X
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

শিক্ষকের মারধরে ছাত্র অজ্ঞান, শিক্ষার্থীদের বিক্ষোভ

বরিশাল প্রতিনিধি
১৯ সেপ্টেম্বর ২০১৮, ২০:১৫আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০১৮, ২০:২১

আহত শিক্ষার্থীকে হাসপাতালে নিয়ে যায় শিক্ষার্থীরা বরিশালের বাবুগঞ্জ সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রনজিৎ কুমার বাড়ৈ এর মারধরে রিয়াজ নামে নবম শ্রেণির ছাত্র অজ্ঞান হয়ে পড়ে বলে অভিযোগ উঠেছে। এই ঘটনার প্রতিবাদে স্কুলের শিক্ষার্থীরা বিক্ষোভ করে ক্লাস বর্জনের ঘোষণা দিয়েছে। ক্লাসের ফাঁকে পানি পান করতে যাওয়ায় রিয়াজকে মারধর করা হয় বলে জানায় অন্য শিক্ষার্থীরা। সহপাঠীরাই রিয়াজকে বরিশাল শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেছে।

আহত ছাত্র রিয়াজ উপজেলার চাঁদপাশা ইউনিয়নের কালিকাপুর গ্রামের মাজেদ বেপারীর ছেলে।   সে বাবুগঞ্জ সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ভোকেশনাল শাখার মেকানিক্যাল বিভাগের নবম শ্রেণিতে পড়ে। রিয়াজ জানায়, বুধবার সকাল সাড়ে ১০টার দিকে ক্লাসের ফাঁকে পানি পান করতে যায় সে। প্রধান শিক্ষক তাকে ক্লাসের বাইরে দেখে উত্তেজিত হয়ে মারধর করেন। এসময় সে অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ে।

এ ঘটনার প্রতিবাদে বিদ্যালয়ের পাঁচ শতাধিক শিক্ষার্থী বিক্ষুব্ধ হয়ে তাৎক্ষণিকভাবে ক্লাস বর্জন করে প্রধান শিক্ষকের বিচারের দাবি জানিয়ে বিক্ষোভ করে। পরে বাবুগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি আক্তার উজ জামান মৃধা মিলনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। শিক্ষার্থী নির্যাতনের সংবাদ ছড়িয়ে পড়লে শিক্ষার্থীদের অভিভাবকরাও বিদ্যালয়ে ছুটে আসেন। পরে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বীথিকা সরকার, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মাসুদ করিম লাভু, ছাত্রলীগের সভাপতি আক্তার উজ জামান মৃধা মিলনের অংশগ্রহণে এক জরুরি বৈঠক হয়। সেখানে প্রধান শিক্ষক চড়-থাপ্পর মারার কথা স্বীকার করে দুঃখ প্রকাশ করেন।

প্রধান শিক্ষক সাংবাদিকদের বলেন, ‘বিদ্যালয়ের দ্বিতীয় তলায় একটি কক্ষে শিক্ষকদের মিটিং চলাকালিন নবম শ্রেণির ভোকেশনাল শাখার মেকানিক্যাল বিভাগের শিক্ষার্থীরা গোলমাল করছিল। এ সময় আমি রিয়াজ বেপারী নামের ছাত্রকে চড়-থাপ্পর মারি। তবে নির্মম নির্যাতনের মতো কোনও ঘটনা ঘটেনি।’

উপজেলা ছাত্রলীগের সভাপতি মিলন বলেন, ‘প্রধান শিক্ষকের হাতে ছাত্র নির্যাতনের খবর পেয়ে দ্রুত বিদ্যালয়ে গিয়ে পরিস্থিতি শান্ত করেছি।’

বাবুগঞ্জ থানার ওসি দিবাকর চন্দ্র দাস বলেন, ‘ছাত্র নির্যাতনের সংবাদ পেয়ে তাৎক্ষণিক বিদ্যালয়ে ছুটে যাই এবং শিক্ষার্থীদের বুঝিয়ে পরিস্থিতি শান্ত করি।’

 

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দিনাজপুরে একসঙ্গে ২০ হাজার কণ্ঠে গীতা পাঠ
দিনাজপুরে একসঙ্গে ২০ হাজার কণ্ঠে গীতা পাঠ
উপজেলা নির্বাচন আগের যে কোনও নির্বাচনের চেয়ে ভালো হবে: ইসি হাবিব
উপজেলা নির্বাচন আগের যে কোনও নির্বাচনের চেয়ে ভালো হবে: ইসি হাবিব
জেসি অনভিজ্ঞ বলেই আপত্তি ছিল মোহামেডান-প্রাইম ব্যাংকের
জেসি অনভিজ্ঞ বলেই আপত্তি ছিল মোহামেডান-প্রাইম ব্যাংকের
যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
সর্বাধিক পঠিত
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
তাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
প্রাক-প্রাথমিক বন্ধই থাকছেতাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই