X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

দিনাজপুরের ১৯শ’ চালকল বন্ধ

দিনাজপুর প্রতিনিধি
১৭ অক্টোবর ২০১৮, ১৯:৫১আপডেট : ১৭ অক্টোবর ২০১৮, ১৯:৫৮

দিনাজপুরে চাল কল মালিকদের সংবাদ সম্মেলন ব্যাংক ঋণ ও বিদেশ থেকে চাল আমদানির কারণে দিনাজপুরের প্রায় ১৯ শ’ চালকল বন্ধ হয়ে গেছে বলে জানিয়েছে জেলা চালকল মালিক গ্রুপ। জেলার ৭৫ শতাংশ চালকলই বন্ধ হয়ে গেছে বলে জানান তারা। সব ব্যাংক ঋণের সুদের হার সিঙ্গেল ডিজিটে নির্ধারণ ও চালের আমদানি বন্ধের দাবিতে সংবাদ সম্মেলন দিনাজপুর চাল কল মালিক গ্রুপ এই তথ্য জানায়।

বুধবার সকাল সাড়ে ১১ টার দিকে জেলা চাল কল মালিক গ্রুপের কার্যালয়ে এই সংবাদ সম্মেলন হয়। সেখানে সংগঠনের সাধারণ সম্পাদক সুজাউর রব চৌধুরী লিখিত বক্তব্যে বলেন, ‘জেলায় ২ হাজার ৫১৬টি চালকল রয়েছে। এসব চালকল বেশিরভাগই ব্যাংক ঋণের ওপর নির্ভরশীল। সরকারি ব্যাংকের সুদের হার ৯ শতাংশ বাস্তবায়ন করলেও বেসরকারি ব্যাংকের ঋণ সুদের হার সিঙ্গেল ডিজিটে নির্ধারণ করেনি। এছাড়া ২০১৭ সালে প্রাকৃতিক দুর্যোগের কারণে বিপুল পরিমাণ চাল আমদানি করা হয়। যাতে করে চালের মজুত গড়ে উঠেছে এবং বাজারে চালের মূল্য হ্রাস পাচ্ছে। যাতে চালকল মালিকরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। ইতোমধ্যেই প্রায় ৭৫ শতাংশ চালকল বন্ধ হয়ে গেছে। সংখ্যার ভিত্তিতে এর পরিমাণ প্রায় ১৯শ’। তাই ব্যাংক ঋণের সুদের হার সিঙ্গেল ডিজিটে নির্ধারণ ও চালের আমদানি বন্ধ করার দাবি জানান তারা।

চাল কল মালিকরা জানান, মিলগুলো বন্ধ হয়ে যাওয়ায় এর সঙ্গে জড়িত এই অঞ্চলের হাজার হাজার নারী-পুরুষ শ্রমিক-কর্মচারীর জীবিকা নির্বাহের পথ বন্ধ হয়ে গেছে। প্রতিটি মিলে ৮০ থেকে ১৫০ জন শ্রমিক-কর্মচারী নিয়োজিত থাকে বলে এসময় জানানো হয়।

সংবাদ সম্মেলনে বলা হয়, দেশের সরকারি খাদ্য গুদামসহ, ধানচালের ব্যবসায়ী ও কৃষকদের কাছে ব্যাপক পরিমাণ ধান-চালের মজুত গড়ে উঠেছে। এ মজুতের কারণে প্রতিনিয়ত ধানচালের বাজার মূল্য হ্রাস পাচ্ছে। এ অবস্থা চলতে থাকলে কৃষক তার উৎপাদিত ধানের ন্যায্য মূল্য প্রাপ্তিতে বঞ্চিত হবে। একইসঙ্গে কৃষিভিত্তিক এই শিল্প চালকলগুলো ব্যবসায়ীক ও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবে।

এ সময় বক্তব্য রাখেন সংগঠনটির সভাপতি মোসাদ্দেক হুসেন, রেজা হুমায়ুন ফারুক চৌধুরী শামীম প্রমুখ। পরে চালকল মালিকরা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করেন।

 

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বৃষ্টি তুই বড় অপরাধীরে...
বৃষ্টি তুই বড় অপরাধীরে...
ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে হেটমায়ার, শামার
ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে হেটমায়ার, শামার
আগুনে পুড়ে ছাই ১০০ বিঘা জমির পানের বরজ
আগুনে পুড়ে ছাই ১০০ বিঘা জমির পানের বরজ
শর্টকাটে বড়লোক হতে গিয়ে
শর্টকাটে বড়লোক হতে গিয়ে
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?