X
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪
১৭ বৈশাখ ১৪৩১

চৌগাছায় যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার

যশোর প্রতিনিধি
১৩ জুলাই ২০১৮, ০৯:১৮আপডেট : ১৩ জুলাই ২০১৮, ০৯:২৪

নিহত রতন হোসেনের স্বজনদের আহাজারি যশোরের চৌগাছায় শুক্রবার (১৩ জুলাই) ভোরে রতন হোসেন (৩০) নামে এক যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। অজ্ঞাত দুই পক্ষের মধ্যে গোলাগুলিতে তার মৃত্যু হয়েছে বলে পুলিশ দাবি করেছে। ঘটনাস্থল থেকে অস্ত্র, গুলি, ইয়াবা উদ্ধারের কথা জানানো হয়েছে।

পুলিশ লাশ উদ্ধারের পর হাসপাতালে নিহতের স্বজনরা তার লাশ শনাক্ত করেন। নিহতের মা ফরিদা বেগম, বোন আয়েশা, চাচা সোহাগ সাংবাদিকদের জানান, রতন বৃহস্পতিবার (১২ জুলাই) দুপুরে মাগুরা যাওয়ার জন্যে বাড়ি থেকে বের হন। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। আজ শুক্রবার ভোরে খবর পান, হাসপাতালে গুলিবিদ্ধ এক যুবকের মরদেহ আনা হয়েছে।

তারা জানান, রতন ঢাকায় একটি গার্মেন্টে কাজ করতেন। বেশ কিছুদিন আগে তিনি যশোরে চলে আসেন।

তবে চৌগাছা থানার ওসি খন্দকার শামিমউদ্দীন বলেন, ‘বৃহস্পতিবার দিনগত রাত পৌনে ৩টার দিকে পুলিশের কাছে খবর আসে কয়ারপাড়া বাজারের পাশে বুড়োরবিল এলাকায় দুই দলের মধ্যে গোলাগুলি হচ্ছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে তারা পালিয়ে যায়। ওইসময় সেখান থেকে গুলিবিদ্ধ অবস্থায় এক যুবককে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যায়।’

তিনি আরও বলেন, ‘ঘটনাস্থল থেকে একটি ওয়ান শ্যুটার গান, এক রাউন্ড গুলি এবং দুই শতাধিক পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।’ তিনি নিহতের পরিচয় নিশ্চিত করতে পারেননি।

জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শফিউল্লাহ সবুজ বলেন, ‘হাসপাতালে আনার আগেই এই ব্যক্তি মারা গেছেন।’

নিহত রতন যশোরের চৌগাছা উপজেলার দিঘলসিংহা গ্রামের আবু বকরের ছেলে।

আরও পড়ুন- টাঙ্গাইলে বন্দুকযুদ্ধে ‘মাদক ব্যবসায়ী’ নিহত

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাজশাহীতে তীব্র গরমে মরছে মুরগি, আতঙ্কে খামারিরা
রাজশাহীতে তীব্র গরমে মরছে মুরগি, আতঙ্কে খামারিরা
সিগারেট বাকি না দেওয়ায় দোকানিকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ
সিগারেট বাকি না দেওয়ায় দোকানিকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ
যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চার কর্মকর্তা নিহত
যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চার কর্মকর্তা নিহত
ঢাকা কর কমিশনারের কার্যালয়ে চাকরির সুযোগ
ঢাকা কর কমিশনারের কার্যালয়ে চাকরির সুযোগ
সর্বাধিক পঠিত
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
আজ কি বৃষ্টি হবে?
আজ কি বৃষ্টি হবে?
এসি কেনার আগে মনে রাখতে হবে এই ৭ বিষয়
এসি কেনার আগে মনে রাখতে হবে এই ৭ বিষয়
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে