X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

রংপুর সরকারি স্টাফ কোয়ার্টারে অগ্নিকাণ্ড

রংপুর প্রতিনিধি
২৭ মে ২০১৮, ১৩:৩৯আপডেট : ২৭ মে ২০১৮, ১৪:১৩

রংপুর সরকারি স্টাফ কোয়ার্টারে অগ্নিকাণ্ড

রংপুর নগরীর ধাপ এলাকায় সরকারি স্টাফ কোয়ার্টারের তৃতীয় তলায় একটি ভবনে আগুন লেগে বাসার আসবাবপত্রসহ প্রায় দুই লাখ টাকার মালামাল পুড়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে নেয়।

এলাকাবাসী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, রবিবার (২৭ মে) বেলা সোয়া ১১টার দিকে সরকারি স্টাফ কোয়ার্টারের তৃতীয় তলায় একটি বাসায় আগুন লাগে। মুহূর্ত্বের মধ্যে ঘরের ভেতর আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু ততক্ষণে ওই বাসার সোফা সেট, খাট , টিভি, ফ্রিজসহ বিভিন্ন মালামাল পুড়ে যায়।

ওই বাসায় পুলিশের এস আই জয়নাল আবেদীন পরিবার নিয়ে বাস করতেন বলে জানা গেছে। তিনি পুলিশ লাইনে তিনি কর্মরত আছেন। এ ব্যাপারে ওই পুলিশ কর্মকর্তা জয়নাল আবেদীন জানান, হঠাৎ করে বিদ্যুতের তারে আগুন লাগে এবং মুহূর্ত্বের মধ্যে তা ছড়িয়ে পড়ে।

আগুনে পুড়ে যাওয়া ঘর

ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রতন চন্দ্র জানান, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে এসে অল্প সময়ের মধ্যেই  আগুন নিয়ন্ত্রণ আনতে সক্ষম হই।

তিনি আরও বলেন, ‘বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।’

তবে সরকারি স্টাফ কোয়ার্টারে বসবাসকারীদের অভিযোগ, কিছুদিন আগেই গণপূর্ত বিভাগ স্টাফ কোয়ার্টার সংস্কার ও মেরামত করেছে। তারা নিম্নমানের বৈদ্যুতিক সামগ্রী ব্যবহার করায় গত এক মাসে এ নিয়ে এই কোয়ার্টারেই পাঁচবার আগুন লাগার ঘটনা ঘটছে।

 

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
থেমে থাকা ট্রাকে পিকআপের ধাক্কা, ২ জন নিহত
থেমে থাকা ট্রাকে পিকআপের ধাক্কা, ২ জন নিহত
প্রতিদিন মা হারাচ্ছে ৩৭ ফিলিস্তিনি শিশু
প্রতিদিন মা হারাচ্ছে ৩৭ ফিলিস্তিনি শিশু
সেন্ট জোসেফ স্কুলে তিন দিনব্যাপী লিট ফেস্টিভ্যাল শুরু
সেন্ট জোসেফ স্কুলে তিন দিনব্যাপী লিট ফেস্টিভ্যাল শুরু
জাকিরের বিস্ফোরক ব্যাটিংয়ে প্রাইম ব্যাংকের বড় জয়
জাকিরের বিস্ফোরক ব্যাটিংয়ে প্রাইম ব্যাংকের বড় জয়
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা