X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

জামালপুরে রেললাইনের পাশ থেকে সাংবাদিকের লাশ উদ্ধার

জামালপুর প্রতিনিধি
২২ মে ২০১৯, ২০:৫১আপডেট : ২২ মে ২০১৯, ২১:৩৩

এহসান ইবনে মিজান ওরফে ফাগুন এহসান ইবনে মিজান ওরফে ফাগুন (২৩) নামে এক সাংবাদিকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তিনি অনলাইন দৈনিক ‘প্রিয় ডটকম’-এর সহ-সম্পাদক হিসেবে ঢাকায় কর্মরত ছিলেন। মঙ্গলবার (২২ মে) গভীর রাতে রেলওয়ে পুলিশ জামালপুর সদর উপজেলার রানাগাছা মধ্যপাড়া রেললাইনের পাশ থেকে তার লাশ উদ্ধার করে।

জামালপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাপস চন্দ্র পণ্ডিত জানান, মঙ্গলবার রাত দেড়টার দিকে স্থানীয়দের খবরের ভিত্তিতে রানাগাছা রেললাইনের পাশ থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করা হয়। লাশটি ময়নাতদন্ত শেষে বেওয়ারিশ হিসেবে দাফনের উদ্যোগ নেওয়া হয়। পরে বুধবার বিকালে তার পরিচয় পাওয়া যায়।

নিহত সাংবাদিক ফাগুনের পিতা এনটিভির শেরপুর প্রতিনিধি কাকন রেজা জানান, গত মঙ্গলবার রাত ৮টার দিকে মোবাইল ফোনে ফাগুনের সঙ্গে সর্বশেষ কথা হয় তার। এ সময় ফাগুন জানায়, বাসে করে সে বাড়িতে আসছে। এরপর রাতে আর বাড়ি ফেরেনি ফাগুন। মঙ্গলবার রাত ও বুধবার বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পরও তার কোনও সন্ধান মেলেনি। অপরদিকে মঙ্গলবার রাতে জামালপুর সদর উপজেলার রানাগাছা থেকে রেল পুলিশের উদ্ধার করা লাশ বুধবার বিকালে ফাগুনের বলে শনাক্ত করা হয়।’

জামালপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাপস চন্দ্র পণ্ডিত বলেন, ‘বুধবার (২২ মে) সকালে ময়নাতদন্তের জন্য তার লাশ জামালপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। যথারীতি ময়নাতদন্ত শেষে লাশের সৎকারের জন্য আঞ্জুমান মফিদুল ইসলামকে খবর দেওয়া হয়। আঞ্জুমান মফিদুল ইসলাম কর্তৃপক্ষ মরদেহের কফিন তৈরি করে জানাজা ও দাফনের প্রস্তুতি নিচ্ছিল। এরই মধ্যে বিকেল ৫টার দিকে জিআরপি পুলিশের পক্ষ থেকে নিহতের বাবা কাকন রেজার কাছে তার লাশের ছবি পাঠানো হয়। ওই ছবি দেখে কাকন রেজা লাশটি শনাক্ত করেন।’

তিনি আরও জানান, এ ব্যাপারে রেলওয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে। লাশটি তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

/এমএএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিনপন্থি বিক্ষোভ নিয়ে মুখ খুললেন বাইডেন
বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিনপন্থি বিক্ষোভ নিয়ে মুখ খুললেন বাইডেন
গাছ কাটা ও লাগানোর বিষয়ে আইন-বিধি চেয়ে আইনি নোটিশ
গাছ কাটা ও লাগানোর বিষয়ে আইন-বিধি চেয়ে আইনি নোটিশ
জোরে সালাম শুনেই ঘাড় ফিরিয়ে উত্তর দেন খালেদা জিয়া
জোরে সালাম শুনেই ঘাড় ফিরিয়ে উত্তর দেন খালেদা জিয়া
বজ্রাঘাতে প্রাণ গেলো ১০ জনের
বজ্রাঘাতে প্রাণ গেলো ১০ জনের
সর্বাধিক পঠিত
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম