X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

আগুনে ‘সব হারানো’ দেড়শ’ ব্যবসায়ী এখন দিশেহারা

আতাউর রহমান জুয়েল, ময়মনসিংহ
০৯ জুন ২০১৮, ১৩:০৩আপডেট : ০৯ জুন ২০১৮, ১৩:২০

আগুনে ক্ষতিগ্রস্ত গাঙ্গিনারপাড় হকার্স মার্কেট ঈদের বাকি আর মাত্র কয়েকদিন। এ সময়টা চরম ব্যস্ত থাকার কথা ছিল ময়মনসিংহের গাঙ্গিনারপাড় হকার্স মার্কেটের ব্যবসায়ীদের। কিন্তু অগ্নিকাণ্ডে সব হারিয়ে এখন চরম অনিশ্চয়তা আর হতাশায় ভুগছেন হকার্স মার্কেটের দেড়শ দোকানের ক্ষুদ্র ব্যবসায়ীরা। ক্রেতাদের চাহিদা পূরণে ব্যস্ত থাকার বদলে এখন পুড়ে যাওয়া মালামালের ধ্বংসস্তূপ পরিষ্কার করে দিন কাটাচ্ছেন তারা। তবে ঈদের আগেই ব্যবসায়ীদের ঘর নির্মাণ করে দেওয়াসহ পুনর্বাসনে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছে ময়মনসিংহের জেলা প্রশাসন।

নগরীর ব্যস্ততম বাণিজ্যিক এলাকা গাঙ্গিনাপাড় হকার্স মার্কেটের ৯৪ নম্বরের পজিশনে জুতোর মালামালের ব্যবসা ছিল নাটক ঘরলেন রোডের নাদিম হোসেনের। শুক্রবার দুপুরে সরেজমিনে ঘুরে দেখা গেছে মার্কেটের পুড়ে যাওয়া ধ্বংসস্তূপ থেকে ভালো মালামাল খুঁজে বের করার চেষ্টা করছেন তিনি। নাদিম জানান, ‘১টি দোকান আর ১টি গুদামে প্রায় ২০ লাখ টাকার মালামাল ছিল আমার। ঈদকে সামনে রেখে গ্রামের বাড়ি কিশোরগঞ্জের বাজিতপুরের একটি সমিতি থেকে ঋণে ৩ লাখ টাকা এনে মালামাল মজুদ করেছিলাম। কিন্তু বৃহস্পতিবার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে সব মালামাল পুড়ে ছাই। কীভাবে ঘুরে দাঁড়াবো জানা নেই।’ তিনি আরও জানান, ঋণের টাকার বিপরীতে তাকে প্রতি মাসে পরিশোধ করতে হবে ৩০ হাজার টাকার কিস্তি। বৃদ্ধ বাবা-মাকে নিয়ে কীভাবে সংসার চলবে তাই ভাবছেন এখন। বিপু মোহন্ত ও তার ছোট ভাই বিকাশ মোহন্ত

বড় বাজার এলাকার বাসিন্দা বিপু মোহন্ত তার ছোট ভাই বিকাশ মোহন্তকে  সঙ্গে নিয়ে হকার্স মার্কেটে জুয়েলারি ব্যবসা করেন। আগুনে পুড়ে ছাই হয়ে গেছে দোকানে রক্ষিত ২০ লাখ টাকার স্বর্ণালংকার। এর মধ্যে গ্রাহকের অর্ডার দেওয়া স্বর্ণালংকারও রয়েছে। ঈদকে সামনে রেখে বিপু গাঙ্গিনারপাড় ব্যবসায়ী সমিতি থেকে ৩ লাখ টাকা সুদে ধার নিয়েছিলেন। প্রতিদিন তাকে এ বাবদ গুনতে হচ্ছে ৩ হাজার টাকা। দোকানের সব মালামাল পুড়ে যাওয়ায় এখন কীভাবে দোকান দাঁড় করাবেন আর ঋণ পরিশোধ করবেন এ নিয়ে চিন্তিত বিপু। তিনি জানান, ‘দোকান পুড়ে যাওয়ার খবর পেয়ে শুক্রবার সকালে দুই জন গ্রাহক ছুটে এসেছেন তাদের অর্ডার দেওয়া স্বর্ণালংকারের খোঁজ নিতে। অর্ডারের কী করবো জানি না, এখন কীভাবে সংসার চলবে আর ধারকর্জ কীভাবে পরিশোধ করবো ভেবে পাচ্ছি না।’

আগুনে ক্ষতিগ্রস্ত গাঙ্গিনারপাড় হকার্স মার্কেট

নাদিম বা বিপু মোহন্তই শুধু নন, একই অবস্থা মার্কেটের ক্ষতিগ্রস্ত অন্যান্য ব্যবসায়ীদেরও। সবাই দিশেহারা ঘুরে দাঁড়ানোর চিন্তায়।

ব্যবসায়ীর বাইরে যারা এই বাণিজ্যিক মার্কেটে বিনিয়োগ করেছিলেন তারাও পড়েছেন চরম বিপাকে। কীভাবে টাকা তুলে আনবেন এমন অনিশ্চয়তায় ভুগছেন বিনিয়োগকারীরা। নাম প্রকাশ না করার শর্তে একজন বিনিয়োগকারী জানান, হকার্স মার্কেটে ১০ জন ব্যবসায়ীর কাছে তার ৩০ লাখ টাকা বিনিয়োগ করেছেন। বিনিয়োগকৃত টাকা থেকে প্রতি মাসে যা লাভ আসে তাই দিয়ে তার সংসার চলে। এখন সেই টাকা নিয়েও অনিশ্চয়তায় আছেন তিনি।  

আগুনে ক্ষতিগ্রস্ত গাঙ্গিনারপাড় হকার্স মার্কেট

তবে ঈদের আগেই যাতে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ব্যবসায়ী ও দোকান মালিকরা ঘুরে দাঁড়াতে পারেন সেজন্য সরকারের পক্ষ থেকে মার্কেটের ঘর নির্মাণসহ সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন ময়মনসিংহের জেলা প্রশাসক ড. সুভাষ চন্দ্র বিশ্বাস। তিনি জানান, শুক্রবার থেকেই ক্ষতিগ্রস্ত দোকান মালিক ও ব্যবসায়ীদের তালিকা তৈরির কাজ চলছে। আগুনে ক্ষতিগ্রস্ত গাঙ্গিনারপাড় হকার্স মার্কেট

এদিকে শুক্রবার থেকেই ময়মনসিংহ পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীরা পুড়ে যাওয়া মালামাল সরানোর কাজ শুরু করেছেন। এ কাজে সহায়তা করছেন ক্ষতিগ্রস্ত দোকানিরা। আগামীকাল শনিবারের মধ্যেই জেলা প্রশাসনের সহায়তায় টিন কাঠ দিয়ে অস্থায়ীভাবে দোকান ঘর নির্মাণের কাজ শুরুর কথা রয়েছে। হকার্স মার্কেটের সভাপতি আব্দুল হক জানান, ‘জেলা প্রশাসক আশ্বাস দিয়েছেন ঈদের আগেই আমাদের দোকান ঘর নির্মাণসহ আর্থিক সহায়তা দেওয়ার। আর্থিক সহায়তা পেলে ক্ষতিগ্রস্তরা আবারও ঘুরে দাঁড়াতে পারবেন ব্যবসায়ীরা।’   হকার্স মার্কেটের ধ্বংসস্তূপ সরিয়ে নেওয়া হচ্ছে

উল্লেখ্য বৃহস্পতিবার ভোরে ময়মনসিংহের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ অগ্নিকান্ডে গাঙিনাপাড় হকার্স মার্কেটের ১৪৭ দোকান পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিক হিসেবে ক্ষতির পরিমাণ শত কোটি টাকার ওপরে বলে দাবি করছেন ব্যবসায়ীরা।

আরও পড়ুন- 

‘সবকিছু পুড়ে ছাই, সংসার চালাবো কীভাবে’

পানির সংকটে সময়মতো আগুন নেভাতে পারেনি ফায়ার সার্ভিস, অভিযোগ ব্যবসায়ীদের

ময়মনসিংহে হকার্স মার্কেটে দেড়শ' দোকান পুড়ে ছাই, কোটি টাকার ক্ষতির শঙ্কা

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
টিভিতে আজকের খেলা (২ মে, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২ মে, ২০২৪)
ঘরের মাঠে পিএসজিকে হারিয়ে এগিয়ে থাকলো ডর্টমুন্ড
চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালঘরের মাঠে পিএসজিকে হারিয়ে এগিয়ে থাকলো ডর্টমুন্ড
ইজিবাইক ছিনতাইয়ের সময় স্থানীয়দের পিটুনিতে একজনের মৃত্যু
ইজিবাইক ছিনতাইয়ের সময় স্থানীয়দের পিটুনিতে একজনের মৃত্যু
সর্বাধিক পঠিত
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!