X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

বরিশালে টার্মিনালে লঞ্চের ধাক্কায় হতাহত ২

বরিশাল প্রতিনিধি
১৩ এপ্রিল ২০১৯, ১৩:১৮আপডেট : ১৩ এপ্রিল ২০১৯, ১৩:২৭

বরিশাল বরিশালে যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় টার্মিনালে থাকা এক যাত্রী নিহত এবং অপর এক যাত্রী গুরুতর আহত হয়েছে। মেহেন্দীগঞ্জ উপজেলার উলানিয়া ইউনিয়নের কালিগঞ্জ লঞ্চঘাটে ভোলা-ঢাকাগামী তাসরিফ-৩ নামে লঞ্চের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত যাত্রীর নাম জয়নব বেগম (৪৫)। তিনি উপজেলার কালিকাপুর গ্রামের বাদল হাওলাদারের স্ত্রী। গুরুতর আহত যাত্রী সোহাগ উপজেলার পূর্ব সুলতানি গ্রামের কামাল বেপারির ছেলে। আশঙ্কাজনক অবস্থায় তাকে শেরেবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার (১২ এপ্রিল) রাত সাড়ে ১০টায় ঢাকাগামী তাসরিফ-৩ লঞ্চটি দ্রুতগতিতে টার্মিনালে ধাক্কা দেয়। এতে টার্মিনাল দেবে যায়। লঞ্চের মাস্তুলের আঘাতে ঘটনাস্থলেই জয়নব নিহত হন। আশঙ্কাজনক অবস্থায় সোহাগকে হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় ক্ষুব্ধ জনতা লঞ্চে হামলা চালানোর চেষ্টা করলে পুলিশ নিয়ন্ত্রণ করে। এ সময় লঞ্চটিতে দেড় সহস্রাধিক যাত্রী ছিল। পরিস্থিতি শান্ত হলে রাত সাড়ে ১১টায় ওই ঘাট ত্যাগ করে ঢাকার উদ্দেশে রওয়ানা দেয় তাসরিফ লঞ্চটি। শনিবার ভোরে লঞ্চটি ঢাকার সদরঘাট পৌঁছায়।

মেহেন্দীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান বাংলা ট্রিবিউনকে জানান, ঘটনা শোনার সঙ্গে সঙ্গে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। লঞ্চটিতে যাত্রী বোঝাই থাকায় আটকে রাখা সম্ভব হয়নি। তবে ওই লঞ্চ কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা দায়ের হচ্ছে। মামলার পর তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
থেমে থাকা ট্রাকে পিকআপের ধাক্কা, ২ জন নিহত
থেমে থাকা ট্রাকে পিকআপের ধাক্কা, ২ জন নিহত
প্রতিদিন মা হারাচ্ছে ৩৭ ফিলিস্তিনি শিশু
প্রতিদিন মা হারাচ্ছে ৩৭ ফিলিস্তিনি শিশু
সেন্ট জোসেফ স্কুলে তিন দিনব্যাপী লিট ফেস্টিভ্যাল শুরু
সেন্ট জোসেফ স্কুলে তিন দিনব্যাপী লিট ফেস্টিভ্যাল শুরু
জাকিরের বিস্ফোরক ব্যাটিংয়ে প্রাইম ব্যাংকের বড় জয়
জাকিরের বিস্ফোরক ব্যাটিংয়ে প্রাইম ব্যাংকের বড় জয়
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা