X
সোমবার, ০৬ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

শ্রীপুরে যাতায়াতের রাস্তা বন্ধ করে ২০ পরিবারকে জিম্মির অভিযোগে মামলা

গাজীপুর প্রতিনিধি
১৯ নভেম্বর ২০১৮, ০৯:১৬আপডেট : ১৯ নভেম্বর ২০১৮, ০৯:১৬

শ্রীপুরে যাতায়াতের রাস্তা বন্ধ করে ২০ পরিবারকে জিম্মির অভিযোগে মামলা

গাজীপুরের শ্রীপুর পৌরসভার উজিলাব এলাকায় বাড়িতে যাতায়াতের রাস্তা অবরোধ করে ২০ পরিবারকে প্রতিপক্ষরা জিম্মি করে রেখেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ওই পরিবারের পক্ষ থেকে মৃত হাসমত আলীর ছেলে মোহাম্মদ আমির হোসেন লালন এ ব্যাপারে গাজীপুরের অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেছেন। মামলাটি তদন্ত করার জন্য এবং প্রতিবেদন দাখিলের জন্য শ্রীপুর থানা পুলিশকে দায়িত্ব দিয়েছেন আদালত।

অভিযুক্তরা হলেন ওই এলাকার রজব আলীর ছেলে মোহাম্মদ আমানুল্লাহ বাচ্চু, তার ছেলে মো. রানা মিয়া, আমানুল্লাহ বাচ্চুর স্ত্রী তাসলিমা আক্তার, আমানুল্লাহ বাচ্চুর কন্যা বেবী আক্তার, আহমদ আলীর ছেলে হাসমত আলী, আবুল কাশেমের ছেলে মো. জনি, দুলাল মিয়ার ছেলে মো. মনির হোসেন, জাহাঙ্গীর আলমের ছেলে মো. রনি এবং তাদের কমপক্ষে ৫ জন সহযোগী।

মামলা সূত্রে জানা গেছে, মোহাম্মদ আমির হোসেন লালন দীর্ঘদিন থেকে তার বাবার নিজ সম্পত্তিতে পুকুর খনন করে মাছ চাষসহ বিভিন্ন কৃষি কাজ এবং ব্যবসা-বাণিজ্য করে আসছিলেন। তাদের বাড়িতে যাওয়ার জন্য শ্রীপুর পৌর কর্তৃপক্ষ একটি রাস্তা নির্মাণ করে। ওই রাস্তা দিয়ে আমির হোসেন লালন এবং তার প্রতিবেশীরা যাতায়াত করে থাকেন। কিন্তু জমি সংক্রান্ত বিরোধের জের ধরে অভিযুক্তরা গত ১ সেপ্টেম্বর বাঁশ দিয়ে প্রাচীর তৈরি করে রাস্তাটি বন্ধ করে দেয়। প্রাচীর খুলে ফেলার চেষ্টা করলে অভিযুক্তরা ওই এলাকার লোকজনদের ওপর হামলা,বিভিন্ন ধরনের মামলা দিয়ে হয়রানির হুমকি দিয়ে থাকে।

আমির হোসেন লালনের অভিযোগ, ওই এলাকার কমপক্ষে ২০ পরিবার এখন বন্দি অবস্থায় জীবন যাপন করছে। ওই রাস্তাটি চাঁদার বিনিময়ে খুলে দেওয়া হবে বলে অভিযুক্তরা দাবি করেছেন।

আমির হোসেন লালন অভিযোগ করেন, পুলিশ যখন ঘটনাস্থল তদন্ত করতে যায় তখন অভিযুক্তরা রাস্তা থেকে প্রাচীর সরিয়ে ফেলে। তবে প্রাচীরের প্রতিবন্ধকতা সৃষ্টি করার বিষয়টি ছবি তুলে তদন্ত কর্মকর্তাকে দেওয়া হয়েছে।

এ ব্যাপারে শ্রীপুর থানার তদন্ত কর্মকর্তা পরিদর্শক শেখ সাদী বলেন, এ বিষয়ে আদালতের আদেশে বিষয়টি তদন্ত করা হচ্ছে।

 

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
ন্যাশনাল ব্যাংকে নতুন পরিচালনা পর্ষদ গঠন, নিয়োগ পেলেন ১০ জন 
ন্যাশনাল ব্যাংকে নতুন পরিচালনা পর্ষদ গঠন, নিয়োগ পেলেন ১০ জন 
স্বস্তির জয়ে শিরোপার লড়াইয়ে ফিরলো লিভারপুল
স্বস্তির জয়ে শিরোপার লড়াইয়ে ফিরলো লিভারপুল
ফিলিস্তিনে যুদ্ধাপরাধে দায়ীদের জবাবদিহি চায় ঢাকা
ফিলিস্তিনে যুদ্ধাপরাধে দায়ীদের জবাবদিহি চায় ঢাকা
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
সব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী
জিজ্ঞাসাবাদ শেষে ডিবি হারুনসব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী