X
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

পদ্মায় যৌথ টহলের সিদ্ধান্ত বিজিবি-বিএসএফের

রাজশাহী প্রতিনিধি
১৮ জানুয়ারি ২০১৯, ১০:২২আপডেট : ১৮ জানুয়ারি ২০১৯, ১০:৩০

রাজশাহীতে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক রাজশাহী সীমান্তে অবৈধ চোরাচালান প্রতিরোধে পদ্মা নদীতে যৌথ টহলের সিদ্ধান্ত নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)। বৃহস্পতিবার দুপুরে রাজশাহীর গোদাগাড়ী সীমান্তে বিজিবি ও বিএসএফের পতাকা বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বিজিবির রাজশাহী সেক্টরের কমান্ডার কর্নেল মুশফিকুর রহমান মাসুম এই তথ্য নিশ্চিত করেছেন। 

বিজিবির ১ নং ব্যাটালিয়নের সাহেবনগর সীমান্ত ফাঁড়ি সংলগ্ন চর আষাড়িয়াদহ উচ্চ বিদ্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সীমান্ত রেখায় হত্যা, মাদক, চোরাচালান, মানবপাচারসহ বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা হয়। এসব নিয়ন্ত্রণে পদ্মায় যৌথ টহলের সিদ্ধান্ত নেয় দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী। তবে কবে থেকে এই টহল শুরু হবে তার সুনির্দিষ্ট দিনক্ষণ ঠিক হয়নি। রাজশাহীতে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক

বিজিবির পক্ষ থেকে জানানো হয়, বৈঠকে বিজিবি জানায়- গেল দুই বছরে সীমান্তে অস্ত্র ও চোরাচালান বেড়েছে। গত দুই মাসে পাঁচজন বাংলাদেশি নাগরিক সীমান্তে নিহত হয়েছেন। এছাড়া নতুন করে রাজশাহী অঞ্চলের বিভিন্ন সীমান্ত এলাকা দিয়ে ইয়াবা আসা শুরু হয়েছে। চলতি মাসে ভারতীয় অস্ত্র পাচারকারীরা বিজিবিকে লক্ষ্য করে গুলিও ছুঁড়েছে। তাই সীমান্ত অপরাধ দমনে দুই বাহিনীই আন্তরিকভাবে কাজ করার সিদ্ধান্ত নেয়।

বৈঠকে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন, বাহিনীর রাজশাহী সেক্টরের কমান্ডার কর্নেল মুশফিকুর রহমান মাসুম। আর বিএসএফের পক্ষে নেতৃত্ব দেন বহরমপুর সেক্টরের ডিআইজি কুনাল মজুমদার। দ্বিপক্ষীয় ওই বৈঠকে বিজিবির ১ ব্যাটালিয়নের কমান্ডার লেফট্যানেন্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলামসহ ২০ সদস্যের প্রতিনিধি দল ছিলেন। বিএসএফের পক্ষেও ছিলেন ২০ সদস্যের প্রতিনিধি দল।

 

 

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দিনাজপুরে একসঙ্গে ২০ হাজার কণ্ঠে গীতা পাঠ
দিনাজপুরে একসঙ্গে ২০ হাজার কণ্ঠে গীতা পাঠ
জেসি অনভিজ্ঞ বলেই আপত্তি ছিল মোহামেডান-প্রাইম ব্যাংকের
জেসি অনভিজ্ঞ বলেই আপত্তি ছিল মোহামেডান-প্রাইম ব্যাংকের
যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
শেখ জামালের জন্মদিন আজ
শেখ জামালের জন্মদিন আজ
সর্বাধিক পঠিত
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
তাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
প্রাক-প্রাথমিক বন্ধই থাকছেতাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই