X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

দাফনের ৫ মাস পর কবর স্থানান্তর

নেত্রকোনা প্রতিনিধি
০৭ জুন ২০১৯, ২১:০১আপডেট : ০৭ জুন ২০১৯, ২১:১৩


নেত্রকোনা নিজের কেনা জায়গায় শাশুড়ির লাশ দাফন করা নিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে রিনা আক্তার নামে এক নারী বিরোধে লিপ্ত হন বলে অভিযোগ পাওয়া গেছে। এ কারণে পাঁচ মাস আগে দেওয়া কবরটি অন্যত্র সরিয়ে নিতে বাধ্য হয়েছেন তারা। নেত্রকোনা সদরের কাইলাটি ইউনিয়নের হাইলোড়া গ্রামে বৃহস্পতিবার (৬ জুন) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।























পরে মরদেহটি প্রায় আধ কিলোমিটার দূর থেকে উঠিয়ে এনে বাড়ির উঠানে দাফন করা হয়। এ খবর ছড়িয়ে পড়লে শুক্রবার দুপুরের দিকে অভিযুক্ত পুত্রবধূর বাড়িঘরে ভাঙচুর করে স্থানীয়রা।
অভিযুক্ত রীনা আক্তার হাইলোড়া গ্রামের মঞ্জুরুল হকের স্ত্রী। তার শাশুড়ি জালাল উদ্দিনের স্ত্রী মর্তুজা বেগম।
এলাকাবাসী মো. আবুল হাশেম ও কদ্দুস মিয়া বাংলা ট্রিবিউনকে জানান, গৃহবধূ রিনার স্বামীরা পাঁচ ভাই। যৌথ ফ্যামিলি হিসেবে বসবাস করেন তারা। গত পাঁচ মাস আগে রিনার শাশুড়ি হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান। পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী মর্তুজাকে পুত্রবধূ রিনার কেনা জায়গায় কবর দেওয়া হয়। কিন্তু কবর দেওয়ার কিছুদিন পর থেকেই অন্যত্র কবর অন্যত্র সরিয়ে নেওয়ার জন্য গণ্ডগোল শুরু করেন রিনা। তিনি স্বামীসহ পরিবারের সদস্যদের বিভিন্নভাবে চাপ সৃষ্টি করেন কবর সরানোর দাবিতে। সকালে বিষয়টি জানাজানির পর স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। স্থানীয়রা রিনার বাড়িতে গিয়ে ভাঙচুর করে। কিন্তু আগেই আত্মগোপন করেন রিনা।


স্থানীয় বাসিন্দা হোসনে আরা, বিলকিস, আয়নুল হক বলেন, ‘বেআইনিভাবে কবর থেকে মরদেহ উঠানোর বিষয়টি ধর্ম ও রাষ্ট্রবিরোধী কাজ। এর কঠোর বিচার হওয়া প্রয়োজন। হাইলোড়া গ্রামে স্থায়ী কোনও গোরস্তান নেই। কেউ মারা গেলে দাফন করতে গিয়ে বিপাকে পড়তে হয়।’ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে একটি গোরস্তানের জোর দাবি জানান গ্রামের ওই বাসিন্দারা।




কাইলাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন জানান, কবর থেকে মরদেহ উঠানোর বিষয়টি নিয়ে আগামীকাল (শনিবার) গ্রাম্য শালিস বসবে। সবার সিদ্ধান্তক্রমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তাজুল ইসলাম খান জানান, এ বিষয়ে তিনি কিছু জানেন না।

 

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দ্বিতীয় সপ্তাহে যুক্তরাষ্ট্রে ফিলিস্তিনপন্থি বিক্ষোভ, আটক ২ সহস্রাধিক
দ্বিতীয় সপ্তাহে যুক্তরাষ্ট্রে ফিলিস্তিনপন্থি বিক্ষোভ, আটক ২ সহস্রাধিক
মিল্টন সমাদ্দারের আরও ৭ দিনের রিমান্ড চায় পুলিশ
মিল্টন সমাদ্দারের আরও ৭ দিনের রিমান্ড চায় পুলিশ
বাংলাদেশের গ্রুপে দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড ও উইন্ডিজ
নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপবাংলাদেশের গ্রুপে দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড ও উইন্ডিজ
ডিবি কার্যালয়ে মিল্টন সমাদ্দারের স্ত্রী, চলছে  জিজ্ঞাসাবাদ
ডিবি কার্যালয়ে মিল্টন সমাদ্দারের স্ত্রী, চলছে জিজ্ঞাসাবাদ
সর্বাধিক পঠিত
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি