X
সোমবার, ০৬ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

‘রোহিঙ্গাদের মূল পরিচয় ও নাগরিকত্ব নিশ্চিত করতে চায় ইইউ’

কক্সবাজার প্রতিনিধি
১১ জুন ২০১৯, ১৯:৫৩আপডেট : ১১ জুন ২০১৯, ২০:০২

ইইউ এর মানবাধিকার বিষয়ক বিশেষ প্রতিনিধি অ্যামন গিলমোর ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মানবাধিকার বিষয়ক বিশেষ প্রতিনিধি অ্যামন গিলমোর বলেছেন, ‘আগামীকাল মিয়ানমার সফরে গিয়ে রোহিঙ্গা ইস্যুতে আলোচনা করবো। আলোচনা হবে মানবাধিকার বিষয়ে। সেখানে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের মূল পরিচয় ও নাগরিকত্ব নিশ্চিত করার বিষয়ে গুরুত্ব সহকারে তুলে ধরা হবে।’

তিনি মঙ্গলবার (১১ জুন) বিকাল সাড়ে ৪টার দিকে কক্সবাজার শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ আবুল কালামের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের একথা বলেন।

এসময় তিনি আরও বলেন, ‘রোহিঙ্গারা নিরাপদে তাদের বাড়িতে ফিরতে চায়। সেজন্য মিয়ানমারে রোহিঙ্গাদের মূল পরিচয় এবং নাগরিক অধিকার নিশ্চিত করতে চাই আমরা। মিয়ানমার সফরকালে রোহিঙ্গাদের প্রত্যাবাসন ইস্যুটি গুরুত্বের সঙ্গে আলোচনা করা হবে।’ কক্সবাজারে ইইউ এর প্রতিনিধি অ্যামন গিলমোর

এর আগে সকালে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন তিনি। এসময় কক্সবাজারের কুতুপালং ও বালুখালি রোহিঙ্গা শিবিরে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের সঙ্গেও কথা বলেন। দুপুরে বাংলাদেশ সরকারের শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন বিষয়ক কমিশনার মোহাম্মদ আবুল কালামের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি।

মিয়ানমারের সঙ্গে ইউরোপিয়ান ইউনিয়নের নিয়মিত আলাপের অংশ হিসেবে মানবাধিকার ইস্যুতে তিনি ওই দেশ সফরে যাচ্ছেন। তবে প্রথম এজেন্ডা হিসেবে স্থান পানে রোহিঙ্গা সংকট প্রসঙ্গ। রোহিঙ্গা ইস্যুতে তিনি মিয়ানমারের নীতি নির্ধারকদের সঙ্গে আলোচনা করবেন বলে জানা গেছে।

উল্লেখ্য, মিয়ানমারের রাখাইন রাজ্যে সহিংসতার কারণে ২০১৭ সালের আগস্ট থেকে বাংলাদেশে পালিয়ে এসে আশ্রয় নেয় সাড়ে সাত লাখ রোহিঙ্গা। এর আগে অবস্থান নেওয়া রোহিঙ্গাসহ কক্সবাজারের উখিয়া ও টেকনাফের আশ্রয় শিবিরে অবস্থান করছে ১১ লাখ ১৮ হাজার রোহিঙ্গা। এসব রোহিঙ্গাদের দীর্ঘ সময় ধরে চিকিৎসাসহ মানবিক সহায়তা দিয়ে যাচ্ছে সরকার।

 

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নারায়ণগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ, আহত ৩
নারায়ণগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ, আহত ৩
সুন্দরবনে আগুন ছড়ানো রুখতে দেওয়া হয়েছে বেরিকেট
সুন্দরবনে আগুন ছড়ানো রুখতে দেওয়া হয়েছে বেরিকেট
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
সব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী
জিজ্ঞাসাবাদ শেষে ডিবি হারুনসব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী