X
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪
১৭ বৈশাখ ১৪৩১

‘সীমান্তে গুলি মেরে ইয়াবা বন্ধ করা যাবে না’

টেকনাফ প্রতিনিধি
২৬ জুন ২০১৯, ১৯:৪৩আপডেট : ২৬ জুন ২০১৯, ২১:২৮

টেকনাফে মাদকবিরোধী আলোচনা সভা

‘মিয়ানমার বন্ধু ভাবার দেশ না, সে দেশ থেকে আসা ইয়াবা দেশ ও সমাজকে ধ্বংস করে দিচ্ছে। খুবই খারাপ লাগে যখন দেশের প্রশিক্ষিত বাহিনীর গুলি দেশের মানুষের ওপর ব্যবহার হয়। আমি বিশ্বাস করি, সীমান্তে গুলি করে মানুষ মেরে ইয়াবা বন্ধ করা যাবে না। ইয়াবা বন্ধ করতে সবার সহযোগিতা দরকার।’ বুধবার (২৬ জুন) দুপুরে টেকনাফ উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা প্রশাসন ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের যৌথ আয়োজনে মাদকদ্রব্যের অপব্যবহার ও পাচারবিরোধী আন্তর্জাতিক দিবসের অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতায় টেকনাফ-২ ব্যাটালিয়নের (বিজিবির) অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান এসব কথা বলেছেন।

প্রধানমন্ত্রীর নির্দেশে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে অভিযান চলছে উল্লেখ করে বিজিবির এই কর্মকর্তা বলেন, ‘মাদক নির্মূল করতে গিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে অনেক ইয়াবা কারবারি মারা গেছেন। এটা আমাদের কাম্য নয়। মাদকের অভিশাপ থেকে জাতিকে মুক্ত করতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। এছাড়া সীমান্তে মাদক জব্দ করে আমরা আত্মতুষ্টিতে ভুগতে চাই না। বরং মাদকপাচার বন্ধ করতে পারাই আমাদের জন্য ভালো।’

অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন বলেন, ‘গোটা দেশে কক্সবাজারের ইয়াবা দুর্নাম রয়েছে। এ জেলায় ২৮ লাখের মতো মানুষের বসতি। তার মধ্যে হয়তো এক লাখ মানুষ ইয়াবার সঙ্গে জড়িত। অন্যরা এই দুর্নামের বোঝা বইবে কেন? এখনই সময় ইয়াবার বিরুদ্ধে প্রতিবাদ ও ইয়াবা কারবারিদের সঙ্গে সব সর্ম্পক ছিন্ন করার। শুধু অভিযান চালিয়ে মাদক বন্ধ করা যাবে না। আর যেন কেউ ইয়াবা ব্যবসায় জড়িত না হয়, সে বিষয়ে সব আইনশৃঙ্খলা বাহিনীকে সজাগ থাকতে হবে।’
তিনি আরও বলেন, ‘আমরা মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছি। এই যুদ্ধে আমাদের জয়ী হতেই হবে। এ দেশকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সোনার বাংলা গড়ার লক্ষ্যে কাজ এগিয়ে চলছে। এই সোনার বাংলায় ইয়াবার ঠাঁই হবে না। যেকোনও মূল্যে এই ইয়াবা বন্ধ করতেই হবে। মাদকের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।’ তবে কোনও নিরীহ মানুষ যেন হয়রানির শিকার না হয় সেদিকে নজর রাখতে তিনি আইনশৃঙ্খলা বাহিনীকে আহ্বান জানান।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রবিউল হাসান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কক্সবাজার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাজাহান আলী, বিশেষ অতিথির বক্তব্য রাখেন টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান, জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ আদিবুল ইসলাম, সাবেক এমপি ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক মোহাম্মদ আলী, উপজেলা পরিষদ চেয়ারম্যান নূরুল আলম, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর কক্সবাজারের সহকারী পরিচালক সোমেন মণ্ডল, পৌরসভার মেয়র মোহাম্মদ ইসলাম, টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ প্রমুখ।

আরও পড়ুন- রোহিঙ্গা শিবিরে ইয়াবার জমজমাট ব্যবসা!

/এফএস/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কালুরঘাট রেল সেতুতে ধাক্কা দিয়ে আটকে গেছে জাহাজ
কালুরঘাট রেল সেতুতে ধাক্কা দিয়ে আটকে গেছে জাহাজ
জাতীয় বিশ্ববিদ্যালয়ে কয়েকটি পরীক্ষার তারিখ পেছালো
জাতীয় বিশ্ববিদ্যালয়ে কয়েকটি পরীক্ষার তারিখ পেছালো
‘হতাশা থেকে রোহিঙ্গারা আইনবিরোধী কর্মকাণ্ডে সম্পৃক্ত হতে পারে’
‘হতাশা থেকে রোহিঙ্গারা আইনবিরোধী কর্মকাণ্ডে সম্পৃক্ত হতে পারে’
‘প্রার্থীরা সেনাবাহিনী মোতায়েন চাইবেন কেন, তারা কী যুদ্ধ করবেন’
‘প্রার্থীরা সেনাবাহিনী মোতায়েন চাইবেন কেন, তারা কী যুদ্ধ করবেন’
সর্বাধিক পঠিত
এসি কেনার আগে মনে রাখতে হবে এই ৭ বিষয়
এসি কেনার আগে মনে রাখতে হবে এই ৭ বিষয়
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
ফালুর বিরুদ্ধে দুদকের চার্জশিট অনুমোদন
ফালুর বিরুদ্ধে দুদকের চার্জশিট অনুমোদন
ট্রাকের চাকায় পিষে দেওয়া হলো ৬ হাজার কেজি আম
ট্রাকের চাকায় পিষে দেওয়া হলো ৬ হাজার কেজি আম
বেতন বৈষম্যে উচ্চশিক্ষার মান হারাচ্ছে বেসরকারি কলেজগুলো
বেতন বৈষম্যে উচ্চশিক্ষার মান হারাচ্ছে বেসরকারি কলেজগুলো