X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

দুই সন্তানকে হত্যা করে বাবার আত্মহত্যার অভিযোগ

নরসিংদী প্রতিনিধি
২২ জুন ২০১৮, ১২:০২আপডেট : ২২ জুন ২০১৮, ১৫:৪৯

দুই সন্তানকে হত্যা করে বাবার আত্মহত্যার অভিযোগ

নরসিংদীর রায়পুরায় দুই সন্তানকে হত্যা করে এক বাবা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২১ জুন) রাতে উপজেলার তুলাতলী এলাকায় এ ঘটনা ঘটে। ঋণের ভার ও মামলায় পরাজিত হওয়ার হতাশায় ওই বাবা এ ঘটনা ঘটিয়েছেন বলে ধারণা করছে পুলিশ। শুক্রবার (২২ জুন) সকালে পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

নিহতরা হলেন তুলাতলী এলাকার আবদুল আজিজের ছেলে কাজল মোল্লা (৩৫), কাজল মোল্লার দুই সন্তান কাকলী আক্তার (৮) ও সোহান মোল্লা (৫)। কাজল মোল্লা পেশায় অটোরিকশা চালক ছিলেন।

পরিবার ও স্থানীয়দের বরাত দিয়ে রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দেলোয়ার হোসেন জানান, তুলাতলীর মোল্লাবাড়ির কাজল মোল্লা গত তিন বছর ধরে পার্শ্ববর্তী নয়াচর গ্রামে শ্বশুরবাড়িতে থেকে নরসিংদী শহরে অটোরিকশা চালাতেন। তিনি বিদেশে যাওয়ার জন্য রুহুল আমিন নামে দূরসম্পর্কের এক আত্মীয়কে ধার করে কয়েক লাখ টাকা দেন। দীর্ঘদিনেও রুহুল আমিন বিদেশ নিতে না পারায় কাজল মোল্লা নরসিংদী আদালতে একটি মামলা দায়ের করেন। বৃহস্পতিবার (২১ জুন) ওই মামলার রায় হয়। এতে কাজল মোল্লা পরাজিত হন। এদিকে ঋণের টাকার জন্য পাওনাদাররাও চাপ দিতে থাকেন।

ওসি জানান, মামলার রায়ের পর বৃহস্পতিবার দুপুরে দুই সন্তান কাকলী ও সোহানকে নিয়ে একই উপজেলার মরজাল এলাকায় এক আত্মীয়ের বাড়িতে বেড়াত যান কাজল। সেখান থেকে বিকালে নিজের বাড়ি তুলাতলীতে যান। পরে রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে শ্বশুরবাড়িতে যাওয়ার জন্য বের হন। শুক্রবার সকালে স্থানীয়রা বাড়ির কাছেই একটি ডোবায় কাকলী আক্তার ও সোহানের লাশ পাশাপাশি দেখতে পান। আর কাজল মোল্লাকে পাশের একটি গাছে ঝুলন্ত অবস্থায় দেখেন। পরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতদের লাশ উদ্ধার করে পুলিশ।

এ ব্যাপারে নিহত কাজল মোল্লার বড় ভাই সামসু মোল্লা বলেন, ‘কাজল প্রায় তিন বছর ধরে আমাদের সঙ্গে বাড়িতে থাকে না। সে নয়াচরে শ্বশুরবাড়িতে থাকতো। মাঝে মধ্যে বাড়িতে আসতো খোঁজ খবর নিতে। বৃহস্পতিবার সন্ধ্যার আগে সে তার দুই সন্তানকে নিয়ে আমাদের বাড়িতে আসে এবং আমাদেরকে দেখে রাতে চলেও যায়। পরে আজ শুক্রবার সকালে খবর পাই আমাদের বাড়ির খানিকটা দূরে তার দুই সন্তানের লাশ পড়ে আছে আর তার লাশ গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় আছে।’

/আইএ/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দুর্যোগপূর্ণ আবহাওয়ায় কলকাতায় নামতেই পারলো না কেকেআরের বিমান!
দুর্যোগপূর্ণ আবহাওয়ায় কলকাতায় নামতেই পারলো না কেকেআরের বিমান!
রাজধানীতে মাদকদ্রব্যসহ একদিনে গ্রেফতার ২৪
রাজধানীতে মাদকদ্রব্যসহ একদিনে গ্রেফতার ২৪
উপজেলা নির্বাচনে প্রথম ধাপে ৪১৮ প্লাটুন বিজিবি মোতায়েন
উপজেলা নির্বাচনে প্রথম ধাপে ৪১৮ প্লাটুন বিজিবি মোতায়েন
দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ ভবন ধস, আটকা পড়েছে অনেকে
দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ ভবন ধস, আটকা পড়েছে অনেকে
সর্বাধিক পঠিত
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
ছাত্রলীগ সহসভাপতি সাদ্দামের বছরে আয় ২২ লাখ, ব্যাংকে ৩২ লাখ, উপহারের স্বর্ণ ৩০ ভরি
হরিরামপুর উপজেলা নির্বাচনছাত্রলীগ সহসভাপতি সাদ্দামের বছরে আয় ২২ লাখ, ব্যাংকে ৩২ লাখ, উপহারের স্বর্ণ ৩০ ভরি