X
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

ইন্টারনেট সংযোগ নিয়ে দ্বন্দ্বে রাবিতে শিক্ষার্থীর কক্ষে ছাত্রলীগের ভাঙচুর

রাবি প্রতিনিধি
২২ সেপ্টেম্বর ২০১৮, ১৫:২৪আপডেট : ২২ সেপ্টেম্বর ২০১৮, ১৫:৩৪

রাজশাহী বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ইন্টারনেট সংযোগ নিয়ে দ্বন্দ্বে এক শিক্ষার্থীর কক্ষে ছাত্রলীগের নেতাকর্মীরা ভাঙচুর চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার রাত ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ সোহরাওয়ার্দী হলের ৪১৫ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী শিক্ষার্থীর নাম মো. জীবন জোয়ার্দার। তিনি বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী। জীবন ওই হলের ৪১৫ নম্বর কক্ষের আবাসিক শিক্ষার্থী। অপরদিকে, অভিযুক্ত আরমান কায়সার আবির বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ-সম্পাদক। তিনি আইন বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

হলের আবাসিক শিক্ষার্থীরা জানান, কয়েকদিন আগে নিচতলায় ইন্টারনেটের রাউটার থেকে তার টেনে কক্ষে সরাসরি ওয়াই-ফাই নেন জীবন। এ ঘটনার পর ছাত্রলীগ নেতা আবির শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে জীবনকে তার নিজ কক্ষে ডাকেন। এ সময় জীবনের সঙ্গে আবিরের কথা কাটাকাটি হয়। এর কিছুক্ষণ পর আবিরসহ কয়েকজন জীবনের কক্ষে ভাঙচুর চালায়।

ভুক্তভোগী জীবন বলেন, ‘দীর্ঘদিন থেকে আমাদের ব্লকে ইন্টারনেট সুবিধা নেই। হল কর্তৃপক্ষকে জানিয়েও কোনও লাভ হয়নি। তাই আমি রাউটার থেকে সরাসরি তার দিয়ে সংযোগ নিয়েছি। আমার মতো আরেকজনও এভাবে সংযোগ নিয়েছে। অথচ তাকে কিছু বলা হয়নি।’

জীবন অভিযোগ করেন, ভাঙচুরের পর থেকে তিনি কক্ষে থাকা মোবাইল, ল্যাপটপ ও মানিব্যাগ পাওয়া যাচ্ছে না। এ বিষয়ে হল কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দেবেন বলেও জানান তিনি।

তবে ভাঙচুরের বিষয়টি অস্বীকার করে আবির বলেন, ‘ইন্টারনেট সংযোগের বিষয়ে জীবনের সঙ্গে আমার কথা কাটাকাটি হয়েছিল। পরে আমিসহ কয়েকজন বিষয়টি মীমাংসার জন্য তার কাছে গিয়েছিলাম। তাকে কক্ষে না পেয়ে আমি ফিরে আসি।’

হল প্রাধ্যক্ষ অধ্যাপক এম আনিসুর রহমান বলেন, ‘একজন শিক্ষার্থী আরেকজন শিক্ষার্থীর কক্ষ ভাঙচুর করবে, সেটা কোনোভাবেই কাম্য নয়। আগামীকাল হলের নতুন প্রাধ্যক্ষ যোগদান করবেন। আমি হলের দায়িত্বে থাকা অন্যান্য শিক্ষকদের নিয়ে নতুন প্রাধ্যক্ষের সঙ্গে এ বিষয়ে কথা বলে ব্যবস্থা নেবো।’

 

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গাজায় ইসরায়েলি আগ্রাসন একমাত্র যুক্তরাষ্ট্রই বন্ধ করতে পারে: আব্বাস
গাজায় ইসরায়েলি আগ্রাসন একমাত্র যুক্তরাষ্ট্রই বন্ধ করতে পারে: আব্বাস
টেন মিনিট স্কুলে বিকাশ পেমেন্টে ক্যাশব্যাক
টেন মিনিট স্কুলে বিকাশ পেমেন্টে ক্যাশব্যাক
চিকিৎসকের ওপর হামলা ও রোগীর প্রতি অবহেলা সহ্য করা হবে না
স্বাস্থ্যমন্ত্রীর হুঁশিয়ারিচিকিৎসকের ওপর হামলা ও রোগীর প্রতি অবহেলা সহ্য করা হবে না
নিখোঁজের দুই দিন পর মেঘনায় মিললো যুবকের মরদেহ
নিখোঁজের দুই দিন পর মেঘনায় মিললো যুবকের মরদেহ
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
মিয়ানমারে গিয়ে সেনা ট্রেনিং নিলেন ২ রোহিঙ্গা, বাংলাদেশে ঢুকলেন বুলেট নিয়ে
মিয়ানমারে গিয়ে সেনা ট্রেনিং নিলেন ২ রোহিঙ্গা, বাংলাদেশে ঢুকলেন বুলেট নিয়ে