X
বুধবার, ০১ মে ২০২৪
১৮ বৈশাখ ১৪৩১

রাকসু সভাপতির ক্ষমতা হ্রাসের দাবি বিপ্লবী ছাত্র মৈত্রীর

রাবি প্রতিনিধি
১৮ ফেব্রুয়ারি ২০১৯, ০৯:৫০আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০১৯, ০৯:৫৭

বিপ্লবী ছাত্র মৈত্রীর সঙ্গে রাবি কর্তৃপক্শের সংলাপ রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সভাপতির (উপাচার্য) ক্ষমতা হ্রাসসহ ১০ দফা দাবি জানিয়েছে রাবি বিপ্লবী ছাত্র মৈত্রীর নেতাকর্মীরা। রবিবার বিকালে রাকসু সংলাপ কমিটির সঙ্গে অনুষ্ঠিত আলোচনায় এ দাবি জানান। একই সঙ্গে তারা রাকসুর গঠনতন্ত্রের কয়েকটি অনুচ্ছেদ সংশোধনের প্রস্তাব জানান।

বিপ্লবী ছাত্র মৈত্রীর দাবিগুলো হলো-ভোটকেন্দ্র একাডেমিক ভবনসমূহে স্থাপন, নির্বাচনের লক্ষ্যে দ্রুত ভোটার তালিকা হালনাগাদ, নির্বাচনের আচরণবিধি ও তফসিল ঘোষণা, তফসিলের আগেই রাকসু ও হল সংসদ নিয়মিত ফি প্রদানকারী শিক্ষার্থীদের ভোটার ও প্রার্থী হওয়ার অধিকার নিশ্চিত করা, পরিবেশ পরিষদ গঠন, ক্যাম্পাস ও হলগুলোতে সহাবস্থান নিশ্চিত, রাকসু গঠনতন্ত্র বাংলা ও ইংরেজিতে প্রস্তুত করে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে অবমুক্ত করা, নির্বাচন উপলক্ষে ক্রিয়াশীল সব ছাত্র সংগঠনের পরামর্শক্রমে শিক্ষকদের মধ্যে থেকে নিরপেক্ষ পাঁচ সদস্য বিশিষ্ট একটি নির্বাচন কমিশন গঠন করা, রাকসু সম্পর্কে সচেতনতার লক্ষ্যে সভা সেমিনারের আয়োজন করা এবং সাংবাদিক, সাধারণ শিক্ষার্থী ও রাজনৈতিক নেতার সমন্বয়ে পর্যবেক্ষক কমিটি গঠন।

একই সঙ্গে রাকসুকে আরও গতিশীল করার লক্ষ্যে রাকসুর গঠনতন্ত্রকে সংশোধনের প্রস্তাব করে ছাত্রমৈত্রীর নেতারা। এর মধ্যে রয়েছে- রাকসুর ২ নম্বর ধারায় বর্ণিত লক্ষ্য-উদ্দেশে শিক্ষার্থীদের অধিকার, গণতান্ত্রিক মূল্যবোধ এবং রাজনৈতিক বিকাশ সম্পর্কিত ধারা যুক্ত করতে হবে। ধারা- ৬ এ বর্ণিত বিভিন্ন পদের নাম পরিবর্তনের পাশাপাশি পরিবেশ বিষয়ক সম্পাদক, শিক্ষা ও গবেষণা সম্পাদক, আদিবাসী ছাত্রকল্যাণ সম্পাদক, মুক্তিযুদ্ধ সম্পাদক, আন্তর্জাতিক সম্পাদক এবং বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক যুক্ত করতে হবে।

রাবি বিপ্লবী ছাত্র মৈত্রীর সভাপতি ফিদেল মনির বলেন, ‘বর্তমান গঠনতন্ত্র অনুযায়ী রাকসুর সভাপতি (উপাচার্য) একক ক্ষমতার অধিকারী। তিনি চাইলে যখন খুশি রাকসু কমিটি স্থগিত বা বাতিল করতে পারেন। এ জন্য আমরা কার্যনির্বাহী কমিটির সঙ্গে সভাপতির ক্ষমতার ভারসাম্য চাই।’

তিনি আরও বলেন, ‘রাকসুর গঠনতন্ত্র ১৯৬০’র দশকে রচনা হয়েছিল। বর্তমানে গঠনতন্ত্রকে যুগোপযোগী করতে সংশোধন ও সংযোজন দরকার। যা নির্বাচনে গণতান্ত্রিক পরিবেশ, শিক্ষার্থীদের ভোটাধিকার নিশ্চিত ও কার্যকর ছাত্র সংসদ গঠনে ভূমিকা রাখবে বলে আমি মনে করি।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মো. লুৎফর রহমান বলেন, ‘বিপ্লবী ছাত্র মৈত্রীর প্রস্তাবনা ও দাবিগুলো যৌক্তিক। বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে পরামর্শ সাপেক্ষে আমরা পদক্ষেপ নেবো।’

সভায় সংলাপ কমিটির আহ্বায়ক প্রক্টর অধ্যাপক মো. লুৎফর রহমান, কমিটির সদস্য সচিব সহকারী প্রক্টর আবু সাঈদ মো. নাজমুল হায়দার, বিপ্লবী ছাত্র মৈত্রীর সভাপতি ফিদেল মনির, সাধারণ সম্পাদক রনজু হাসান, সাংগঠনিক সম্পাদক পৌল  টুডু, সদস্য ফরিদা ইয়াসমিন, সুমন হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, রাকসু নির্বাচন নিয়ে সংলাপে বসার জন্য ক্যাম্পাসের ক্রিয়াশীল ও নিবন্ধিত ১০টি সংগঠন তাদের গঠনতন্ত্র জমা দেয়। এরই ধারাবাহিকতায় ছাত্র ফেডারেশনের সঙ্গে আলোচনার মধ্য দিয়ে সংলাপ শুরু হলো। আগামী ২২ ফেব্রুয়ারি বঙ্গবন্ধু প্রজন্মলীগ রাবি শখার নেতাকর্মীদের সঙ্গে সংলাপ অনুষ্ঠিত হবে।

 

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বঙ্গবন্ধু শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠা করেছেন: এমপি কাজী নাবিল
বঙ্গবন্ধু শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠা করেছেন: এমপি কাজী নাবিল
ত্যাগের মহিমায় স্বামী বিবেকানন্দ মানবসেবা করে গেছেন: মেয়র তাপস
ত্যাগের মহিমায় স্বামী বিবেকানন্দ মানবসেবা করে গেছেন: মেয়র তাপস
জাকের পার্টির ‘বিশ্ব ইসলামি সম্মেলন’ অনুষ্ঠিত
জাকের পার্টির ‘বিশ্ব ইসলামি সম্মেলন’ অনুষ্ঠিত
গাজায় ইউক্রেনের চেয়েও বেশি ধ্বংসস্তূপ রয়েছে: জাতিসংঘ
গাজায় ইউক্রেনের চেয়েও বেশি ধ্বংসস্তূপ রয়েছে: জাতিসংঘ
সর্বাধিক পঠিত
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
‘মানুষের কত ফ্রেন্ড, কাউকে পাশে পাইলে আমার এমন মৃত্যু হইতো না’
‘মানুষের কত ফ্রেন্ড, কাউকে পাশে পাইলে আমার এমন মৃত্যু হইতো না’
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা