X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

বরিশালে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

বরিশাল প্রতিনিধি
১৩ নভেম্বর ২০১৮, ১১:০০আপডেট : ১৩ নভেম্বর ২০১৮, ১১:০৪

বন্দুকযুদ্ধ বরিশালের উজিরপুরে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে রবিউল ইসলাম ওরফে রবিউল আউয়াল রুবু নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত রবিউল  জল্লা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বিশ্বজিৎ হালদার নান্টু হত্যার ভাড়াটিয়া খুনি বলে জানিয়েছে পুলিশ। সোমবার (১২ নভেম্বর)  গভীর রাতে এ ঘটনা ঘটে। উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিশির কুমার পাল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত রবিউল মাদারীপুরের কালকিনির কুকরিরচর এলাকার লাল চানের ছেলে।

ওসি শিশির কুমার পাল জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে রবিউলকে মাদারীপুর বাসস্ট্যান্ড থেকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে রবিউল চেয়ারম্যান নান্টুকে নিজ হাতে পিস্তল দিয়ে গুলি করে হত্যার বিষয়টি  স্বীকার করে। রবিউল জানায় তার অস্ত্রগুলো জল্লা এলাকায় রয়েছে।  ওই রাতেই রবিউলকে সঙ্গে নিয়ে জল্লার উদ্দেশ্যে রওয়ানা হলে রাত আড়াইটায় জল্লার পীরেরপাড়া ফুলতলা এলাকা অতিক্রম করার সময় আগে থেকেই ওৎ পেতে থাকা রবিউলের সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। তারা রবিউলকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালায়। সুযোগ বুঝে রবিউল পালিয়ে যাওয়ার জন্য দৌড় দেয়। তখন আমরা আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালাই। এ সময় গোলাগুলির  শব্দ শুনে এলাকাবাসী এগিয়ে আসলে প্রতিপক্ষরা পালিয়ে যায়। পরবর্তীতে ওই স্থানে তল্লাশি চালিয়ে রবিউলের গুলিবিদ্ধ লাশ এবং রবিউলের সঙ্গীদের ফেলে যাওয়া একটি পিস্তল, তিন রাউন্ড গুলি ও ৩টি রামদা উদ্ধার করে পুলিশ।

তিনি আরও জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান ওসি।

উল্লেখ্য, গত ২১ সেপ্টেম্বর রাতে উজিরপুরের কারফা বাজারে নিজের কাপড়ের দোকানে মুখোশধারী দুর্বৃত্তদের গুলিতে নিহত হন ইউপি চেয়ারম্যান নান্টু। এ ঘটনায় ২২ সেপ্টেম্বর নান্টুর বাবা সুখলাল হালদার বাদি হয়ে আওয়ামী লীগ দলীয় স্থানীয় এমপি’র ব্যক্তিগত সহকারী আবু সাঈদ রাঢ়ি এবং আওয়ামী লীগ ও বিএনপি’র নেতাকর্মীসহ ৩২ জনকে আসামি করে মামলা দায়ের করেন। এ ঘটনায় উজিরপুর ও ঢাকা থেকে ১২ আসামিকে গ্রেফতার এবং নান্টু হত্যা মামলায় ব্যবহৃত অস্ত্র উদ্ধার করেছে পুলিশ।

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হারিয়ে গেছে প্রাণ, নদীর বুকে বুনছে ধান
হারিয়ে গেছে প্রাণ, নদীর বুকে বুনছে ধান
টিভিতে আজকের খেলা (৬ মে, ২০২৪)
টিভিতে আজকের খেলা (৬ মে, ২০২৪)
নারায়ণগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ, আহত ৩
নারায়ণগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ, আহত ৩
সুন্দরবনে আগুন ছড়ানো রুখতে দেওয়া হয়েছে বেরিকেট
সুন্দরবনে আগুন ছড়ানো রুখতে দেওয়া হয়েছে বেরিকেট
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
সব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী
জিজ্ঞাসাবাদ শেষে ডিবি হারুনসব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী