X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

পদ্মার স্রোতে ফেরি চলাচল বিঘ্নিত, শিমুলিয়া ঘাটে অপেক্ষায় ৫০০ যান

মুন্সীগঞ্জ প্রতিনিধি
১৬ জুলাই ২০১৮, ২০:১৪আপডেট : ১৬ জুলাই ২০১৮, ২০:২০

শিমুলিয়া ঘাট পদ্মা নদীতে প্রচণ্ড স্রোতের কারণে দক্ষিণবঙ্গের প্রবেশদ্বার খ্যাত মুন্সীগঞ্জের লৌহজং এর শিমুলিয়া-কাঁঠালবাড়ি রুটে ফেরি চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়েছে। এ কারণে শিমুলিয়া ঘাটে যাত্রীবাহী যানবাহনসহ প্রায় পাঁচ শতাধিক যানবাহন নদী পার হওয়ার জন্য অপেক্ষা করছে। এর মধ্যে পণ্যবাহী ট্রাকের সংখ্যাই সাড়ে তিনশত।

জানা গেছে, দুইটি রো রো ফেরিসহ মোট আটটি ফেরি দিয়ে যানবাহন পারাপারে হিমশিম খাচ্ছে ঘাট কর্তৃপক্ষ। যেহেতু পদ্মা নদীতে স্রোতের ঘূর্ণাবর্তের কারণে ডাম্প ফেরি চলাচল করতে পারছে না, তাই এই রুটে ফেরি চলাচল স্বাভাবিক রাখতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আরও রো রো ফেরির জন্য আবেদন করেছে শিমুলিয়া ঘাটের বিআইডাব্লিউটিসি'র কর্মকর্তারা।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) শিমুলিয়া ঘাটের উপমহাব্যবস্হাপক (এজিএম) শাহ মো. খালেদ নেওয়াজ বাংলা ট্রিবিউনকে জানান, ‘গতকাল রবিবার থেকে পদ্মায় প্রচণ্ড স্রোত। এত স্রোতের তীব্রতায় টানা ফেরিগুলো চলাচল করতে পারে না। তাই নিরাপত্তার বিষয়টি বিবেচনায় ৭টি টানা ফেরি বন্ধ রাখা হয়েছে। তবে দুইটি রো রো ফেরিসহ ৮ টি ফেরি দিয়ে যাত্রীবাহী যানবাহন পারাপার করা হচ্ছে।’

তিনি আরও জানান, ‘ঘাটে যাত্রীবাহী যানবাহনসহ পাঁচ শতাধিক যানবাহন রয়েছে। এমন অবস্থা চলতে থাকলে ঘাটে যানবাহনের সংখ্যা বাড়তে থাকবে।’

এদিকে, চারটি রো রো ফেরির মধ্যে মাত্র দুইটি রো রো ফেরি চলাচল করছে। একটি আগে থেকেই ডক ইয়ার্ডে আছে আরেকটি আজ সোমবার সকালে বিকল হয়েছে। এজিএম শাহ মো. খালেদ নেওয়াজ জানান, ‘মাত্র দুটি রো রো ফেরি দিয়ে যান পারাপারে হিমশিম খেতে হয়। তাই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছে যেন এই রুটে রো রো ফেরিসহ কমপক্ষে দুটি ফেরি সংযুক্ত করা হয়।’

এদিকে পদ্মা উত্তাল থাকায় সোমবার ভোর থেকেই সিবোট ও লঞ্চ চলাচল বন্ধ আছে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের (বিআইডাব্লিউটিএ) শিমুলিয়া ঘাটের ট্রাফিক পরিদর্শক মো. সুলেমান জানান, ‘প্রচণ্ড স্রোতের কারণে সোমবার ভোর থেকেই পদ্মায় সিবোট ও লঞ্চ চলাচল বন্ধ আছে। যাত্রীদের নিরাপত্তার জন্য নদী শান্ত না হওয়া পর্যন্ত এগুলো বন্ধ থাকবে।’

আরও পড়ুন- বৈরী আবহাওয়ায় শিমুলিয়া-কাঁঠালবাড়ি রুটে লঞ্চ ও সি-বোট চলাচল বন্ধ

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপি বিদেশি প্রভুদের কথায় নির্বাচন বর্জন করেছে: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী
বিএনপি বিদেশি প্রভুদের কথায় নির্বাচন বর্জন করেছে: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী
টিম স্মার্টের প্রতি ঝোঁক বেসিস ভোটারদের
টিম স্মার্টের প্রতি ঝোঁক বেসিস ভোটারদের
মির্জা আব্বাসের ভাগ্নে আত্মসমর্পণের পর কারাগারে
মির্জা আব্বাসের ভাগ্নে আত্মসমর্পণের পর কারাগারে
কৌশলগত পারমাণবিক অস্ত্রের মহড়া চালাবে রাশিয়া
কৌশলগত পারমাণবিক অস্ত্রের মহড়া চালাবে রাশিয়া
সর্বাধিক পঠিত
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?