X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে চতুর্থ দিনে মনোনয়নপত্র নিলেন ১২ জন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৪ নভেম্বর ২০১৮, ২১:২৫আপডেট : ১৪ নভেম্বর ২০১৮, ২১:৪৪

চট্টগ্রাম

মনোনয়নপত্র সংগ্রহের চতুর্থ দিন চট্টগ্রামে ১২ জন সম্ভাব্য প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। বুধবার (১৪ নভেম্বর) রিটার্নিং অফিসার (বিভাগীয় কমিশনার) কার্যালয়, জেলা রিটার্নিং অফিসার (জেলা প্রশাসক) এবং উপজেলা রিটার্নিং অফিসার কার্যালয় থেকে এসব মনোনয়নপত্র সংগ্রহ করেন প্রার্থীরা।

জেলা নির্বাচন কর্মকর্তা মুনির হোসাইন খান এ তথ্য নিশ্চিত করেছেন। বুধবার বিএনপির দুই জন, জাতীয় পার্টি একজন, ন্যাপ (মুজাফর) দুই জন, সাম্যবাদী একজন, ইসলামী আন্দোলন বাংলাদেশের দুই জন, ইসলামী ঐক্যজোট একজন, সতন্ত্র থেকে তিন জন মনোনয়নপ্রত্র সংগ্রহ করেন বলে তিনি জানান।

এ নিয়ে গত চার দিনে চট্টগ্রামে ৬৮ জন সম্ভাব্য প্রার্থী ৭১টি মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর আগে মনোনয়নপত্র বিতরণের প্রথম দিন রবিবার ১৫ জন প্রার্থী ১৬টি মনোনয়নপত্র সংগ্রহ করেন। পরের দিন সোমবার (১২ নভেম্বর) ২৩ জন প্রার্থী ২৪টি মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। মঙ্গলবার (১৩ নভেম্বর) ১৭ জন প্রার্থী ১৮টি মনোনয়নপত্র সংগ্রহ করেন। সর্বশেষ বুধবার ১২ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

মুনির হোসাইন খান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মনোনয়নপত্র বিতরণের চতুর্থ দিন বুধবার ১২টি মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।’

জেলা নির্বাচন অফিস জানায়, বুধবার চট্টগ্রাম-১ (মিরসরাই) আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী হিসেবে মোহাম্মদ শামসুদ্দীন, বাংলাদেশ সাম্যবাদী দলের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দিলীপ বডুয়া।

চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপির মির্জা মোহাম্মদ আকবর। চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপির মোশাররফ হোসেন দিপ্তী। চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ইসলামী ঐক্যজোটের মুফতি ফয়াজুল্লাহ ইসলাম। চট্টগ্রাম-৮ (চান্দগাঁও-বোয়ালখালী) আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ন্যাপ (মোজাফর ) আলী  নেওয়াজ।

চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন জাতীয় পার্টির মো. সোলায়মান আলম শেঠ। চট্টগ্রাম-১৩ (অনোয়ারা, কর্ণফুলী) আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের  মোহাম্মদ ইরফানুল হক চৌধুরী। চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ন্যাপ (মুজাফর) আশীষ কুমার শীল, সতন্ত্র প্রার্থী জাকের হোসেন চৌধুরী (বাচ্চু)।

 

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৬ মে, ২০২৪)
টিভিতে আজকের খেলা (৬ মে, ২০২৪)
নারায়ণগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ, আহত ৩
নারায়ণগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ, আহত ৩
সুন্দরবনে আগুন ছড়ানো রুখতে দেওয়া হয়েছে বেরিকেট
সুন্দরবনে আগুন ছড়ানো রুখতে দেওয়া হয়েছে বেরিকেট
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
সব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী
জিজ্ঞাসাবাদ শেষে ডিবি হারুনসব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী