X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

সিলেট বিএনপির নেতার বাসা থেকে পুলিশের ওপর হামলার অভিযোগে আটক ৫

সিলেট প্রতিনিধি
১৭ সেপ্টেম্বর ২০১৮, ০৯:৪৮আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০১৮, ০৯:৪৮

সিলেট বিএনপির নেতার বাসা থেকে পুলিশের ওপর হামলার অভিযোগে আটক ৫

সিলেটের সোবহানীঘাট যতরপুর এলাকায় জেলা বিএনপির সভাপতি আবুল কাহের শামীমের বাসার ভেতর থেকে পুলিশের ওপর হামলার অভিযোগ উঠেছে। এসময় পুলিশ বাসা থেকে তল্লাশি চালিয়ে ৫ নেতাকর্মীকে আটক করার পাশাপাশি ৩টি মোটর সাইকেল জব্দ করেছে। সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন এসব তথ্য জানিয়েছেন।

জানা যায়, রবিবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে যতরপুরের মৌবন ২৫ নম্বর বাসায় এই ঘটনা ঘটে। এসময় বাসায় তল্লাশি চালিয়ে পুলিশ ৩টি পাসপোর্ট জব্দ করেছে। পাসপোর্টগুলো হচ্ছে- চৌধুরী ফাহিম, শাকিল আহমদ ও শাকির আহমদের।

সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন বলেন, ‘রবিবার সন্ধ্যার দিকে যতরপুর এলাকায় জেলা বিএনপির সভাপতি আবুল কাহের শামীমের বাসার সামনে ছাত্রদলের নেতাকর্মীরা নাশকতার লক্ষ্যে জড়ো হয়। এমন খবর পেয়ে পুলিশের একটি দল ওই বাসার সামনে গেলেই পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করা হয়। এসময় পুলিশের তিন সদস্য আহত হন। তাদের সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়েছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ১২ রাউন্ড গুলি ছোঁড়ে। এসময় হামলাকারীরা পুলিশের ব্যবহৃত সিএনজি অটোরিকশাও (সিলেট থ ১২-৭১৬৬) ভাঙচুর করেছে। 

এ ব্যাপারে সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের শামীম বলেন, ‘বিএনপির রাজনীতি করি বলেই পুলিশ আমার বাসায় অহেতুক অভিযান চালিয়ে ফাকা গুলি ছোঁড়ে। এসময় পুলিশ আমার বাসায় দেখা করতে আসা কয়েকজনকে আটক করে থানায় নিয়ে যায়। পুলিশ নাটক সাজিয়ে সবকিছু করে যাচ্ছে। পুলিশের ওপর হামলার কোনও ঘটনা ঘটেনি।’ 

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মহামারি মোকাবিলায় প্রধানমন্ত্রীর পাঁচ প্রস্তাব
মহামারি মোকাবিলায় প্রধানমন্ত্রীর পাঁচ প্রস্তাব
ভাইস চেয়ারম্যান প্রার্থীর ভোটের প্রচারণায় সরকারি কর্মচারী
ভাইস চেয়ারম্যান প্রার্থীর ভোটের প্রচারণায় সরকারি কর্মচারী
১৩৯ উপজেলায় ভোট বুধবার, কেন্দ্রে গেলো সরঞ্জাম
১৩৯ উপজেলায় ভোট বুধবার, কেন্দ্রে গেলো সরঞ্জাম
‘প্রমাণ-অপ্রমাণের যাত্রা সুদীর্ঘ, সেখানে জড়িয়ে আছে হাহাকার’
বিচারপ্রার্থীদের প্রসঙ্গে প্রধান বিচারপতি‘প্রমাণ-অপ্রমাণের যাত্রা সুদীর্ঘ, সেখানে জড়িয়ে আছে হাহাকার’
সর্বাধিক পঠিত
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল
আসছে ব্যয় কমানোর বাজেট
আসছে ব্যয় কমানোর বাজেট
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা