X
সোমবার, ০৬ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

বিএনপি-জামায়াত গোলযোগ করলে হাত-পা ভেঙে দেবেন: নানক

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
২৫ সেপ্টেম্বর ২০১৮, ১৬:৫০আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০১৮, ১৭:৫৮

চাঁপাইনবাবগঞ্জে জাহাঙ্গীর কবির নানক আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক বিএনপি-জামায়াতের অতীতের কর্মকাণ্ড তুলে ধরে বলেছেন, ‘ওরা গণতন্ত্রের শত্রু, মানবতার শত্রু, ধর্মের শত্রু, কৃষক ও শ্রমিকের শত্রু। তাই আগামী নির্বাচনে কোনও অশুভ শক্তি বিএনপি-জামায়াতকে সমর্থন দেওয়ার নামে কোনও নৈরাজ্য করলে তা মোকাবিলার জন্য প্রস্তুত থাকতে হবে। এমনকি তারা কোনও অরাজকতা করলে, গোলযোগ করলে হাত-পা ভেঙে দেবেন।’

মঙ্গলবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ জেলা ও পৌর আওয়ামী লীগ আয়োজিত টেকসই গণতন্ত্র ও উন্নয়ন শীর্ষক তৃণমূল কর্মী সম্মেলনে তিনি এসব কথা বলেন। নানক বলেন, ‘গত ৯ বছর ৯ মাসে কোনও আন্দোলন করতে পারেনি বিএনপি। আর জামানত বাজেয়াপ্ত কামাল (ড. কামাল হোসেন), মান্না (মাহমুদুর রহমান মান্না) ও জাফরুলরা (ডা. জাফরুল্লাহ) আজ এক হয়েছেন যাতে আগামীতে দেশে কোনও নির্বাচন না হয়, আওয়ামী লীগ যাতে ক্ষমতায় যেতে না পারে। ঐক্যের নামে আবারও কিছু মুখচেনা অশুভ শক্তি মাঠে নামার চেষ্টা করছে। তারা আন্দোলনে পরাজিত হয়, নির্বাচনের মাঠে পরাজিত হয়। তাদের জামানত বাজেয়াপ্ত হয়। এরা সবসময় মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে ভয় পায়। এদের পেছনে কারা আছে তা আমরা জানি।’

নেতাকর্মীদের উদ্দেশে আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘যারা সৎ ও যোগ্য ব্যক্তি তাদেরই নির্বাচনে মনোনয়ন দেবে দল। তাই সব বিভেদ ভুলে ঐক্যবদ্ধ থেকে নৌকার বিজয় নিশ্চিতে কাজ করতে হবে।’

চাঁপাইনবাবগঞ্জে জাহাঙ্গীর কবির নানক

চাঁপাইনবাবগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি শরিফুল ইসলামের ইসলামের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক  খালিদ মাহমুদ চৌধুরী, কেন্দ্রীয় কমিটির সদস্য নুরুল ইসলাম ঠান্ডু, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিয়াউর রহমান, সাধারণ সম্পাদক আব্দুল ওদুদ এমপি, সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী ব্রিগেডিয়ার (অব.) এনামুল হক ও জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুলতানা রাজিয়াসহ বিভিন্ন স্তরের নেতারা।

আগামী নির্বাচনে নৌকায় ভোট চেয়ে রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ‘বাংলাদেশে আওয়ামী লীগই ইসলামকে সুসংহত করেছে। কওমি মাদ্রাসার ছাত্ররা তাদের সার্টিফিকেটের কোনও মূল্য পাচ্ছিল না। সেখানে আওয়ামী লীগ সরকারই সংসদে কওমি মাদ্রাসার স্বীকৃতি দিয়ে বিল পাস করেছে, যা যুগান্তকারী। শুধু তাই নয়, সারা দেশের প্রতিটি উপজেলায় একটি করে মডেল মসজিদ নির্মাণের উদ্যোগ নিয়েছে। অথচ বিএনপি নেতারা এই মসজিদ নির্মাণের বিরোধিতা করে আসছে।’

তিনি আরও বলেন, ‘ডিজিটাল বাংলাদেশ গড়ার ঘোষণায়  বিএনপি নেতারা টিটকারি মারছিল। এখন দেশে ডিজিটাল সুবিধা বাস্তবায়ন হওয়ায় তাদের মুখে চুনকালি পড়েছে।’

 

 

/এফএস/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
ন্যাশনাল ব্যাংকে নতুন পরিচালনা পর্ষদ গঠন, নিয়োগ পেলেন ১০ জন 
ন্যাশনাল ব্যাংকে নতুন পরিচালনা পর্ষদ গঠন, নিয়োগ পেলেন ১০ জন 
স্বস্তির জয়ে শিরোপার লড়াইয়ে ফিরলো লিভারপুল
স্বস্তির জয়ে শিরোপার লড়াইয়ে ফিরলো লিভারপুল
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
সব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী
জিজ্ঞাসাবাদ শেষে ডিবি হারুনসব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী