X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

আদালত পাড়ায় কার্টিজ পেপার সংকট, ১০ গুণ বেশি দামে বিক্রি

মোহাম্মদ নূর উদ্দিন, হবিগঞ্জ
১৪ সেপ্টেম্বর ২০১৮, ০৩:০২আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০১৮, ০৩:০৭





আদালত পাড়ায় কার্টিজ পেপার সংকট, ১০ গুণ বেশি দামে বিক্রি

হবিগঞ্জে কার্টিজ পেপারের সংকট দেখা দিয়েছে। এ কারণে আদালতে আইনজীবীদের স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হচ্ছে। জেলা আইনজীবি সমিতির অভিযোগ, কৃত্রিম সংকট তৈরি করা হয়েছে। কার্টিজ পেপার পাওয়া গেলেও ১০ গুণ বেশি দামে বেচা হচ্ছে। আর জেলা প্রশাসন বলছে, সংকট দূর হয়েছে।
সূত্রমতে, হবিগঞ্জ জেলা প্রশাসনের ট্রেজারি শাখা থেকে নির্ধারিত ভেন্ডারের মাধ্যমে সিকিউরিটি প্লেইন পেপার বা কার্টিজ পেপার সরবরাহ করা হয়। নির্ধারিত ভেন্ডাররা ট্রেজারার থেকে সংগ্রহ করে আইনজীবীসহ সংশ্লিষ্টদের মধ্যে সরবরাহ করে থাকেন। জজ আদালতে মামলা দায়েরের ক্ষেত্রে এবং আসামিদের জামিন আবেদনের ক্ষেত্রে এই পেপার ব্যবহার হয়। এ কারণে আদালত প্রাঙ্গনে এর চাহিদা অনেক।
সরকার নির্ধারিত প্রতিটি কার্টিজ পেপারের মূল্য তিন থেকে পাঁচ টাকা। তবে গত একবছর ধরে হবিগঞ্জের আদালত প্রাঙ্গনে এ কার্টিজ পেপার ৫০ থেকে ৬০ টাকায় বেচা হচ্ছে। গত জুন থেকে সংকট আরও প্রকট হয়েছে। এ অবস্থায় কার্টিজ পেপার প্রতি পিস ৬০ থেকে ৮০ টাকা দরে বেচা হচ্ছে।
আদালত প্রাঙ্গনে আসা লোকজন জানান, গত চার সপ্তাহ ধরে কার্টিজ পেপার পাওয়া যাচ্ছে না। আবার কেউ কেউ অভিযোগ করেন, উচ্চমূল্য দিলে ঠিকই পাওয়া যায়।
হবিগঞ্জ পৌর এলাকার উমেদনগর গ্রামের বাসিন্দা সেলিম খান জানান, কার্টিজ পেপার সংকটের কারণে তাকে মামলা-মোকদ্দমা নিয়ে বিড়ম্বনায় পড়তে হচ্ছে। তিনি অভিযোগ করে বলেন, ‘কার্টিজ পেপারের জন্য গেলে ডিলারা বলেন— নেই। তবে অতিরিক্ত টাকা দিলে কার্টিজ পেপার মেলে।’
আজমিরীগঞ্জের আক্তার হোসেন জানান, পাঁচ টাকার কার্টিজ পেপার ৪০ থেকে ৫০ টাকায় কিনতে হয়। তিনি বলেন, ‘প্রশাসন মনিটরিং করলে এ সংকট সৃষ্টি হবে না।’
আদালত পাড়ায় কার্টিজ পেপার সংকট, ১০ গুণ বেশি দামে বিক্রি

আদালতে মামলা করতে আসা সদর উপজেলার খাটকাল গ্রামের ওয়াহিদ মিয়া জানান, ‘আমি মামলা করতে আসলে উকিল সাহেব কার্টিজ পেপার আনতে গেলে সংশ্লিষ্ট ডিলাররা বলেন, কার্টিজ পেপার নেই। তবে অতিরিক্ত টাকার কথা বললে তিনি বলেন, দেখা যাক পাওয়া যায় কিনা। পরে ৫০ টাকা দিয়ে একটি কার্টিজ পেপার কিনতে হয়েছে।’
কার্টিজ পেপার ডিলার আতাউর রহমান জানান, বর্তমানে কার্টিজ পেপার সংকট রয়েছে। তবে বেশি টাকা নেওয়ার কথা অস্বীকার করেন তিনি।
আদালত প্রাঙ্গনে কার্টিজ পেপারের আরেক ডিলার আব্দুস সামাদ বলেন, ‘জেলা প্রশাসনের কর্মকর্তা বলেন, নেই, আসবে। আসলে কার্টিজ পেপার দেওয়া হবে।’
তিনি বলেন, ‘কেউ কেউ কার্টিজ পেপারের অতিরিক্ত দাম রাখেন বলে শুনেছি।’ তবে তিনি বেশি টাকা নেন না বলে দাবি করেন।
হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সফিকুল ইসলাম জানান, দীর্ঘদিন ধরে আদালত পাড়ায় কার্টিজ পেপারের সংকট রয়েছে। তিনি এ সংকটকে কৃত্রিম অভিযোগ করে বলেন, ‘দিন দিন এ সংকট প্রকট আকার ধারণ করছে। এ বিষয়ে জেলা প্রশাসকের কাছে বার বার কার্টিজ পেপার চাওয়ার পরও কোনও ধরনের সমাধান হচ্ছে না। আমরা চাই, শিগগিরই প্রশাসন এ সংকট থেকে আমাদের মুক্তি দেবে।’
হবিগঞ্জের জেলা প্রশাসক মাহমুদুল কবির মুরাদ জানান, সংকট থাকার কারণে উপর মহলকে জানিয়ে ১০০ রিম কার্টিজ পেপার আনা হয়েছে। তা সংশ্লিষ্ট ডিলারদের মধ্যে বিতরণও করা হয়েছে। পরে আরও আসবে বলে জানান তিনি।
জেলা প্রশাসক বলেন, ‘তবে কেউ যদি সংকট সৃষ্টি করে অতিরিক্ত মুনাফা অর্জন করতে চায় তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

 

/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পাহাড় ধসে বাঘাইছড়ির সঙ্গে সারা দেশের যান চলাচল বন্ধ
পাহাড় ধসে বাঘাইছড়ির সঙ্গে সারা দেশের যান চলাচল বন্ধ
যুক্তরাষ্ট্রের ‘নেসা সেন্টার’ প্রতিনিধি দলের ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাস পরিদর্শন
যুক্তরাষ্ট্রের ‘নেসা সেন্টার’ প্রতিনিধি দলের ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাস পরিদর্শন
জাতিসংঘে বাংলাদেশের ‘শান্তির সংস্কৃতি’ রেজুলেশন গৃহীত
জাতিসংঘে বাংলাদেশের ‘শান্তির সংস্কৃতি’ রেজুলেশন গৃহীত
‘তীব্র গরমে’ মারা যাচ্ছে মুরগি, অর্ধেকে নেমেছে ডিম উৎপাদন
‘তীব্র গরমে’ মারা যাচ্ছে মুরগি, অর্ধেকে নেমেছে ডিম উৎপাদন
সর্বাধিক পঠিত
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
শিগগিরই শুরু হচ্ছে উন্মুক্ত কারাগার তৈরির কাজ: স্বরাষ্ট্রমন্ত্রী
শিগগিরই শুরু হচ্ছে উন্মুক্ত কারাগার তৈরির কাজ: স্বরাষ্ট্রমন্ত্রী