X
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

ইসলামপুর-দেওয়ানগঞ্জে বন্যার পানি কমছে

জামালপুর প্রতিনিধি
২০ সেপ্টেম্বর ২০১৮, ১৯:২৪আপডেট : ২০ সেপ্টেম্বর ২০১৮, ১৯:৪১

জামালপুর

জামালপুরের ইসলামপুর উপজেলার চার ইউনিয়ন ও দেওয়ানগঞ্জ উপজেলার দুই ইউনিয়নে বন্যার পানি নামতে শুরু করেছে। এতে দুর্গত এলাকার মানুষের মনে স্বস্তি ফিরেছে।

জামালপুর পানি উন্নয়নের বোর্ড (পাউবো) সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় যমুনার পানি বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে ১৯ দশমিক ৫৫ সেন্টিমিটার হ্রাস পেয়ে বিপদসীমানার চার সেন্টিমিটার ওপর দিয়ে প্রভাবিত হচ্ছে।

খোঁজ নিয়ে জানা গেছে, ইসলামপুর উপজেলার দেওয়ানপাড়া, ডেবরা পেইচ, পুর্ব বলিয়াদহ, পশ্চিম বলিয়াদহ, শিংভাঙ্গা, ধর্মকুড়া, চিনাডুলি, বমনা, বড়াইলপাড়া, কুলকান্দিসহ বিভিন্ন এলাকায় বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। তবে এসব এলাকার ফসলি জমি এখনও পানির নিচে তলিয়ে আছে।

 পাউবোর নির্বাহী প্রকৌশলী নব কুমার চৌধুরী বলেন, ‘বন্যা পরিস্থিতির বেশ উন্নতি হয়েছে। আগামী দুয়েক দিনের মধ্যে এ অবস্থার আরও উন্নতি হবে বলে আশা করছি।’

ইসলামপুর উপজেলা কৃষি কর্মকর্তা মো. সাখাওয়াত হোসেন জানান, ইসলামপুর উপজেলাতে ৯ হাজার ১৫ হেক্টর জমিতে আমন চাষ হয়েছে। এর মধ্যে নিম্নাঞ্চলের ফসলি জমিগুলো প্লাবিত হয়েছিল। তবে বর্তমানে পানি নেমে যেতে শুরু করেছে।

ইসলামপুরের চিনাডুলি ইউনিয়নের চেয়ারম্যান আ. ছালাম বলেন, ‘আমার ইউনিয়নের নিন্মাঞ্চল প্লাবিত হয়েছে। ধানসহ বিভিন্ন ফসলের ক্ষতি হয়েছে। তবে  প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত আমরা কোনও ত্রাণ পাইনি।’

ইসলামপুরের থানা নির্বাহী কর্মকর্তাকে (টিএনও) মিজানুর রহমান বলেন, ‘এখনও পর্যন্ত দুর্যোগ পরিস্থিতি সৃষ্টি হয়নি। আমরা ত্রাণসামগ্রী দিতে শুরু করিনি। তবে দুর্যোগ মোকাবিলায় আমরা সর্বদা প্রস্তুত।’

 

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দিনাজপুরে একসঙ্গে ২০ হাজার কণ্ঠে গীতা পাঠ
দিনাজপুরে একসঙ্গে ২০ হাজার কণ্ঠে গীতা পাঠ
জেসি অনভিজ্ঞ বলেই আপত্তি ছিল মোহামেডান-প্রাইম ব্যাংকের
জেসি অনভিজ্ঞ বলেই আপত্তি ছিল মোহামেডান-প্রাইম ব্যাংকের
যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
শেখ জামালের জন্মদিন আজ
শেখ জামালের জন্মদিন আজ
সর্বাধিক পঠিত
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
তাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
প্রাক-প্রাথমিক বন্ধই থাকছেতাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু