X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

নওগাঁয় এ বছর মাছ উৎপাদিত হয়েছে ৭৬ হাজার ৮৮৪ মে. টন

নওগাঁ প্রতিনিধি
২২ জুলাই ২০১৯, ১৯:৫১আপডেট : ২২ জুলাই ২০১৯, ২২:০২

দেশি মাছ

খাল-বিল-নদীর জেলা নওগাঁয় এবছরে মাছ উৎপাদিত হয়েছে ৭৬ হাজার ৮৮৪ দশমিক ৮২ মেট্রিক টন। মাছ চাষ হয়েছে ৫২ হাজার ৪৫৩ হেক্টর জলাশয়ে। জেলার চাহিদা মিটিয়ে অন্য জেলায় মাছ সরবরাহ করতেও পেরেছেন নওগাঁবাসী।

এ জেলায় মাছের বার্ষিক মোট চাহিদা ৬১ হাজার ২১০ মেট্রিক টন। জেলার ২৬ লাখ ১৩ হাজার ৯৪০ জন মানুষের চাহিদা মিটিয়ে এ বছর ১৫ হাজার ৬৭৪ দশমিক ৮২ মেট্রিক টন উদ্বৃত্ত মাছ দেশের অন্য জেলায় সরবরাহ করা হয়েছে। জেলা মৎস্য অফিস সূত্রে এ তথ্য জানা গেছে।

জেলা মৎস্য কর্মকর্তা ফিরোজ আহম্মেদ বলেন, বর্তমান সরকার মাছ চাষে বেশি আগ্রহী করে তুলতে  মৎস্যজীবী ও মৎস্যচাষীদের নানাভাবে উদ্ধুদ্ধকরণ কর্মসূচি চালিয়ে যাচ্ছে। এ কারণে জেলায় মাছ চাষের এই সফলতা অর্জিত হয়েছে।

তিনি জানান, নওগাঁ জেলায় মোট পুকুর রয়েছে ৪৭ হাজার ১৪টি। এসব জলাশয়ের মোট আয়তন ১২ হাজার ৭৪৯ দশমিক ৮২ হেক্টর। এসব জলাশয়ে এবছর মাছ উৎপাদন হয়েছে মোট ৫৭ হাজার ৭৩৭ দশমিক ৭৮ মেট্রিক টন। 

জেলা মৎস্য কর্মকর্তার দাবি অনুসারে, উন্মুক্ত জলাশয়ের মধ্যে নদীর সংখ্যা মোট ৭টি। এ ধরনের জলাশয়ের মোট আয়তন ১১ হাজার ২০১ হেক্টর। নদীতে এবছর মোট মাছ উৎপাদিত হয়েছে ৩ হাজার ৩৮০ দশমিক ৭৯ মেট্রিক টন।

তিনি আরও জানান, জেলায় মোট বিলের সংখ্যা ১২৩টি। এসব বিলের মোট জলাশয়ের আয়তন ১৩ হাজার ৯৩৮ দশমিক ৩৫ হেক্টর। এতে মোট মাছের উৎপাদন হয় ৯ হাজার ৫১৮ দশমিক ১৭ মেট্রিক টন।

আর, ৪০টি খাল ও অন্যান্য জলাশয়ের মোট আয়তন ৬১৬ হেক্টর। এসব জলাশয়ে মোট মাছ উৎপাদিত হয় ১৪১ দশমিক ১২ মেট্রিক টন।

জেলা মৎস্য কর্মকর্তার দেওয়া তথ্য অনুযায়ী, নওগাঁ জেলায় মোট প্লাবন ভূমির সংখ্যা ৯৭টি। এসব প্লাবন ভূমির জলাশয়ের মোট আয়তন ১৩ হাজার ৮৯২ দশমিক ৯১ হেক্টর। এসব প্লাবন ভূমিতে মোট মাছ উৎপাদিত হয়েছে ৫ হাজার ৯৬১ দশমিক ৯৮ মেট্রিক টন।

তিনি জানান, বরোপিট এবং সড়ক, রেল ও জনপথের জলাশয় রয়েছে ৩১টি। এমন জলাশয়ের মোট আয়তন ৫৫ দশমিক ৫৪ হেক্টর। এসব জলাশয়ে মোট মাছ উৎপাদিত হয়েছে ১৪৫ মেট্রিক টন।

 

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
থাইল্যান্ড সফর নিয়ে সাংবাদিকদের ব্রিফ করছেন প্রধানমন্ত্রী
থাইল্যান্ড সফর নিয়ে সাংবাদিকদের ব্রিফ করছেন প্রধানমন্ত্রী
অবশেষে চট্টগ্রামে স্বস্তির বৃষ্টি
অবশেষে চট্টগ্রামে স্বস্তির বৃষ্টি
আদালতে ড. ইউনূস
আদালতে ড. ইউনূস
চীনের দক্ষিণাঞ্চলে সড়ক ধসে নিহত ৩৬
চীনের দক্ষিণাঞ্চলে সড়ক ধসে নিহত ৩৬
সর্বাধিক পঠিত
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!