X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

এফআরসিএস করতে মোজাম্মেল গিয়েছিলেন নিউ জিল্যান্ডে

ইব্রাহিম রনি, চাঁদপুর
১৭ মার্চ ২০১৯, ১৯:০৬আপডেট : ১৭ মার্চ ২০১৯, ২০:১৬

 

চাঁদপুরের মোজাম্মেল হক সেলিম মিয়াজি। নিউ জিল্যান্ডের ক্রাইস্টচার্চের মসজিদে গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে মৃত্যু হয়েছে তার।



চার বছর আগে স্টুডেন্ট ভিসায় নিউ জিল্যান্ডে যান ক্রাইস্টচার্চ হামলায় নিহত চাঁদপুরের মেধাবী ছাত্র মোজাম্মেল হক সেলিম মিয়াজি (৩০)। তিনি মতলব দক্ষিণ উপজেলার খাদেরগাঁও ইউনিয়নের হুরমহিষা গ্রামের মৃত হাবিবুর রহমান ও জামেনা বেগমের ছেলে। ক্রাইস্টচার্চ মসজিদে হত্যাযজ্ঞের প্রথম দিকে তিনি নিখোঁজ থাকলেও পরবর্তীতে সেখানের হাসপাতাল কর্তৃপক্ষ ও পরিচিতরা তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
প্রিয় মানুষটিকে হারিয়ে শোকে কাতর স্বজনরা। তার স্বজনরা জানান, ঢাকার একটি মেডিক্যাল কলেজ থেকে ডেন্টাল বিষয়ে পড়াশোনা শেষ করে উচ্চতর ডিগ্রি অর্জনের জন্য দেড় বছর আগে নিউ জিল্যান্ডে যান মোজাম্মেল হক। তার এফআরসিএস কোর্স শেষ পর্যায়ে ছিল। তিন ভাইয়ের মধ্যে তিনি সবার ছোট।

খাদেরগাঁও ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ মনজুর হোসেন জানান, ‘হামলাকারীর গুলিতে মোজাম্মেল আহত হয়েছিলেন। হত্যাযজ্ঞের পর ক্রাইস্টচার্চ এলাকার লোকজন তাকে হাসপাতালে নিয়ে যায়। প্রথম পর্যায়ে তাকে নিখোঁজ তালিকায় রাখা হয়েছিল। পরবর্তীতে তিনি যখন মারা যান তখন হাসপাতাল কর্তৃপক্ষ ব্রিফ করে বিষয়টি নিশ্চিত করে।’


মতলবের ছাত্রলীগ নেতা রিয়াদুল আলম রিয়াদ জানান, ক্রাইস্টচার্চ হামলায় নিহত মেধাবী ছাত্র মোজাম্মেল মার্কস ডেন্টাল কলেজ থেকে বিএসসি ইন ডেন্টিস্ট সম্পন্ন করে উচ্চশিক্ষার জন্য নিউজিল্যান্ডে যান। সেখানে পড়াশুনার পাশাপাশি একটি কোম্পানিতে চাকরি করতেন। হামলার ঘটনার কথা টেলিভিশনে জানার পরে মোজাম্মেল ওই মসজিদে জুমার নামাজ পড়তে গিয়েছিলেন কিনা তা জানার চেষ্টা করেন তার স্বজনরা। তবে তাৎক্ষণিক তার তথ্য পাওয়া যায়নি। তবে তিনি গুলিবিদ্ধ হয়েছেন সেই তথ্য পরে নিশ্চিত হওয়া যায়। এরপর সরকারের বিভিন্ন কর্মকর্তার সঙ্গে তার স্বজনরা যোগাযোগ শুরু করেন। তিনি জানান, ইতোমধ্যে মতলব থানার ওসি, ইউএনও এবং আওয়ামী লীগ নেতারা নিহতের পরিবারের খোঁজখবর নিয়েছেন।



নিহত ডা. মোজাম্মেল হোসেন সেলিমের মেঝ ভাই মো. শাহাদাত হোসেন মিয়াজী জানান, গত শুক্রবার তার সহপাঠীরা আমাকে মুঠোফোনে ঘটনাটি জানিয়েছেন। সাড়ে ৩ বছর আগে উচ্চশিক্ষার জন্য ঋণ করে আমার ছোট ভাই মোজাম্মেল হোসেন সেলিমকে নিউজিল্যান্ডে পাঠিয়েছি। সে ২০১৫ সালে ঢাকা মিরপুর মার্কস মেডিক্যাল থেকে ডেন্টালে পড়াশুনা শেষ করে। পরে তাকে নিউ জিল্যান্ডে পাঠাই। সে নারায়ণপুর পপুলার উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাস করে। প্রতি শুক্রবারই আমার সঙ্গে ও মায়ের সঙ্গে মোবাইল ফোনে কথা বলতো মোজাম্মেল।
মো. শাহাদাত হোসেন মিয়াজী বলেন, ‘ ভাইয়ের এফআরসিএস প্রায় শেষ পর্যায়ে ছিল। তার আশা ছিল, আরও পড়াশুনা করবে। ভালো চাকরি করবে। নিউ জিল্যান্ড যাওয়ার সময় তার নামে আমরা ব্যাংকে ঋণ করেছিলাম ২০ লাখ টাকা। মনে করেছিলাম, ভাই রোজগার করে পাঠালে তা পরিশোধ করবো। কিন্তু এখন তো ভাইকেই হারিয়ে ফেললাম। ভাইও বলেছিল, পড়াশুনা শেষ হলেই ভালো চাকরি হবে, তখন সব দুঃখ-কষ্ট দূর হয়ে যাবে।’

চাঁদপুরের মোজাম্মেল হক সেলিম মিয়াজি। নিউ জিল্যান্ডের ক্রাইস্টচার্চের মসজিদে গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে মৃত্যু হয়েছে তার।
তিনি বলেন, হামলার আগে গত সোমবার শেষবারের মতো ভাইয়ের সঙ্গে কথা হয়েছিল। আগামী রমজানে মাকে দেখতে দেশে আসবে বলেছিল। তিনি ভাইয়ের মরদেহ ফিরিয়ে আনতে সরকারের সার্বিক সহযোগিতা কামনা করেন।

মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহিদুল ইসলাম বলেন, আমরা বিষয়টি জেনেছি। তার পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী করণীয় সম্পর্কে ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, গত শুক্রবার নিউ জিল্যান্ডের ক্রাইস্টচার্চে জুমার নামাজের সময় এক ব্যক্তি মসজিদে ঢুকে নির্বিচারে গুলি ছুড়ে অনেক মুসল্লিকে হতাহত করে। এরপর পাশের আরেকটি মসজিদে ঢুকে একই কায়দায় গুলি ছুড়ে আরও কিছু মুসল্লিকে হতাহত করে সে। এতে ঘটনাস্থলেই ৪০ মুসল্লি নিহত হন। পরে নিহতের সংখ্যা অর্ধশতে পৌঁছায়। এখনও আহত অনেকে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আরও পড়ুন: 

নিখোঁজ জাকারিয়ার পরিবারে শোকের ছায়া

নিউ জিল্যান্ডে মসজিদে সন্ত্রাসী হামলায় নিহতদের একজন নারায়ণগঞ্জের ওমর ফারুক

পারভীনের লাশ দেশে আনা নিয়ে অনিশ্চয়তা

 

 

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চীনের দক্ষিণাঞ্চলে সড়ক ধসে নিহত ৩৬
চীনের দক্ষিণাঞ্চলে সড়ক ধসে নিহত ৩৬
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা
রাশিয়ার বিরুদ্ধে রাসায়নিক অস্ত্র নিষেধাজ্ঞা লঙ্ঘনের অভিযোগ যুক্তরাষ্ট্রের
রাশিয়ার বিরুদ্ধে রাসায়নিক অস্ত্র নিষেধাজ্ঞা লঙ্ঘনের অভিযোগ যুক্তরাষ্ট্রের
কেনিয়ায় বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ১৮১
কেনিয়ায় বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ১৮১
সর্বাধিক পঠিত
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!