X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

সেনা চান বুলবুল, লিটনের ‘না’

রাজশাহী প্রতিনিধি
১৯ জুলাই ২০১৮, ১৯:২০আপডেট : ১৯ জুলাই ২০১৮, ১৯:৩৩

মোসাদ্দেক হোসেন বুলবুল ও এএইচএম খায়রুজ্জামান লিটন (ফাইল ছবি)

রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের দাবি জানিয়েছেন বিএনপির মনোনীত মেয়র প্রার্থী মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল। তবে সেনাবাহিনী মোতায়েনের পক্ষে নন বলে জানিয়েছেন আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন।

বৃহস্পতিবার (১৯ জুলাই) দুপুরে নগরীর লক্ষ্মীপুর মোড়ে গণসংযোগকালে সেনাবাহিনী মোতায়েনের দাবি জানান মোসাদ্দেক হোসেন বুলবুল। একই সময়ে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে আয়োজিত এক মতবিনিময় সভায় সেনাবাহিনী মোতায়েন চান না বলে জানান এএইচএম খায়রুজ্জামান লিটন।

মোসাদ্দেক হোসেন বুলবুল বলেন, ‘রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে ভোটার যাতে নির্বিঘ্নে কেন্দ্রে হাজির হয়ে ভোট দিতে পারেন, সেই নিশ্চয়তার জন্য ভোটের সাত দিন আগে থেকে সেনা মোতায়েন করার দাবি জানাচ্ছি আমরা।’

তিনি আরও বলেন, ‘সাধারণ ভোটারদের ভয়ভীতি দেখাচ্ছে আওয়ামী লীগের ক্যাডার বাহিনী। আমাদের মাইকিং করতে বাধা দেওয়া হচ্ছে। প্রচারণায় আমার পক্ষের কর্মী-সমর্থকদের বাধা এবং গালিগালাজ করা হচ্ছে। এই অবস্থায় সাধারণ ভোটারদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে। শুধু আওয়ামী লীগ ও তাদের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাই নয়; অতি উৎসাহী কিছু পুলিশ সদস্যও তাদের সঙ্গে যোগ দিয়ে বিএনপির সব কাজে বাধা দিচ্ছে। এই অবস্থা চলতে থাকলে নির্বাচনের দিন কী হবে তা সবাই বুঝতে পারছেন। সেজন্যই সেনা মোতায়েনের দাবি জানাচ্ছি।’

এদিকে, মতবিনিময় সভায় এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, ‘শান্তির শহর রাজশাহীতে সম্প্রীতির মাধ্যমেই নির্বাচনের দিন পর্যন্ত পার করতে চাই। আমি সেনা মোতায়েনের পক্ষে নই।’

বিএনপির মেয়র প্রার্থীকে উদ্দেশ করে তিনি বলেন, ‘সেনা মোতায়েনের দাবি ছাড়ুন। সৌর্হাদ্য ও সম্প্রীতির মাধ্যমে কিভাবে ভোটারদের মন জয় করা যায়, সেই কাজ করেন। এতেই নির্বাচনের পরিবেশ ভালো থাকবে।’

 

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নারায়ণগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ, আহত ৩
নারায়ণগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ, আহত ৩
সুন্দরবনে আগুন ছড়ানো রুখতে দেওয়া হয়েছে বেরিকেট
সুন্দরবনে আগুন ছড়ানো রুখতে দেওয়া হয়েছে বেরিকেট
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
সব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী
জিজ্ঞাসাবাদ শেষে ডিবি হারুনসব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী