X
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

নড়াইলে সরকারি রাস্তায় বেড়া, অবরুদ্ধ ২৫ পরিবার

নড়াইল প্রতিনিধি
১৮ মার্চ ২০১৯, ১১:০৫আপডেট : ১৮ মার্চ ২০১৯, ১২:১৫

সরকারি রাস্তায় টিনের বেড়া নড়াইলের কালিয়া উপজেলায় অবৈধভাবে বাঁশের বেড়া দিয়ে সরকারি রাস্তা দখল করে নেওয়ার ঘটনা ঘটেছে। এতে অবরুদ্ধ হয়ে পড়েছেন উপজেলার নড়াগাতি থানার পহরডাঙ্গা ইউনিয়নের চাপাইল গ্রামের ২৫টি পরিবারের শতাধিক মানুষ। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। প্রতিকার চেয়ে ভূক্তভোগীদের পক্ষে রায়হান ফারুকী নামে এক ব্যক্তি কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর ও নড়াগাতি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, চাপাইল গ্রামের ২৫টি পরিবারের চলাচলের জন্য একটিমাত্র সরকারি রাস্তা রয়েছে। বৃহস্পতিবার (১৪ মার্চ) বিকালে স্থানীয় টিটুল শেখ, রুস্তম হাওলাদার, রাজিব হাওলাদার এবং তাদের লোকজন বেড়া দিয়ে রাস্তাটি সম্পূর্ণ বন্ধ করে দেয়।  তারা রাস্তাটি বাঁশের বেড়া দিয়ে ঘিরে রেখেছেন এবং সরকারি রাস্তার অধিাকাংশই টিনের বেড়া দিয়ে দখল করে পাকাঘর নির্মাণ করছেন।

নড়াগাতি থানার পহরডাঙ্গা ইউনিয়নের আওতাভূক্ত এই রাস্তায় ২০১৮-১৯ অর্থ বছরে এলজিএসপি-৩ প্রকল্পে ৫৯ হাজার টাকা ব্যয়ে একটি বক্সকালভার্ট ও দুইটি পাইপ কালভার্ট নির্মিত হয়েছে। ইউনিয়ন পরিষদ থকে বহুবার মাটি কেটে রাস্তাটি সংস্কারও করা হয়েছে। প্রকৃতপক্ষে এস.এ ৭১ নম্বর দাগের অংশীদার শফি শেখ ও রুস্তম হাওলাদার ৪ শতাংশ জমির মালিক। কিন্তু তারা জোরপূর্বক সরকারি জমিসহ মোট ১৫ শতাংশ জমি অবৈধভাবে ভোগদখল করছেন। 

এ ব্যাপারে অভিযুক্ত টিটুল শেখ বলেন, ‘গ্রাম্য রেষারেষির কারণে রাস্তা বন্ধ করে দিয়েছি। প্রয়োজনে পরবর্তীতে খুলে দেয়া হবে।’

নড়াগাতি থানার ওসি মো. আলমগীর কবির এ বিষয়ে কোনও মন্তব্য করবেন না বলে জানান।

কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমূল হুদা বলেন, ‘অভিযোগ পেয়েছি। উচ্ছেদের প্রক্রিয়া চলছে।’

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দিনাজপুরে একসঙ্গে ২০ হাজার কণ্ঠে গীতা পাঠ
দিনাজপুরে একসঙ্গে ২০ হাজার কণ্ঠে গীতা পাঠ
জেসি অনভিজ্ঞ বলেই আপত্তি ছিল মোহামেডান-প্রাইম ব্যাংকের
জেসি অনভিজ্ঞ বলেই আপত্তি ছিল মোহামেডান-প্রাইম ব্যাংকের
যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
শেখ জামালের জন্মদিন আজ
শেখ জামালের জন্মদিন আজ
সর্বাধিক পঠিত
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
তাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
প্রাক-প্রাথমিক বন্ধই থাকছেতাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু