X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৮ বৈশাখ ১৪৩১

সাবেক ছাত্রলীগ নেতা সোহেলকে পরিকল্পিতভাবে হত্যার দাবি পরিবারের

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৯ জানুয়ারি ২০১৯, ০৯:০৬আপডেট : ০৯ জানুয়ারি ২০১৯, ১৪:১৮

 

সংবাদ সম্মেলনে কান্নায় ভেঙে পড়েন নিহত সোহেলের পরিবার পাহাড়তলী বাজারে ‘গণপিটুনিতে’ নিহত সাবেক ছাত্রলীগ নেতা মহিউদ্দিন সোহেলকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে দাবি করেছে তার পরিবার। মঙ্গলবার (৮ জানুয়ারি) বিকালে চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তার ছোট ভাই শাকিরুল ইসলাম শিশির এ দাবি করেন।

সংবাদ সম্মেলনে শিশির বলেন, ‘মহিউদ্দিন সোহেল চাঁদাবাজ কিংবা সন্ত্রাসী ছিলেন না। তার পারিবারিক ঐতিহ্য আছে। তার সাংগঠনিক ভিত্তি ছিল। তিনি বাংলাদেশ রেলওয়ের একজন প্রথম শ্রেণির ঠিকাদার ছিলেন। পাহাড়তলী বাজার ও আশপাশের এলাকাকে মাদকমুক্ত করার ঘোষণা দেওয়ায় আমার ভাইকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।’

এর আগে সোমবার (৭ জানুয়ারি) সকালে নগরীর ডবলমুরিং থানাধীন পাহাড়তলী বাজারের পাশে রেললাইন থেকে মহিউদ্দিন সোহেলের মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার পর পুলিশ জানিয়েছিল, চাঁদাবাজির অভিযোগে পাহাড়তলী বাজারের ব্যবসায়ী ও স্থানীয়রা মহিউদ্দিন সোহেলকে গণপিটুনি দিলে তার মৃত্যু হয়।

লিখিত বক্তব্যে শিশির বলেন, ‘স্থানীয় কাউন্সিলর সাবের সওদাগরের কর্তৃত্বে ও সাবেক জামায়াত নেতা, বর্তমানে স্থানীয় জাতীয় পার্টির নেতা ওসমান খানের পৃষ্ঠপোষকতায় রেলওয়ের জায়গায় গড়ে ওঠা অনৈতিক ব্যবসার আখড়া ভেঙে দিয়েছিল সে। এ ঘটনায় স্থানীয় ভূমিদস্যু, মাদক ও অনৈতিক ব্যবসায়ীদেরও রোষানলে পড়ে আমার ভাই। তারাই পরিকল্পিতভাবে তাকে হত্যা করেছে।’

সংবাদ সম্মেলনে শিশির ছাড়াও সোহেলের বাবা আবদুল বারেক, মা ফিরোজা বেগম, দুই বোন রাজিয়া সুলতানা ও নাজনীন সুলতানা, স্ত্রী নিগার সুলতানা ও তার দুই শিশু সন্তান উপস্থিত ছিলেন। তারা সোহেল হত্যার ঘটনায় সুষ্ঠু তদন্তপূর্বক জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

/এসএসএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঘরের মাঠে পিএসজিকে হারিয়ে এগিয়ে থাকলো ডর্টমুন্ড
চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালঘরের মাঠে পিএসজিকে হারিয়ে এগিয়ে থাকলো ডর্টমুন্ড
ইজিবাইক ছিনতাইয়ের সময় স্থানীয়দের পিটুনিতে একজনের মৃত্যু
ইজিবাইক ছিনতাইয়ের সময় স্থানীয়দের পিটুনিতে একজনের মৃত্যু
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শ্রমিকরাও অংশীদার হবে: এমপি কামাল
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শ্রমিকরাও অংশীদার হবে: এমপি কামাল
মোস্তাফিজের শেষ ম্যাচে চেন্নাইয়ের হার
মোস্তাফিজের শেষ ম্যাচে চেন্নাইয়ের হার
সর্বাধিক পঠিত
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
‘মানুষের কত ফ্রেন্ড, কাউকে পাশে পাইলে আমার এমন মৃত্যু হইতো না’
‘মানুষের কত ফ্রেন্ড, কাউকে পাশে পাইলে আমার এমন মৃত্যু হইতো না’
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা