X
সোমবার, ২০ মে ২০২৪
৫ জ্যৈষ্ঠ ১৪৩১

স্থানীয়রা বলছে ‘মানসিক ভারসাম্যহীন’, র‌্যাবের দাবি ‘জঙ্গি’

ঝিনাইদহ প্রতিনিধি
২২ নভেম্বর ২০১৮, ০৫:৩৬আপডেট : ২২ নভেম্বর ২০১৮, ০৬:০০

আটক আক্তারুজ্জমান সাগর

 

ঝিনাইদহ সদর উপজেলার গান্না ইউনিয়নের কালুহাটি গ্রামের জঙ্গি আস্তানা থেকে আটক হওয়া যুবক আক্তারুজ্জমান সাগরকে একজন মানসিক ভারসাম্যহীন ব্যক্তি বলে দাবি করেছে পরিবারের সদস্য ও এলাকাবাসী। তবে র‌্যাবের দাবি, সাগর একজন জঙ্গি। জঙ্গি কর্মকাণ্ডে তার সংশ্লিষ্টতা আছে।

বুধবার (২১ অক্টোবর) ভোরে স্থানীয় ওই বাড়িতে অভিযান চালিয়ে কিছু জিহাদী বই পুস্তক ও একটি ডামি (খেলনা) বন্দুক উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

আটক আক্তারুজ্জামান সাগরের পিতা কৃষক শরাফত হোসেন মণ্ডল বলেন, ‘বেশ কয়েকবছর আগে ছেলে পাগল হয়ে যায়। তাকে দীর্ঘদিন ধরে ঝিনাইদহ ও পাবনা মানসিক হাসপাতালের ডাক্তার দেখিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছিল। গত ১৪ দিন আগে তাকে সদর উপজেলার নারকেলবাড়িয়া এলাকার বেলেডাঙ্গা গ্রামের মাসুদ মণ্ডলের মেয়ে শারমিন সুলতানার সঙ্গে বিয়ে দেওয়া হয়েছে।’ এসময় তিনি সাগরের চিকিৎসার বিভিন্ন প্রেসক্রিপশন ও শারীরিক পরীক্ষা নিরীক্ষার কাগজপত্র সাংবাদিকদের দেখান। তার ছেলে আক্তারুজ্জামান সাগর জঙ্গি নয় বলেও তিনি দাবি করেন।

এ ব্যাপারে কৃষক ও দুদু লতা ধানের উদ্ভাবক দুদু মিয়া বলেন, ‘শরাফত হোসেন কালুহাটি গ্রামের নিরীহ কৃষক। তিনি কৃষি কাজ করে জীবিকা নির্বাহ করেন। তার ছেলে আক্তারুজ্জামান সাগর গ্রামের একটি স্কুলে পড়াশুনা করতো। পড়াশুনা করতে করতে সে পাগল হয়ে যায়। পরে তাকে চিকিৎসা করানো হয়। এরপর সে কালুহাটি মাদ্রাসায় হাফেজিয়া পড়াশুনা করতো। বেশ কিছুদিন আগে সে আবার পাগল হয়ে গেলে তাকে পাবনা হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে চিকিৎসা নিয়ে আসার পর তাকে বিয়ে দেওয়া হয়। জঙ্গির সঙ্গে সংশ্লিষ্টতা আছে কিনা তা বলতে পারবো না।’  

স্থানীয়রা জানান, আক্তারুজ্জামান সাগরকে এলাকায় পাগল বলে জানে সবাই। জঙ্গি কিনা তা তারা জানেন না। কিছুদিন আগে সে ছালা (চটের বস্তা) গায়ে ও মাথায় দিয়ে নতুন শ্বশুর বাড়িতে যায়। এর কয়েকদিন আগে সে ঝিনাইদহ শহরে একটি মোটরসাইকেলে ফেলে রেখে চলে আসে।

জানা যায়, জঙ্গি অভিযানের পর আক্তারুজ্জামান সাগরকে যখন র‌্যাব সদস্যরা বের করে নিয়ে আসছিল তখন তার মাথায় টুপি ও পাগড়ি পরা ছিল। সেসময় সে মৃদুভাবে হাসছিল। তার মধ্যে কোনও ভীতি বা অনুসূচনা ছিল না।

এ ব্যাপারে র‌্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্পের উইং কমান্ডার হাসান ইমন আল রাজিব বলেন, ‘আমাদের গোয়েন্দা তৎপরতার মাধ্যমে জানতে পারি, এখানের একটি বাসায় জঙ্গিদের একজন বিশিষ্ট লোক যাওয়া আসা করে। এরপর স্থানটি ঘিরে রেখে বুধবার (২১ নভেম্বর) ভোরে অভিযান শুরু করা হয়। সেখান থেকে আক্তারুজ্জামান সাগর নামের এক যুবককে আটক করা হয়েছে। সে জেএমবি সদস্য এবং পুরানো কর্মী। আমরা তাকে থানায় দেবো। সে যদি মানসিক ভারসাম্যহীন হয়, তাহলে অথোরিটি সেটা দেখবেন।’

তিনি আরও বলেন, ‘হি ইজ কানেক্টেড।’

প্রসঙ্গত, বুধবার (২১ নভেম্বর) ভোর আনুমানিক ৫টার দিকে জঙ্গি আস্তানা সন্দেহে র‌্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্পের সদস্যরা সদর উপজেলার গান্না ইউনিয়নের কালুহাটি গ্রামের শরাফত হোসেন মণ্ডলের একটি বাড়ি ঘিরে রাখে। পরে সেখানে অভিযান চালিয়ে তার ছেলে আক্তারুজ্জামান সাগরকে আটক করে। সেসময় সেখান থেকে বেশি কিছু জিহাদি বই পুস্তক ও একটি ডামি (খেলনা ) বন্দুক উদ্ধার করা হয়।

প্রেস ব্রিফিং করে সকাল সোয়া ৯টার দিকে অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়েছে।  

 

 

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বার্সার রানার্সআপ হওয়ার দিনে ধাক্কা খেলো রিয়াল 
বার্সার রানার্সআপ হওয়ার দিনে ধাক্কা খেলো রিয়াল 
বার্সার রানার্সআপ হওয়ার দিনে ধাক্কা খেলো রিয়াল 
বার্সার রানার্সআপ হওয়ার দিনে ধাক্কা খেলো রিয়াল 
রাইসির হেলিকপ্টার বিধ্বস্ত: মধ্যপ্রাচ্যসহ আঞ্চলিক নেতাদের প্রতিক্রিয়া
রাইসির হেলিকপ্টার বিধ্বস্ত: মধ্যপ্রাচ্যসহ আঞ্চলিক নেতাদের প্রতিক্রিয়া
যদি প্রেসিডেন্ট রাইসি না ফেরেন, কী হবে ইরানে
যদি প্রেসিডেন্ট রাইসি না ফেরেন, কী হবে ইরানে
সর্বাধিক পঠিত
শনিবার ক্লাস চলবে ডাবল শিফটের স্কুলে
শনিবার ক্লাস চলবে ডাবল শিফটের স্কুলে
ভারতীয় পেঁয়াজে রফতানি মূল্য নির্ধারণ, বিপাকে আমদানিকারকরা
ভারতীয় পেঁয়াজে রফতানি মূল্য নির্ধারণ, বিপাকে আমদানিকারকরা
হিমায়িত মাংস আমদানিতে নীতিমালা হচ্ছে
হিমায়িত মাংস আমদানিতে নীতিমালা হচ্ছে
এনবিআর চেয়ারম্যানকে আদালত অবমাননার নোটিশ
এনবিআর চেয়ারম্যানকে আদালত অবমাননার নোটিশ
আগামী ৩ দিন হতে পারে বৃষ্টি, কমবে তাপপ্রবাহ
আগামী ৩ দিন হতে পারে বৃষ্টি, কমবে তাপপ্রবাহ