X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

রাবি শিক্ষক সমিতি নির্বাচন: আওয়ামীপন্থীদের সংখ্যাগরিষ্ঠতা

রাবি প্রতিনিধি
১৯ এপ্রিল ২০১৯, ১০:৩৮আপডেট : ১৯ এপ্রিল ২০১৯, ১০:৩৯

রাজশাহী বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শিক্ষক সমিতির নির্বাচনে আওয়ামীপন্থীরা সংখ্যাগরিষ্ঠতা পেয়েছেন। নির্বাচনে আওয়ামীপন্থী মুক্তিযুদ্ধের চেতনা ও মূলবোধে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজ সমর্থিত হলুদ প্যালেন থেকে সাধারণ সম্পাদকসহ ১৫টি পদের মধ্যে ১০টি পদে জয় পেয়েছেন শিক্ষকরা। অন্যদিকে বিএনপি-জামায়াতপন্থী বাংলাদেশি জাতীয়তাবাদ ও ইসলামী মূল্যবোধে বিশ্বাসী শিক্ষক গ্রুপ সমর্থিত সাদা প্যালেন থেকে সভাপতিসহ ৫টি পদে জয় পেয়েছেন।

দিনব্যাপী ভোট গ্রহণ শেষে বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সন্ধ্যায় নির্বাচন কমিশনার এবি এম হামিদুল হক এ ফলাফল ঘোষণা করেন। এর আগে সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত জুবেরী ভবনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়ে। এবার নির্বাচনে মোট ১১৩০ ভোটারের মধ্যে এক হাজার শিক্ষক তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

সাদা প্যানেল থেকে প্রাণিবিদ্যা বিভাগের সাইফুল ইসলাম ফারুকী ৫০৮ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন। অন্যদিকে তার প্রতিদ্বন্দ্বী হলুদ প্যানেল থেকে বাংলা বিভাগের অধ্যাপক খন্দকার ফরহাদ হোসেন পেয়েছেন ৪৩৯ ভোট। সাধারণ সম্পাদক পদে জয় পেয়েছেন  হলুদ প্যানেলের আশরাফুল ইসলাম খান। তিনি পেয়েছেন ৪৯০ ভোট। অন্যদিকে তার প্রতিদ্বন্দ্বী সাদা প্যানেলে আমিনুল হক পেয়েছে ৪৬৪ ভোট।

২০১৯-২০ সালে কার্যনির্বাহী কমিটিতে আওয়ামীপন্থী হলুদ প্যানেল থেকে নির্বাচিত অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি মো. সাইয়েদুজ্জামান (মিলন), কোষাধ্যক্ষ রেজিনা লাজ, যুগ্ম-সম্পাদক মোজাম্মেল হোসেন বকুল, সদস্য আবুল কালাম আজাদ, শেখ শামসুল আরেফিন, এ এম শহীদুল আলম লিটন, মো. রফিকুল ইসলাম, মো.আজিজুর রহমান, একে এম মাহমুদুল হক টুটুল।  অন্যদিকে সাদা প্যানেল থেকে নির্বাচিতরা হলেন, সদস্য রেজাউল করিম-২, আলতাফ হোসেন, শাহাদাৎ হোসেন, ইয়ামিন হোসেন।

জানতে চাইলে নির্বাচন কমিশনার এ বি এম হামিদুল হক বলেন, ‘কোনও প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ফলাফল ঘোষণার পর পর্যবেক্ষক এবং প্রার্থীদের পক্ষ থেকে কেউ কোনও অভিযোগ করেননি।’

 

 

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জালিয়াতির মামলায় সিটি ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
জালিয়াতির মামলায় সিটি ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
প্রতিরোধ যোদ্ধাদের খুঁজতে উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটি গঠন হাইকোর্টের
প্রতিরোধ যোদ্ধাদের খুঁজতে উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটি গঠন হাইকোর্টের
নিউ ইয়র্কে দুই বাংলাদেশি হত্যায় সন্দেহভাজন যুবক গ্রেপ্তার
নিউ ইয়র্কে দুই বাংলাদেশি হত্যায় সন্দেহভাজন যুবক গ্রেপ্তার
বেসরকারি শিক্ষকদের বদলি নীতিমালা প্রণয়নের নির্দেশ
বেসরকারি শিক্ষকদের বদলি নীতিমালা প্রণয়নের নির্দেশ
সর্বাধিক পঠিত
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড