X
বুধবার, ০১ মে ২০২৪
১৭ বৈশাখ ১৪৩১

সিলেটে মাদক মামলায় ৪ জনের ১০ বছরের কারাদণ্ড

সিলেট প্রতিনিধি
২৩ জুলাই ২০১৮, ০৪:০০আপডেট : ২৩ জুলাই ২০১৮, ০৪:১১

আদালত

সিলেটে মাদক মামলায় চার জনকে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাদের প্রত্যেককে ৪০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও একবছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। রবিবার (২২ জুলাই) অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক এএম জুলফিকার হায়াত এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা আসামিরা হলেন– গোলাপগঞ্জ থানার রনকেলী উত্তর গ্রামের মৃত শেখ আতাউর রহমান উরফে আদাইয়ের ছেলে আয়লাফ আহমদ (২৮), একই এলাকার রখলিছ আলীর ছেলে রফিকুল ইসলাম (২৫), একই থানার সরস্বতী কামারগাঁও গ্রামের মৃত কুতুব আলীর ছেলে এনাম আহমদ (৩২) এবং জকিগঞ্জ থানার ২নং বিরশ্রী ইউনিয়নের কোণারগাঁও কোণাগ্রামের তছদ্দর আলীর ছেলে সরফ উদ্দিন (৩০)। এর মধ্যে আসামি  রফিকুল ইসলাম ও এনাম আহমদ বর্তমানে পলাতক। রায় ঘোষণার পর আয়লাফ আহমদ ও সরফ উদ্দিনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

রাষ্ট্রপক্ষের এপিপি এডভোকেট নিজাম উদ্দিন জানান, পলাতক আসামি রফিকুল ইসলাম ও এনাম আহমদ নামে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।

আদালত সূত্র জানায়, মাদকদ্রব্য পাচার হচ্ছে– গোপনে এমন এক সংবাদ পেয়ে ২০১৫ সালের ২১ জানুয়ারি রাত সাড়ে ৮টার দিকে সিলেট-জকিগঞ্জ সড়কের গোলাপগঞ্জ চৌমুহনীতে অবস্থান নেয় গোলাপগঞ্জ থানা পুলিশের একটি দল। এ রাতে জকিগঞ্জ থেকে ছেড়ে আসা সিলেটগামী একটি সিএনজিচালিত অটোরিকশাকে থামার সংকেত দেয় পুলিশ। এসময় অটোরিকশাটি পুলিশকে পাশ কাটিয়ে পালানোর চেষ্টা করে। পরে পুলিশ ধাওয়া করে অটোরিকশা থামিয়ে মাদক পাচারকারী আয়লাফ আহমদকে আটক করে। এসময় অটোরিকশা তল্লাশি করে একলাখ ৭০ হাজার টাকা মূল্যের বিদেশি মদ ও ফেন্সিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় গোলাপগঞ্জ থানার এসআই খন্দকার আতিকুর রহমান বাদী হয়ে চার মাদক পাচারকারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন।

সূত্র আরও জানায়, একই বছরের ২০ ফেব্রুয়ারি এসআই মৃদুল কুমার ভৌমিক  চার আসামিকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট (অভিযোগপত্র) দাখিল করেন। ৮ জুন তাদের বিরুদ্ধে চার্জগঠন করে আদালত এ মামলার বিচার কর্যক্রম শুরু করেন। শুনানি ও আট জনের সাক্ষ্য নিয়ে আদালত আজ এ মামলার রায় দেন।

 

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকা সাব এডিটরস কাউন্সিলের সভাপতি অনিক, সম্পাদক জাওহার
ঢাকা সাব এডিটরস কাউন্সিলের সভাপতি অনিক, সম্পাদক জাওহার
মুম্বাইকে হারিয়ে পয়েন্ট টেবিলের তিনে লখনউ
মুম্বাইকে হারিয়ে পয়েন্ট টেবিলের তিনে লখনউ
তপ্ত রোদেও থামে না তাদের কাজ
আজ মহান মে দিবসতপ্ত রোদেও থামে না তাদের কাজ
মদ ছেড়ে বললেন, ‘মাইলফলক’
মদ ছেড়ে বললেন, ‘মাইলফলক’
সর্বাধিক পঠিত
চুয়াডাঙ্গা জেলায় ইতিহাসের সর্বোচ্চ তাপমাত্রা
চুয়াডাঙ্গা জেলায় ইতিহাসের সর্বোচ্চ তাপমাত্রা
সিস্টেম লস কমাতে সার্বক্ষণিক ম্যাজিস্ট্রেট চায় পেট্রোবাংলা
সিস্টেম লস কমাতে সার্বক্ষণিক ম্যাজিস্ট্রেট চায় পেট্রোবাংলা
এক ফ্রেমে এত ‘সুন্দরী’, স্মৃতিকাতর সকলেই!
এক ফ্রেমে এত ‘সুন্দরী’, স্মৃতিকাতর সকলেই!
সাতক্ষীরার ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড 
সাতক্ষীরার ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড 
আজকের আবহাওয়া: তাপপ্রবাহ অব্যাহত থাকার আভাস
আজকের আবহাওয়া: তাপপ্রবাহ অব্যাহত থাকার আভাস