X
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

ধর্মমন্ত্রীর ছেলের বিরুদ্ধে মামলার বাদীর নামে মানহানির মামলা

ময়মনসিংহ প্রতিনিধি
০৫ সেপ্টেম্বর ২০১৮, ০৮:৩৪আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০১৮, ১১:১০

ময়মনসিংহ ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমানকে ‘রাজাকার’ বলে কটূক্তি করায় স্থানীয় মহানগর যুবলীগের প্রয়াত নেতা শেখ আজাদের স্ত্রী দিলরুবা আক্তারসহ ৯ জনের নামে ময়মনসিংহ আদালতে মানহানির মামলা হয়েছে। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড ময়মনসিংহ জেলা শাখার যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীন বাদী হয়ে মঙ্গলবার এই মামলাটি দায়ের করেছেন।

বাদী পক্ষের আইনজীবী আব্দুর রহমান আল হোসাইন তাজ জানান, ‘গত ২৮ আগস্ট নগরীর গাঙ্গিনারপাড় ট্রাফিক মোড়ে আয়োজিত এক সমাবেশে দিলরুবা আক্তার দিলু ধর্মমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ মতিউর রহমানকে রাজাকার বলে কটূক্তি করে বক্তব্য রাখেন অভিযোগে মানহানির এই মামলাটি করা হয়। ময়মনসিংহের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১ নং আমলি আদালত এর বিচারক রোজিনা খান মামলাটি আমলে নিয়ে কটূক্তিকারী দিলরুবা আক্তারের নামে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দেন। মামলার অপর আসামিরা হচ্ছেন- তুলি, হাসিনা, ইতি,আনোয়ারা, ফরিদা, আলমগীর হোসেন, মানিক ও শেখ ছাব্বির।

উল্লেখ্য, দলীয় কোন্দলের জেরে গত ৩১ জুলাই ময়মনসিংহ সদরের আকুয়া নাজিরবাড়ি মসজিদের পাশে মহানগর যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য শেখ আজাদকে কুপিয়ে ও গলা কেটে নৃশংসভাবে হত্যা করা হয়। এ হত্যার ঘটনায় ২ আগস্ট নিহত আজাদের স্ত্রী দিলরুবা আক্তার দিলু থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেন। হত্যার ঘটনায় নির্দেশদাতা হিসেবে ধর্মমন্ত্রীর ছেলে ও ময়মনসিংহ মহানগর আ. লীগের সাধারণ সম্পাদক মোহিত উর রহমান শান্তসহ ২৫ জনকে আসামি করা হয়। কিন্তু থানা পুলিশ মামলাটি গ্রহণ না করায় নিহতের স্ত্রী দিলরুবা আক্তারের পক্ষে আইনজীবী আফিল উদ্দিন হাইকোর্টে একটি রিট আবেদন দাখিল করেন। পরে গত ৩০ আগস্ট হাইকোর্টের বিচারপতি শেখ মো. জাকির হোসেন ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত অবকাশকালীন বেঞ্চ মামলার এজাহার গ্রহণ করতে নির্দেশ দেন। নির্দেশ পাওয়ার পর ৩১ আগস্ট রাতে মামলাটি এজাহারভুক্ত করে কোতোয়ালি থানা পুলিশ।

আরও পড়ুন- ময়মনসিংহে যুবলীগ নেতা হত্যার একমাস পর মন্ত্রীপুত্রের বিরুদ্ধে মামলা

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পাকিস্তানের প্রধানমন্ত্রীর বক্তব্যে বিএনপির লজ্জা পাওয়া উচিত: কাদের
পাকিস্তানের প্রধানমন্ত্রীর বক্তব্যে বিএনপির লজ্জা পাওয়া উচিত: কাদের
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
১৩ বছর পর ইউপি নির্বাচন, ভোটারদের মাঝে উৎসবের আমেজ
১৩ বছর পর ইউপি নির্বাচন, ভোটারদের মাঝে উৎসবের আমেজ
মার্কিন শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে ইউরোপ-অস্ট্রেলিয়ায়
যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে বিক্ষোভ অব্যাহতমার্কিন শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে ইউরোপ-অস্ট্রেলিয়ায়
সর্বাধিক পঠিত
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
তাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
প্রাক-প্রাথমিক বন্ধই থাকছেতাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
মিয়ানমারে গিয়ে সেনা ট্রেনিং নিলেন ২ রোহিঙ্গা, বাংলাদেশে ঢুকলেন বুলেট নিয়ে
মিয়ানমারে গিয়ে সেনা ট্রেনিং নিলেন ২ রোহিঙ্গা, বাংলাদেশে ঢুকলেন বুলেট নিয়ে