X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৮ বৈশাখ ১৪৩১

নন্দীগ্রামে উপজেলা চেয়ারম্যান প্রার্থী যুবদল নেতা কারাগারে

বগুড়া প্রতিনিধি
১৪ ফেব্রুয়ারি ২০১৯, ২১:০৬আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০১৯, ২১:১১

আলেকজান্ডারকে আটক করে কারাগারে পাঠানো হচ্ছে বগুড়ার নন্দীগ্রাম উপজেলা যুবদলের আহ্বায়ক ও উপজেলা চেয়ারম্যান প্রার্থী মো. আলেকজান্ডারকে কারাগারে পাঠিয়েছেন আদালত। গত জাতীয় সংসদ নির্বাচনের আগে একটি নাশকতার মামলায় তিনি হাইকোর্ট থেকে জামিনে ছিলেন। বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) বগুড়ার দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে স্থায়ী জামিন প্রার্থনা করলে বিচারক তা না-মঞ্জুর করেন।

আলেকজান্ডার নন্দীগ্রাম উপজেলা যুবদলের আহ্বায়ক। তিনি পূর্বপাড়া গ্রামের মৃত নিজাম উদ্দিনের ছেলে। গত ৩০ ডিসেম্বরে জাতীয় সংসদ নির্বাচনের আগে মোটরসাইকেল পোড়ানোর অভিযোগে নাশকতার মামলায় তাকে আসামি করা হয়। পরে তার আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট চার সপ্তাহের জামিন মঞ্জুর করেন। আগামী ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত তার জামিনের মেয়াদ ছিল। আলেকজান্ডার আগামী ১৮ মার্চ অনুষ্ঠিতব্য নন্দীগ্রাম উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়নপত্র সংগ্রহ করেন। তিনি বৃহস্পতিবার বগুড়ার দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে স্থায়ী জামিন প্রার্থনা করেন। বিচারক শুনানি শেষে তার জামিন না-মঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।

এ প্রসঙ্গে নন্দীগ্রাম উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবদুল মজিদ জানান, তার সংগঠনের আহ্বায়ক আলেকজান্ডারকে মিথ্যা নাশকতার মামলার আসামি করা হয়েছিল। তিনি বিএনপির মৌন সমর্থনে উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। আলেকজান্ডার জেলে থাকলেও তার পক্ষে আগামী ১৮ মার্চ মনোনয়নপত্র জমা দেওয়া হবে।

মজিদ দাবি করেন, আলেকজান্ডার উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হবেন বলেই তার বিরুদ্ধে কয়েকটি মিথ্যা মামলা দেওয়া হয়েছে। নন্দীগ্রাম থানার ওসি নাসির উদ্দিন জানান, যুবদল নেতা আলেকজান্ডারের বিরুদ্ধে নাশকতার ৪-৫টি মামলা রয়েছে। সন্ধ্যায় তাকে বগুড়া জেল হাজতে পাঠানো হয়েছে। 

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঘরের মাঠে পিএসজিকে হারিয়ে এগিয়ে থাকলো ডর্টমুন্ড
চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালঘরের মাঠে পিএসজিকে হারিয়ে এগিয়ে থাকলো ডর্টমুন্ড
ইজিবাইক ছিনতাইয়ের সময় স্থানীয়দের পিটুনিতে একজনের মৃত্যু
ইজিবাইক ছিনতাইয়ের সময় স্থানীয়দের পিটুনিতে একজনের মৃত্যু
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শ্রমিকরাও অংশীদার হবে: এমপি কামাল
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শ্রমিকরাও অংশীদার হবে: এমপি কামাল
মোস্তাফিজের শেষ ম্যাচে চেন্নাইয়ের হার
মোস্তাফিজের শেষ ম্যাচে চেন্নাইয়ের হার
সর্বাধিক পঠিত
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!