X
বুধবার, ০৮ মে ২০২৪
২৫ বৈশাখ ১৪৩১

নির্বাচনে কোনও ফাউল গেম খেলতে দেওয়া হবে না: নাসিম

সিরাজগঞ্জ প্রতিনিধি
২০ আগস্ট ২০১৮, ০৪:০০আপডেট : ২০ আগস্ট ২০১৮, ০৪:০৯

বক্তব্য রাখছেন– মোহাম্মদ নাসিম (ছবি- প্রতিনিধি)

আগামী জাতীয় সংসদ নির্বাচন মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির বিজয়ের নির্বাচন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলের মুখপাত্র ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি বলেছেন, ‘আগামী নির্বাচনে কোনও ফাউল গেম খেলতে দেওয়া হবে না।’

রবিবার (১৯ আগস্ট) বিকালে সিরাজগঞ্জের পিপুলবাড়িয়া থেকে সোনামুখী পর্যন্ত শহীদ এম মনসুর আলী সড়কের মহিষামুড়া-কুড়িপাড়ায় নির্মিত ‘শহীদ এম মনসুর আলী’ গোলচত্বরের দৃষ্টিনন্দন স্মৃতিস্তম্ভ উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

বিএনপিকে উদ্দেশ করে মোহাম্মদ নাসিম বলেন, ‘দুনিয়ার কোনও শক্তি নেই, আগামী জাতীয় সংসদ নির্বাচন ঠেকাতে পারবে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের নেতাকর্মীরা পাহাড়সম শক্তির মতো ঐক্যবদ্ধ হয়ে নির্বাচনে নৌকার বিজয় ছিনিয়ে আনবে। বঙ্গবন্ধু কন্যা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হবেন।’

নির্বাচনে বিভিন্ন দলের অংশগ্রহণের বিষয়ে তিনি বলেন, ‘নির্বাচনে যে কেউ অংশ নিতে পারে। নির্বাচন করার অধিকার সবার আছে। কিন্তু নির্বাচনের নামে কোনও ফাউল গেম দেখতে চাই না। নির্বাচন সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই হবে এবং নির্বাচন কমিশন ঘোষিত সঠিক সময়েই নির্বাচন হবে।’

মোহাম্মদ নাসিম বলেন, ‘চক্রান্ত শুরু হয়ে গেছে। দেশে-বিদেশে ষড়যন্ত্র হচ্ছে। কিন্তু অতীতের মতো ঐক্যবদ্ধ থেকে আওয়ামী লীগের নেতৃত্বে ১৪ দলসহ সমমনা দল শেখ হাসিনার নির্দেশনায় ষড়যন্ত্র মোকাবিলা করবে।’

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা জঙ্গি দমন করেছেন, সমুদ্র সীমানা জয় করেছেন, বঙ্গবন্ধু স্যাটালাইটের মাধ্যমে আকাশ পথও জয় করেছেন, বিদ্যুৎ সমস্যারও সমাধান হয়েছে। নিজস্ব অর্থায়নে দেশের বৃহত্তম মেঘাপ্রকল্প পদ্মা সেতুর নির্মাণ কাজ দ্রুত এগিয়ে যাচ্ছে। মাদক নির্মূলে কঠোর কর্মসূচি গ্রহণ করা হয়েছে। দেশের আর্থ-সামাজিক উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতৃত্ব দিচ্ছেন। বিশ্ব দরবারে বাংলাদেশকে উন্নয়নের রোল মডেলে দাঁড় করিয়েছেন। এই অর্জন অব্যাহত রাখতে একাদশ সংসদ নির্বাচনেও নৌকা মার্কায় ভোট দিতে হবে দেশবাসীকে।’

তিনি আরও বলেন, ‘আমার বাবা শহীদ এম মনসুর আলী ছিলেন এ অঞ্চলের মাটি ও মানুষের সন্তান। তিনি জাতির জনক বঙ্গবন্ধুর বিশ্বস্ত রাজনৈতিক সহচর ছিলেন। তিনি মুক্তিযুদ্ধে নেতৃত্বে দিয়েছেন। তার অবদান জাতির কাছে স্মরণীয় করে রাখতেই সিরাজগঞ্জে সরকারি মেডিক্যাল কলেজ, অডিটোরিয়ামসহ সড়কের নামকরণ করা হয়েছে।’

এসময় ইনসেপ্টা ফার্মাসিউটিক্যাল গ্রুপের চেয়ারম্যান আব্দুল মুক্তাদির, ওষুধ শিল্প সমিতির মহাসচিব শফিউজ্জামান, সিভিল সার্জন ডা. কাজী শামিম হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত হোসেন, সাধারণ সম্পাদক খলিলুর রহমানসহ অনেকে উপস্থিত ছিলেন।

 

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হ্যান্ডব্রেক ছাড়াই চলে রাজধানীর বাস, পায়ের ব্রেকেও নেই জোর
হ্যান্ডব্রেক ছাড়াই চলে রাজধানীর বাস, পায়ের ব্রেকেও নেই জোর
ভোটার সংখ্যা দুই লাখ ৪৫ হাজার, ৪১৩৮৮ ভোট পেয়ে চেয়ারম্যান হলেন আ.লীগ নেতা
ভোটার সংখ্যা দুই লাখ ৪৫ হাজার, ৪১৩৮৮ ভোট পেয়ে চেয়ারম্যান হলেন আ.লীগ নেতা
বান্দরবানে দুই উপজেলা নির্বাচনে জয় পেলেন যারা
বান্দরবানে দুই উপজেলা নির্বাচনে জয় পেলেন যারা
আওয়ামী লীগের যৌথসভা শুক্রবার
আওয়ামী লীগের যৌথসভা শুক্রবার
সর্বাধিক পঠিত
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
কেমন আছেন মিল্টনের আশ্রমে আশ্রিতরা
কেমন আছেন মিল্টনের আশ্রমে আশ্রিতরা
‘চুন্নু স্বৈরাচারের দোসর’, বললেন ব্যারিস্টার সুমন
‘চুন্নু স্বৈরাচারের দোসর’, বললেন ব্যারিস্টার সুমন
এক লাফে ডলারের দাম বাড়লো ৭ টাকা
এক লাফে ডলারের দাম বাড়লো ৭ টাকা