X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

রাজশাহীতে পাসের হার ও জিপিএ-৫ কমেছে

রাজশাহী প্রতিনিধি
১৯ জুলাই ২০১৮, ১৮:০৪আপডেট : ১৯ জুলাই ২০১৮, ১৮:১৪

সংবাদ সম্মেলনে কথা বলছেন রাজশাহী শিক্ষাবোর্ডের চেয়ারম্যান আনারুল হক প্রামাণিক (ছবি- প্রতিনিধি)

রাজশাহী শিক্ষাবোর্ডে এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ও জিপিএ-৫ কমেছে। এ বোর্ডে এবারের পাসের হার ৬৬ দশমিক ৫১ শতাংশ, যা গত বছর ছিল ৭১ দশমিক ৩০ শতাংশ। এবার ৪ হাজার ১৩৮ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে, এ সংখ্যা গত বছর ৫ হাজার ২৯৪ জন ছিল।

বৃহস্পতিবার (১৯ জুলাই) দুপুরে রাজশাহী শিক্ষাবোর্ডের চেয়ারম্যান আনারুল হক প্রামাণিক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।

আনারুল হক প্রামাণিক জানান, বোর্ডে এবার মোট পরীক্ষার্থী ছিল একলাখ ৪১ হাজার ৫৮৬ জন। সাত বছরের মধ্যে এবারই সর্বোচ্চ সংখ্যক শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিল। এর মধ্যে ৯২ হাজার ৫৭৪ জন শিক্ষার্থী পাস করেছে।

তিনি আরও জানান, বরাবরের মতো এবারও পাসের হারে এগিয়ে মেয়েরা। তবে জিপিএ-৫ পাওয়ার দিক থেকে বরাবরের মতো এগিয়ে ছেলেরা। এবার মেয়েদের পাসের হার ৭২ দশমিক ৬৯ শতাংশ। আর ছেলেদের পাসের হার ৬১ দশমিক ৪০ শতাংশ।

আনারুল হক প্রামাণিক জানান, আগের বছর জিপিএ-৫ পেয়েছিল ৫ হাজার ২৯৪ জন পরীক্ষার্থী। এবার মোট জিপিএ-৫ পাওয়া পরীক্ষার্থীর সংখ্যা ৪ হাজার ১৩৮ জন। এর মধ্যে ২ হাজার ২৩৪ জন ছেলে এবং ১ হাজার ৯০৪ জন মেয়ে। ২০১২ সাল থেকেই পাসের হারে মেয়ে এবং জিপিএ-৫ অর্জনে ছেলেরা এগিয়ে রয়েছে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, সাত বছরের মধ্যে এবারই সর্বোচ্চ ৩৫ হাজার ৩৭ জন পরীক্ষার্থী এক বিষয়ে ফেল করেছে। মোট পরীক্ষার্থীর মধ্যে এই হার ২৫ দশমিক ১৫ শতাংশ। বোর্ডের ৬টি কলেজ থেকে এবার কোনও পরীক্ষার্থীই পাস করেনি। আর ১৯টি কলেজে পাস করেছে শতভাগ পরীক্ষার্থী। এবছর মোট ৭৫৬টি কলেজের পরীক্ষার্থী রাজশাহী বোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল। পরীক্ষা কেন্দ্রের সংখ্যা ছিল ১৯৮টি। ২০১২ সালের পর এবারই সর্বোচ্চ ছিল মোট কলেজ এবং পরীক্ষা কেন্দ্রের সংখ্যা। পরীক্ষায় অসাদুপায় অবলম্বনের দায়ে এ বছর ২৮ পরীক্ষার্থী বহিস্কৃত হয়।

আনারুল হক প্রামাণিক বলেন, ‘এবার ইংরেজি ও তথ্য-প্রযুক্তি বিষয়ে পরীক্ষার্থীরা খারাপ করেছে। খাতা মূল্যায়নেও সর্বোচ্চ কড়াকড়ি ছিল। এ কারণে ফলাফল খারাপ হয়েছে। আগামীতে ভালো ফলাফলের জন্য আমরা চেষ্টা করবো।’

 

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঘরের মাঠে পিএসজিকে হারিয়ে এগিয়ে থাকলো ডর্টমুন্ড
চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালঘরের মাঠে পিএসজিকে হারিয়ে এগিয়ে থাকলো ডর্টমুন্ড
ইজিবাইক ছিনতাইয়ের সময় স্থানীয়দের পিটুনিতে একজনের মৃত্যু
ইজিবাইক ছিনতাইয়ের সময় স্থানীয়দের পিটুনিতে একজনের মৃত্যু
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শ্রমিকরাও অংশীদার হবে: এমপি কামাল
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শ্রমিকরাও অংশীদার হবে: এমপি কামাল
মোস্তাফিজের শেষ ম্যাচে চেন্নাইয়ের হার
মোস্তাফিজের শেষ ম্যাচে চেন্নাইয়ের হার
সর্বাধিক পঠিত
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!