X
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

বর্তমান সরকারের অধীনে নির্বাচনে যাবে না যুক্তফ্রন্ট: বি. চৌধুরী

সাভার প্রতিনিধি
২০ জুলাই ২০১৮, ২৩:০০আপডেট : ২০ জুলাই ২০১৮, ২৩:০৫

এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী (ছবি- সংগৃহীত)

বর্তমান নির্বাচন কমিশনকে আওয়ামী লীগের কেনা গোলাম বলে মন্তব্য করেছেন সাবেক রাষ্ট্রপতি ও বিকল্পধারা বাংলাদেশের সভাপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী (বি. চৌধুরী)। তিনি বলেন, ‘বর্তমান সরকারের অধীনে জাতীয় নির্বাচন কিছুতেই সুষ্ঠু হতে পারে না। তাই এ সরকারের অধীনে নির্বাচন হলে তাতে যুক্তফ্রন্ট অংশ নেবে না।’

শুক্রবার (২০ জুলাই) সন্ধ্যায় জাতীয় সমাজতান্ত্রিক শ্রমিক জোটের সাভার আঞ্চলিক কমিটির উদ্যোগে হেমায়েতপুর এলাকার তেঁতুলঝোড়া উচ্চ বিদ্যালয় মাঠে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

বি. চৌধুরী বলেন, ‘দেশে বর্তমানে একদলীয় শাসন চলছে; ১৪ দলের শাসন নয়। দেশের মানুষ যখন ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন শুরু করবে তখন এ সরকার ক্ষমতা ছাড়তে বাধ্য হবে। প্রশাসনকে নিরপেক্ষ করতে হলে সরকারের দুর্নীতিবাজ মন্ত্রীদের বিচার করতে হবে।’

তিনি আরও বলেন, ‘জনতার ঐক্য বড় শক্তি। জনগণ এদেশের ক্ষমতার মালিক, এ সরকার নয়। আমরা আর স্বেচ্ছাচারি সরকার দেখতে চাই না।’ এসময় আগামী জাতীয় নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের জন্য নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান তিনি।

নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, ‘সরকার অবৈধভাবে ক্ষমতায় টিকে আছে। আর এর জন্য যখন যাকে ইচ্ছে তাকে বিভিন্ন মামলায় গ্রেফতার করে কারাগারে পাঠাচ্ছে। এ ছাড়া, সরকার বিভিন্ন মিথ্যা মামলা দিয়ে আমাকেও হয়রানি করছে। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী জাতীয় নির্বাচন হলে আওয়ামী লীগ আর ক্ষমতায় আসতে পারবে না।’

সমাবেশে আরও উপস্থিত ছিলেন– জে এসডি’র সভাপতি আ স ম আব্দুর রব, বিকল্প ধারার মহাসচিব মেজর (অব.) আব্দুল মান্নানসহ অনেকে।

 

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কাঁচা আম দিয়ে টক-মিষ্টি ললি বানাবেন যেভাবে
কাঁচা আম দিয়ে টক-মিষ্টি ললি বানাবেন যেভাবে
নিউ ইয়র্কে বন্দুকধারীর গুলিতে দুই বাংলাদেশি নিহত
নিউ ইয়র্কে বন্দুকধারীর গুলিতে দুই বাংলাদেশি নিহত
উত্তরা ইউনিভার্সিটিতে বিএনডিপি ডিবেটার হান্ট ও বিতর্ক প্রতিযোগিতা
উত্তরা ইউনিভার্সিটিতে বিএনডিপি ডিবেটার হান্ট ও বিতর্ক প্রতিযোগিতা
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ড সদস্য হলেন কাজী নাবিল আহমেদ ও সেলিম মাহমুদ
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ড সদস্য হলেন কাজী নাবিল আহমেদ ও সেলিম মাহমুদ
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
মিয়ানমারে গিয়ে সেনা ট্রেনিং নিলেন ২ রোহিঙ্গা, বাংলাদেশে ঢুকলেন বুলেট নিয়ে
মিয়ানমারে গিয়ে সেনা ট্রেনিং নিলেন ২ রোহিঙ্গা, বাংলাদেশে ঢুকলেন বুলেট নিয়ে