X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৮ বৈশাখ ১৪৩১

বনের জমি দখল করে পান চাষ, খাসিয়া পুঞ্জির হেডম্যান গ্রেফতার

মৌলভীবাজার প্রতিনিধি
০২ সেপ্টেম্বর ২০১৮, ০৩:২৭আপডেট : ০২ সেপ্টেম্বর ২০১৮, ০৩:২৮

গ্রেফতান হেডম্যান স্নান মৌলভীবাজারের কুলাউড়া রেঞ্জের নলডুরী বিটের আওতাধীন বেগুনছড়া ও লবনছড়া বাঁশমহাল এলাকায় বন বিভাগের জমি দখল করে পান চাষ করার অভিযোগে খাসিয়া পুঞ্জির হেডম্যান স্নাই-কে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার বিকালে গ্রেফতার খাসিয়া হেডম্যান স্নাইকে মৌলভীবাজার আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগে ২৬ আগস্ট কুলাউড়া নলডুরী ফরেস্টার মানিক রঞ্জন দে বাদী হয়ে পুটিছড়া পুঞ্জি হেডম্যান ববরিনকে প্রধান আসামি করে আট জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১০/১২ জনের নামে সরকারি বনজসম্পদ দখলকারীদের বিরুদ্ধে কুলাউড়া থানায় মামলা দায়ের করেন।

বন বিভাগের বরমচাল বিট অফিসার মো. আহমদ আলী বৃহস্পতিবার রাতে মোবাইল ফোনে বাংলা ট্রিবিউনকে এতথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‘বনের জমি জোরপূর্বক জবরদখল ও পান চাষ করায় থানায় মামলা দায়ের করা হয়। এরপর অবৈধ দখলকারী হেডম্যান স্নাইকে বৃহস্পতিবার ভোর রাতে গ্রেফতার করে পুলিশ।’

পুলিশ ও বন বিভাগ সুত্রে জানা গেছে, গত ২৫ আগস্ট নলডুরী বিটের লবনছড়া বাঁশমহাল এলাকায় পুটিছড়া পুঞ্জির হেডম্যান ববরিন ও স্নাই খাসিয়ার নেতৃত্বে ২৫-৩০ জন খাসিয়া বাঁশ মহালে বনভূমির বিভিন্ন প্রজাতির বাঁশ কেটে ও জঙ্গল পরিষ্কার করে পানের চারা রোপণ করেন। এ খবর  পেয়ে কুলাউড়া রেঞ্জের বিট অফিসার মানিক রঞ্জন দে’র নেতৃত্বে বন বিভাগের লোকেরা ঘটনাস্থলে গিয়ে খাসিয়াদেরকে বাধা দেন। তখন  খাসিয়ারা সংঘবদ্ধভাবে বনবিভাগের কর্মকর্তা ও কর্মচারীদের ওপর হামলা চালায়।

এদিকে বন বিভাগের হিসাব অনুযায়ী, খাসিয়ারা তিন একর ভূমির বাঁশ ও প্রাকৃতিক গাছ গাছালি নষ্ট করার ফলে বন বিভাগের ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এব্যাপারে কুলাউড়া নলডুরী বিটের বিট অফিসার মানিক রঞ্জন দে বলেন, ‘খাসিয়ারা জোরপূর্বক ও বেআইনিভাবে বন বিভাগের জায়গায় পান চাষ করার চেষ্টা করলে আমরা তাদের বাধা দেই। তখন তারা আমাদের ওপরে হামলা করে।’

তিনি আরও বলেন, ‘আমরা খাসিয়াদের দখল হতে ১৫ একর বনভূমি উদ্ধার করেছি। খাসিয়াদের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে।’

কুলাউড়া থানার ওসি (তদন্ত) সঞ্জয় চক্রবর্তী বলেন, ‘ফরেস্ট অফিসারকে মারধরের চেষ্টা এবং বনভূমি জবর দখল চেষ্টার অভিযোগে এক খাসিয়া হেডম্যানকে গ্রেফতার করা হয়েছে। বাকি  আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত আছে।’

বন বিভাগের কুলাউড়া উপজেলার বরমচাল বিটের বিট অফিসার মো. আহমদ আলী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘কুলাউড়ার বাঁশ মহাল লবন ছড়া, বেগুন ছড়া বেদখল হওয়া রোধে জাফলংয়ের গ্রিন পার্কের মতো তারের বেড়া প্রয়োজন। এই এলাকায় ভূমি খেকো চক্র বন ভূমি ধারাবাহিকভাবে দখল করে জীববৈচিত্র্য ধবংস করছে। বন বিভাগ তৎপর থাকলেও ও অন্যান্য প্রশাসন ও প্রভাবশালী মহলের অসহযোগিতার কারণে জবর দখল রোধ সম্ভব হচ্ছে না।’

খাসিয়া হেডম্যান গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে মৌলভীবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) আবু ইউছুফ বাংলা ট্রিবিউনকে বলেন,‘এই সরকারি জমি নিয়ে অনেক দিন ধরে সমস্যা বিরাজ করছে। কেউই আধিপত্য ছাড়তে চায় না।’ তিনি বলেন, ‘খাসিয়ারাও নিরুপায়। তাদের যাওয়ার জায়গা নেই। একটা পুঞ্জিতে ২/৩ হাজার মানুষ বসবাস করে। ওরা যাবে কোথায়।’

 

 

/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঘরের মাঠে পিএসজিকে হারিয়ে এগিয়ে থাকলো ডর্টমুন্ড
চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালঘরের মাঠে পিএসজিকে হারিয়ে এগিয়ে থাকলো ডর্টমুন্ড
ইজিবাইক ছিনতাইয়ের সময় স্থানীয়দের পিটুনিতে একজনের মৃত্যু
ইজিবাইক ছিনতাইয়ের সময় স্থানীয়দের পিটুনিতে একজনের মৃত্যু
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শ্রমিকরাও অংশীদার হবে: এমপি কামাল
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শ্রমিকরাও অংশীদার হবে: এমপি কামাল
মোস্তাফিজের শেষ ম্যাচে চেন্নাইয়ের হার
মোস্তাফিজের শেষ ম্যাচে চেন্নাইয়ের হার
সর্বাধিক পঠিত
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!