X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৮ বৈশাখ ১৪৩১

বরিশাল সিটি নির্বাচন সুষ্ঠু হবে: জাপা মেয়রপ্রার্থী তাপস

বরিশাল প্রতিনিধি
০৬ জুলাই ২০১৮, ১৯:০০আপডেট : ০৬ জুলাই ২০১৮, ১৯:০৪

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ইকবাল হোসেন তাপস (ছবি- প্রতিনিধি)

বরিশাল সিটি করপোরেশন নির্বাচন সুষ্ঠু হওয়ার ব্যাপারে আশা প্রকাশ করেছেন জার্তীয় পার্টির (এরশাদ) মনোনীত মেয়রপ্রার্থী ইকবাল হোসেন তাপস। তিনি বলেছেন, ‘সরকারকে সহযোগিতা করতে নয়, প্রতিদ্বন্দ্বিতা করতেই নির্বাচনে অংশ নিচ্ছি আমি। এ নির্বাচনে সরকার খুলনা-গাজীপুরের ভূমিকায় যাবে না বলেই আমি আশা করছি। আমার বিশ্বাস, বরিশাল সিটি নির্বাচন সুষ্ঠু হবে।’

শুক্রবার (৬ জুলাই) দুপুরে বরিশাল রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে সংবাদকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি একথা বলেন।

ইকবাল হোসেন তাপস বলেন, ‘জাপাসহ আওয়ামী লীগ ও বিএনপির মতো দল বরিশাল সিটি নির্বাচনে অংশগ্রহণ করছে। এখানে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন হওয়াটাই আওয়ামী লীগের বড় জয়।  আশা করি, প্রধানমন্ত্রী এ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার সব পদক্ষেপ নেবেন।’

তিনি আরও বলেন, ‘আমাকে বরিশালবাসী মেয়র নির্বাচিত করলে আমি নগর-পিতা নয়, নগর-সেবক হবো; বরিশাল শহরকে নান্দনিক রূপ দেওয়ার জন্য কাজ করবো।’

তাপস বলেন, ‘এবারের নির্বাচনে নতুন ভোটার রয়েছেন অনেক, আছেন অনেক যুবক ভোটারও। এসব ভোটাররা বরিশালের উন্নয়নে সহায়তা করবেন। এর আগে কে কী করেছে; বরিশালের কী উন্নয়ন হয়েছে তা নগরবাসী দেখেছেন। নগরবাসীর কাছে আমার দাবি, পুরাতনদের তো দেখেছেন, নতুন হিসেবে এবার আমাকে সুযোগ দেন।’

বরিশাল রিপোর্টার্স ইউনিটির সভাপতি নজরুল বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিআরইউ সাধারণ সম্পাদক বাপ্পী মজুমদার, সাবেক সভাপতি আনিসুর রহমান স্বপন, সাংবাদিক সুশান্ত ঘোষসহ জাতীয় এবং স্থানীয় প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

জাপা মেয়রপ্রার্থী ইকবাল হোসেন তাপসের সঙ্গে আরও উপস্থিত ছিলেন– সিটি নির্বাচনের জাতীয় পাটির সমন্বয়ক ও জাতীয় পার্টির জেলা সভাপতি অধ্যাপক মহসিন-উল ইসলাম হাবুল, জেলা ও মহানগর নেতা নজরুল ইসলাম, ফোরকান তালুকদার, হারুন আর রসিদ, নজরুল ইসলাম হেমায়েত, জাহাঙ্গীর হোসেন ফকির, সফিউল্লাহ দিপু প্রমুখ।

 

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঘরের মাঠে পিএসজিকে হারিয়ে এগিয়ে থাকলো ডর্টমুন্ড
চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালঘরের মাঠে পিএসজিকে হারিয়ে এগিয়ে থাকলো ডর্টমুন্ড
ইজিবাইক ছিনতাইয়ের সময় স্থানীয়দের পিটুনিতে একজনের মৃত্যু
ইজিবাইক ছিনতাইয়ের সময় স্থানীয়দের পিটুনিতে একজনের মৃত্যু
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শ্রমিকরাও অংশীদার হবে: এমপি কামাল
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শ্রমিকরাও অংশীদার হবে: এমপি কামাল
মোস্তাফিজের শেষ ম্যাচে চেন্নাইয়ের হার
মোস্তাফিজের শেষ ম্যাচে চেন্নাইয়ের হার
সর্বাধিক পঠিত
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!