X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

নির্বাচনি সহিংসতায় আ.লীগ ও যুবলীগের দুই নেতাকে হত্যা

বাংলা ট্রিবিউন ডেস্ক
১২ ডিসেম্বর ২০১৮, ০০:৪৫আপডেট : ১২ ডিসেম্বর ২০১৮, ০০:৫৫


হত্যা

নির্বাচনি প্রচারণার প্রথম দিনেই নোয়াখালী ও ফরিদপুরে যুবলীগ ও আওয়ামী লীগের দুই নেতাকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়েছে। আওয়ামী লীগ নেতা-কর্মীদের দাবি বিএনপি-জামায়াতের কর্মীরা তাদের হত্যা করেছে। তবে বিএনপি নেতাদের দাবি, ব্যক্তিগত বিরোধের কারণে এসব ঘটনা ঘটেছে। এর সঙ্গে দলের কোনও সম্পর্ক নেই।
হত্যার প্রথম ঘটনাটি ঘটে মঙ্গলবার (১১ ডিসেম্বর) বিকালে নোয়াখালী সদর উপজেলার চর শুল্লুকিয়া গ্রামের ইসমাইল নগরে। এখানে ৮ নং এওজবালিয়া ইউনিয়নের দক্ষিণ চর শুল্লুকিয়া গ্রামের ইসমাইল নগরে যুবলীগ সাধারণ সম্পাদক মো. হানিফকে (২৪) কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
স্থানীয়রা মো. হানিফকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক কর্মকর্তা (আরএমও) সৈয়দ মহিউদ্দিন আবদুল আজিম জানান, ‘মো. হানিফকে মৃত অবস্থায় আনা হয় এবং তার চোখে ও মুখে মরিচের গুড়া মাখা ছিল, শরীরে এলোপাতাড়ি কোপের দাগ এবং পায়ে গুলির দাগ ছিল।’
জেলা যুবলীগের আহ্বায়ক ইমন ভট্ট জানান, মো. হানিফ সদর উপজেলার ৮ নং এওজবালিয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ড যুবলীগ সাধারণ সম্পাদক।
এই ঘটনার জন্য আওয়ামী লীগ নেতারা বিএনপি-জামায়াতকর্মীদের দায়ী করেছেন।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং স্থানীয় সংসদ সদস্য ও নোয়াখালী-৫ সংসদ সদস্য পদপ্রার্থী একরামুল করিম চৌধুরী সন্ধ্যা সাড়ে ৬টায় এক সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, ‘আজ মঙ্গলবার সকাল থেকে জামায়াত বিএনপির নেতারা বিভিন্ন স্থানে তাণ্ডব চালিয়েছে। প্রথমে নোয়াখালী-৫ আসনের কবিরহাটে যুবলীগ ও ছাত্রলীগের ওপর হামলা চালিয়ে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিল, ৯নং ওয়ার্ড যুবলীগের সভাপতি ইসমাইলসহ আমাদের দলের নেতাকর্মীদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে আব্দুল জলিল, ইসমাইলসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের অন্তত ১০ নেতাকর্মী আহত হয়েছে। পরে তারা দত্তের হাট বাজার এবং করিমপুরের নির্বাচনি অফিস ভাঙচুর করে। এরপর বিকাল পৌনে ৫টায় ২০০ থেকে ২৫০ জন অতর্কিত মো. হানিফের চোখে-মুখে মরিচের গুড়া মেরে এবং এলোপাতাড়ি কুপিয়ে তার শরীরের ওপর নেচে মৃত্যু নিশ্চিত করে ও পায়ে গুলি করে।’       
সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, ‘লাশ উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’
অন্যদিকে, ফরিদপুর সদর উপজেলার নর্থচ্যানেল ইউনিয়নের গোয়ালডাঙ্গি এলাকায় রাত ৮টার সময় একটি চায়ের দোকানে একাদশ জাতীয় নির্বাচন ও প্রধানমন্ত্রী প্রসঙ্গে কথা কাটাকাটির জের ধরে বিএনপি সমর্থক মজিদ ও আজিজের হামলায় গুরুতর আহত হন স্থানীয় আওয়ামী লীগ নেতা ইউসুফ আল মামুন (৪০)। তাকে প্রথমে কিল ঘুষি ও পরে দোকানের ঝাপের লাঠি দিয়ে বেধড়ক পেটানো হয়। গুরুতর আহত অবস্থায় ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
নিহত ইউসুফ আল মামুন সদর উপজেলার নর্থচ্যানেল ইউনিয়ন আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক ও আওয়ামী লীগের প্রার্থী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেনের কর্মী ছিলেন।
স্থানীয় বাসিন্দা ও ঘটনার প্রত্যক্ষদর্শীরা বাংলা ট্রিবিউনকে জানান, রাত সাড়ে আটটার সময় নর্থ চ্যানেল ইউনিয়নের গোলডাঙ্গী এলাকার একটি চায়ের দোকানে আওয়ামী লীগ নেতা ইউসুফের সঙ্গে স্থানীয় বিএনপি সমর্থক মজিদ ও আজিজের সংসদ নির্বাচন ও প্রধানমন্ত্রী প্রসঙ্গে কথা কাটাকাটি হয়। এ সময় ইউসুফফে তারা প্রথমে কিল-ঘুষি মারে। পরে দোকানের ঝাপের লাঠি দিয়ে আঘাত করলে ইউসুফ মাটিতে পড়ে যান। গুরুতর আহত অবস্থায় ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
এ ঘটনায় স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি লালন ফকির গুরুতর আহত হয়েছেন। তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নর্থচ্যানেল ইউনিয়নের বিএনপির সভাপতি জমিরউদ্দিন হাজি এ বিষয়ে বলেন, ‘নিহত ইউসুফ ও আজিজ দুজনই সমবয়সী। তারা একই সঙ্গে চলাফেরা করে। চা খেতে আওয়ামী লীগ ও বিএনপির নির্বাচনের বিষয় নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে আঘাত করলে মৃত্যুর ঘটনা ঘটে। এটা ব্যক্তিগত বিরোধ, দলীয় রাজনীতির বিষয় নয়। ’
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএফএম নাসিম বাংলা ট্রিবিউনকে বলেন, মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করায় এই ঘটনা ঘটেছে বলে শুনেছি। উদ্ভূত পরিস্থিতিতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে।’

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দুর্যোগপূর্ণ আবহাওয়ায় কলকাতায় নামতেই পারলো না কেকেআরের বিমান!
দুর্যোগপূর্ণ আবহাওয়ায় কলকাতায় নামতেই পারলো না কেকেআরের বিমান!
রাজধানীতে মাদকদ্রব্যসহ একদিনে গ্রেফতার ২৪
রাজধানীতে মাদকদ্রব্যসহ একদিনে গ্রেফতার ২৪
উপজেলা নির্বাচনে প্রথম ধাপে ৪১৮ প্লাটুন বিজিবি মোতায়েন
উপজেলা নির্বাচনে প্রথম ধাপে ৪১৮ প্লাটুন বিজিবি মোতায়েন
দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ ভবন ধস, আটকা পড়েছে অনেকে
দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ ভবন ধস, আটকা পড়েছে অনেকে
সর্বাধিক পঠিত
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
ছাত্রলীগ সহসভাপতি সাদ্দামের বছরে আয় ২২ লাখ, ব্যাংকে ৩২ লাখ, উপহারের স্বর্ণ ৩০ ভরি
হরিরামপুর উপজেলা নির্বাচনছাত্রলীগ সহসভাপতি সাদ্দামের বছরে আয় ২২ লাখ, ব্যাংকে ৩২ লাখ, উপহারের স্বর্ণ ৩০ ভরি