X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

এই মাসেই নবম ওয়েজ বোর্ড ঘোষণা, গণমাধ্যম আইন পাস: তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:
১৮ জুলাই ২০১৯, ০২:৪৫আপডেট : ১৮ জুলাই ২০১৯, ০২:৪৫

এই মাসেই নবম ওয়েজ বোর্ড ঘোষণা, গণমাধ্যম আইন পাস: তথ্যমন্ত্রী

এই মাসেই নবম ওয়েজ বোর্ড ঘোষণা করা হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেছেন, ‘সংসদের আগামী অধিবেশনে গণমাধ্যম আইন-২০১৮ পাস হবে। গণমাধ্যমে বিশৃঙ্খলা এড়াতে নজরদারি বাড়ানো হবে।’

বুধবার (১৭ জুলাই) চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন-সিইউজে নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এসব কথা বলেন। এসময় সিইউজে নেতারা তথ্যমন্ত্রীকে একটি স্মারকলিপি প্রদান করেছেন।

বৈঠকে হাছান মাহমুদ বলেন, ‘নবম ওয়েজ বোর্ডে টেলিভিশন সাংবাদিকদের অর্ন্তভুক্ত করার কোনও আইনি সুযোগ নেই। টেলিভিশন সাংবাদিকদের জন্য পৃথক একটি বেতন কাঠামো গঠন করার বিষয়ে নবম ওয়েজ বোর্ড কমিটি একটি পৃথক সুপারিশ করেছেন। সেই সুপারিশের আলোকে আলাদা বেতন কাঠামো তৈরির বিষয়টি সরকারের বিবেচনাধীন রয়েছে।’

সর্বস্তরের সাংবাদিকদের পেনশনের দাবি জানানো হলে তথ্যমন্ত্রী বলেন, ‘সরকার থেকে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। গণমাধ্যম মালিকদের সরকার থেকে চিঠি দিয়ে পেনশন চালু করতে বলা হবে। এক্ষেত্রে সাংবাদিকদের বেতন থেকে একটি অংশ কেটে রেখে এবং মালিকপক্ষ একটি অংশ দিয়ে পেনশন চালু করা হবে।’

তিনি আরও বলেন, ‘চট্টগ্রামে যে সব পত্রিকার সরকারি নিবন্ধন আছে কিন্তু বাজারে দেখা যায় না, নিয়মিত প্রকাশিত হয় না, অথচ সরকারি হাজার হাজার টাকার বিজ্ঞাপন প্রকাশ করে মূলধারার গণমাধ্যমের অর্থ তছরুপ করছেন কিনা তা খতিয়ে দেখা হবে। প্রয়োজনে গণমাধ্যমে এসব অনিয়ম বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।’

বৈঠকে সিইউজে সভাপতি নাজিমুদ্দীন শ্যামল, সাধারণ সম্পাদক হাসান ফেরদৌস, সহ-সভাপতি মোহাম্মদ আলী, যুগ্ম সম্পাদক সবুর শুভ, প্রচার ও প্রকাশনা সম্পাদক আহমেদ কুতুব, আজাদী ইউনিট প্রধান খোরশেদ আলম, পূর্বদেশ ইউনিট প্রধান রতন কান্তি দেবাশিষ, সুপ্রভাত বাংলাদেশ ইউনিট প্রধান স ম ইব্রাহিম, সিনিয়র সাংবাদিক আজাদ তালুকদার প্রমুখ উপস্থিত ছিলেন।

 

 

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
তীব্র তাপদাহে মেয়েদের স্বস্তির সংবাদ দিলেন সালাউদ্দিন
তীব্র তাপদাহে মেয়েদের স্বস্তির সংবাদ দিলেন সালাউদ্দিন
বেসিস নির্বাচন: দেশের সফটওয়্যার খাতকে স্বয়ংসম্পূর্ণ করতে চান ইকবাল আহমেদ
বেসিস নির্বাচন: দেশের সফটওয়্যার খাতকে স্বয়ংসম্পূর্ণ করতে চান ইকবাল আহমেদ
টি স্পোর্টসে বাংলাদেশ-ভারত টি-টোয়েন্টি সিরিজ
টি স্পোর্টসে বাংলাদেশ-ভারত টি-টোয়েন্টি সিরিজ
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
তাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
প্রাক-প্রাথমিক বন্ধই থাকছেতাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই