবগঞ্জের আমবাগানগুলোতে শুরু হয়েছে আম সংগ্রহের কাজ। 

জানা যায়, গোপালভোগসহ গুটি আম সংগ্রহের মধ্য দিয়ে আম  সংগ্রহের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। তাই ভোর থেকেই ব্যস্ত পার করছেন চাষিরা।  

চাষিরা জানান, অপরিপক্ব আম পেড়ে কেউ যাতে কেমিক্যাল দিয়ে তা পাকাতে না পারে সেজন্য সবার মতামতের ভিত্তিতে ২৫ মে থেকে গোপালভোগ, ২৮ মে হিমসাগর/ ক্ষিরসাপাত; ১ জুন লক্ষণভোগ/ লখনা; ৫ জুন ল্যাংড়া ও বোম্বাই খিরসা; ১৫ জুন ফজলি, সুরমা ফজলি ও আম্রপালি এবং ১ জুলাই থেকে আশ্বিনা আম পাড়ার নির্দেশনা জারি করে প্রশাসন।

তারা আরও জানান, কিছু অসাধু ব্যবসায়ী বেশি লাভের আশায় কৃত্রিমভাবে রঙ বদলে দিয়ে অপুষ্ট আমকে পাকা বলে বিক্রি করেন বাজারে। এ কারণেই প্রশাসন ভোক্তাদের কথা চিন্তা করে ২৫ মে’র আগে বাগানের আম পাড়া বন্ধ রাখার নির্দেশনা জারি করে।

নিষেধাজ্ঞা শেষ, আম সংগ্রহ শুরু

এ ব্যাপারে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক এরশাদ হোসেন খান বলেন, ‘এ সময়ের আগে কেউ আম পেড়ে বাজারজাত করলে মনিটরিং কমিটি তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে। এ মৌসুমে ক্যালসিয়াম কার্বাইড, পিজিআর, ফরমালিন, ইথোফেনের মাধ্যমে আম পাকানো বন্ধে হাট-বাজারসহ জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ অংশে উদ্বুদ্ধকরণসভা, মাইকিং, লিফলেট বিতরণ ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান সক্রিয়  থাকবে।’

তিনি আরও বলেন, ‘দেশের বিভিন্ন প্রান্তের ভোক্তাদের কাছে বিষমুক্ত আম পৌঁছে দেওয়ার লক্ষ্যে এ সিদ্ধান্ত সবাই মেনে নেবেন বলেও আশাবাদ করেছেন জেলা প্রশাসক।’

নিষেধাজ্ঞা শেষ, আম সংগ্রহ শুরু

কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ পরিচালক মঞ্জুরুল হুদা জানান, জেলার আমচাষিদের সুবিধার্থে আম সংগ্রহ ও বাজারজাতকরণের সময় নির্ধারণ করে দিয়েছে প্রশাসন। এর ফলে আম বিক্রি নিয়ে চাষিদের আর ভাবতে হবে না। আম বাজারজাতকরণের সময় নির্ধারণ করা হয়েছে আমচাষি, গবেষক ও বিজ্ঞানীদের সঙ্গে কথা বলে। তাই এতে কোনও সমস্যা হওয়ার কথা নয়।

তিনি আরও জানান, নির্ধারিত সময় অনুযায়ী আম যাতে বাজারে ওঠে সেজন্য প্রশাসনের পাশাপাশি কৃষি বিভাগেরও মনিটরিং অব্যাহত থাকবে।

এদিকে আম সংগ্রহের প্রথম দিন চাঁপাইনবাবগঞ্জ সদরঘাট আমের বাজার ঘুরে দেখা গেছে- বাজারে তেমন কোনও আম আমদানি হয়নি। কারণ হিসেবে আম চাষি ও আড়তদাররা বলছেন- এবার দেরিতে মুকুল আসায় আম পোক্ত হতে ও পাকতে আরও কিছুদিন সময় লাগবে। তবে এবার বৃষ্টিপাত বেশি হওয়ায় আবহাওয়া আমের জন্য অনুকূলে ছিল। এতে আমের আকার ও ওজন বেশ ভালো হয়েছে। স্বাভাবিক কারণেই এবার প্রশাসনের ঠিক করে দেওয়া সময়ের পরেই আম বাজারজাত হবে এবং আমের বাজার জমে উঠতে আরও কিছুদিন সময় লাগবে। 

নিষেধাজ্ঞা শেষ, আম সংগ্রহ শুরু

ভোলাহাট আম ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক চুটু ও কানসাট আম আড়তদার সমিতির সাধারণ সম্পাদক এমদাদুল হক জানান, আগামী এক সপ্তাহ পরেই জমে উঠবে আমের বাজার। এই কয়দিন আমের বাজারগুলোতে আম আমদানি কিছুটা কম হবে।

চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কর্মাস, কানসাট আম আড়তদার সমিতি, ভোলাহাট আম ফাউন্ডেশনসহ ব্যবসায়ী সংগঠনের নেতাদের দাবি, এই জেলায় আমের মৌসুমে প্রায় এক থেকে দেড় হাজার কোটি টাকার আম বেচা-কেনা হয়ে থাকে। তাই আমের মৌসুমে জেলায় শনিবারের ছুটির দিনও তফশিলভুক্ত ব্যাংকগুলো খোলা রাখার দাবি জানান তারা।

কৃষি সম্প্রসারণ অধিদফতর সূত্রে জানা গেছে, এই বছর চাঁপাইনবাবগঞ্জে ২৯ হাজার ৫১০ হেক্টর জমিতে আমের চাষ হয়েছে। তবে মৌসুমের শুরুতে কয়েকদফা ঝড় ও শিলাবৃষ্টি হলেও, এবার বৃষ্টিপাত বেশি হওয়ায় আমের আকার ও ফলন বেশ ভালো হয়েছে। আর আম বিক্রি করে এবার লাভের আশাও করছেন কৃষকরা।

 

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নারায়ণগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ, আহত ৩
নারায়ণগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ, আহত ৩
সুন্দরবনে আগুন ছড়ানো রুখতে দেওয়া হয়েছে বেরিকেট
সুন্দরবনে আগুন ছড়ানো রুখতে দেওয়া হয়েছে বেরিকেট
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
সব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী
জিজ্ঞাসাবাদ শেষে ডিবি হারুনসব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী